Stone Changing Luck: এই রত্ন পাথরের গুণে এক নিমেষে হতে পারেন কোটিপতি, তবে সাবধান থাকুন, সঠিক কায়দায় ব্যবহার করতে হবে

Last Updated:
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পঞ্চবটি প্লাজার আগরওয়াল রত্ন স্টোরের জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে সংবাদমাধ্যমের কাছে বলেন, নীলম রত্নটি অত্যন্ত শক্তিশালী।
1/6
প্রত্যেকেই কোটিপতি কিংবা ধনী হতে চান। এর জন্য তাঁরা রত্নবিদ্যার উপর ভরসা করেন। আসলে আমাদের শরীরের উপর গ্রহরত্নের একটা ইতিবাচক প্রভাব রয়েছে। সেই কারণেই অনেকেই রত্ন ধারণ করেন। বহু সময় মানুষ লক্ষ লক্ষ টাকার রত্ন ধারণ করে থাকে। যার প্রভাবে তিনি ধনীও হয়ে যেতে পারেন।
প্রত্যেকেই কোটিপতি কিংবা ধনী হতে চান। এর জন্য তাঁরা রত্নবিদ্যার উপর ভরসা করেন। আসলে আমাদের শরীরের উপর গ্রহরত্নের একটা ইতিবাচক প্রভাব রয়েছে। সেই কারণেই অনেকেই রত্ন ধারণ করেন। বহু সময় মানুষ লক্ষ লক্ষ টাকার রত্ন ধারণ করে থাকে। যার প্রভাবে তিনি ধনীও হয়ে যেতে পারেন।
advertisement
2/6
তবে আজ আমরা একটি রত্নের বিষয়ে আলোচনা করব, যা পরলে কোটিপতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমরা কথা বলছি নীলার বিষয়ে। এই রত্নটি অত্যন্ত শক্তিশালী রত্ন হিসেবে গণ্য হয়। ঝাড়খণ্ডের জ্যোতিষী এই বিষয়ে আলোকপাত করেছেন।
তবে আজ আমরা একটি রত্নের বিষয়ে আলোচনা করব, যা পরলে কোটিপতি হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। আমরা কথা বলছি নীলার বিষয়ে। এই রত্নটি অত্যন্ত শক্তিশালী রত্ন হিসেবে গণ্য হয়। ঝাড়খণ্ডের জ্যোতিষী এই বিষয়ে আলোকপাত করেছেন।
advertisement
3/6
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পঞ্চবটি প্লাজার আগরওয়াল রত্ন স্টোরের জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে সংবাদমাধ্যমের কাছে বলেন, নীলম রত্নটি অত্যন্ত শক্তিশালী। সেই সঙ্গে ব্যক্তি জীবনে এর গভীর প্রভাবও রয়েছে। এই রত্ন পাথরটি ধারণ করার এক সপ্তাহের মধ্যেই নিজের জীবনে এর প্রভাব দেখতে পাবেন।
ঝাড়খণ্ডের রাজধানী রাঁচির পঞ্চবটি প্লাজার আগরওয়াল রত্ন স্টোরের জ্যোতিষী সন্তোষ কুমার চৌবে সংবাদমাধ্যমের কাছে বলেন, নীলম রত্নটি অত্যন্ত শক্তিশালী। সেই সঙ্গে ব্যক্তি জীবনে এর গভীর প্রভাবও রয়েছে। এই রত্ন পাথরটি ধারণ করার এক সপ্তাহের মধ্যেই নিজের জীবনে এর প্রভাব দেখতে পাবেন।
advertisement
4/6
সন্তোষ কুমার চৌবে বলেন যে, কেউ যদি এই রত্ন পাথর ধারণ করেন, তাহলে এর প্রভাব অবিলম্বে দেখতে পাবেন। আসলে রত্ন পাথর ধারণকারীর চিন্তাধারা, জীবনযাত্রা এবং কার্যকলাপ পরিবর্তিত হবে। ব্যবসায় তাঁরা উপযোগিতা লাভ করতে পারেন। আর সব কিছু তাঁর জীবনে ঠিকঠাকই চলে। নীলা অত্যন্ত শক্তিশালী। আর এই রত্ন ধনী বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। লক্ষ্য করলে দেখা যাবে যে, বহু ধনী শিল্পপতি এবং কোটিপতিরা নীলা ধারণ করেন। যদিও নীলা পরার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একজন জ্যোতিষীর কাছে নিজের রাশির গণনা করিয়ে তবেই নীলম রত্নটি ধারণ করা উচিত। কারণ নীলম এমন জাতক-জাতিকাদের জন্য আদর্শ, যাঁদের কুণ্ডলীতে শনির অবস্থান অশুভ থাকে।
সন্তোষ কুমার চৌবে বলেন যে, কেউ যদি এই রত্ন পাথর ধারণ করেন, তাহলে এর প্রভাব অবিলম্বে দেখতে পাবেন। আসলে রত্ন পাথর ধারণকারীর চিন্তাধারা, জীবনযাত্রা এবং কার্যকলাপ পরিবর্তিত হবে। ব্যবসায় তাঁরা উপযোগিতা লাভ করতে পারেন। আর সব কিছু তাঁর জীবনে ঠিকঠাকই চলে। নীলা অত্যন্ত শক্তিশালী। আর এই রত্ন ধনী বানিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। লক্ষ্য করলে দেখা যাবে যে, বহু ধনী শিল্পপতি এবং কোটিপতিরা নীলা ধারণ করেন। যদিও নীলা পরার ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। একজন জ্যোতিষীর কাছে নিজের রাশির গণনা করিয়ে তবেই নীলম রত্নটি ধারণ করা উচিত। কারণ নীলম এমন জাতক-জাতিকাদের জন্য আদর্শ, যাঁদের কুণ্ডলীতে শনির অবস্থান অশুভ থাকে।
advertisement
5/6
ওই জ্যোতিষী আরও বলেন যে, নীলা রীতিমতো অর্থ আকর্ষণ করে। ধরা যাক, কারও রাশিফল বলছে যে, তিনি ২০ বছরে কোটিপতি হয়ে যাবেন। কিন্তু নীলা ধারণ করলে তিনি মাত্র ১০ বছরের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারবেন। আসলে নীলা অর্থাগমের গতি বাড়িয়ে দেয়।
ওই জ্যোতিষী আরও বলেন যে, নীলা রীতিমতো অর্থ আকর্ষণ করে। ধরা যাক, কারও রাশিফল বলছে যে, তিনি ২০ বছরে কোটিপতি হয়ে যাবেন। কিন্তু নীলা ধারণ করলে তিনি মাত্র ১০ বছরের মধ্যে কোটিপতি হয়ে যেতে পারবেন। আসলে নীলা অর্থাগমের গতি বাড়িয়ে দেয়।
advertisement
6/6
জ্যোতিষী সন্তোষ কুমার চৌবের বক্তব্য, নীলার তৈরি আঙটি সকলের জন্য নয়। এই বিষয়ে মানুষের সচেতন থাকা আবশ্যক। অনেকে কারও থেকে পরামর্শ নিয়ে নীলা ধারণ করেন। এমনকী তাঁরা কোনও জ্যোতিষীকে দিয়ে গণনা করিয়ে পরামর্শ পর্যন্ত নেন না। এই সব মানুষদের বিশেষ ভাবে সচেতন থাকতে হবে। যদি কোনও রাশির জাতক-জাতিকার কুণ্ডলীতে শনি শুভ অবস্থানে থাকেন, তাঁরা নীলা পরলে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে। এর মধ্যে অন্যতম হল শারীরিক সমস্যা। এমনকী তাঁকে বারবার হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। সব মিলিয়ে বলা ভাল যে, এই রত্ন পাথর একপ্রকার তাঁর জীবন দুর্বিষহ করে তুলতে পারে।
জ্যোতিষী সন্তোষ কুমার চৌবের বক্তব্য, নীলার তৈরি আঙটি সকলের জন্য নয়। এই বিষয়ে মানুষের সচেতন থাকা আবশ্যক। অনেকে কারও থেকে পরামর্শ নিয়ে নীলা ধারণ করেন। এমনকী তাঁরা কোনও জ্যোতিষীকে দিয়ে গণনা করিয়ে পরামর্শ পর্যন্ত নেন না। এই সব মানুষদের বিশেষ ভাবে সচেতন থাকতে হবে। যদি কোনও রাশির জাতক-জাতিকার কুণ্ডলীতে শনি শুভ অবস্থানে থাকেন, তাঁরা নীলা পরলে এর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেবে। এর মধ্যে অন্যতম হল শারীরিক সমস্যা। এমনকী তাঁকে বারবার হাসপাতালের চক্কর কাটতে হতে পারে। সব মিলিয়ে বলা ভাল যে, এই রত্ন পাথর একপ্রকার তাঁর জীবন দুর্বিষহ করে তুলতে পারে।
advertisement
advertisement
advertisement