Money Making Tips: একটা ছোট্ট এই তাজা পাতা আলমারিতে রাখলেই দেখবেন ম্যাজিক! লকার ভরবে টাকায়, দূর হবে আপনার অর্থ কষ্ট...

Last Updated:
Money Making Tips: তুলসীর মঞ্জরি লাল কাপড়ে বেঁধে আলমারিতে রাখলে মা লক্ষ্মীর কৃপা মেলে ও ঘরে অর্থের আগমন ঘটে। এই বাস্তু টোটকা মেনে চললে দারিদ্র্য কেটে যায় ও ঘরে ইতিবাচক শক্তির সঞ্চার হয় বলে বিশ্বাস, বিস্তারিত জানুন...
1/10
আর্থিক সমস্যা চলছে? তাহলে ঘরের তিজোরি বা ধনের স্থানে একটি বিশেষ বস্তু রাখলেই অর্থাগম শুরু হতে পারে। হিন্দু শাস্ত্র মতে, তুলসী গাছের ‘মঞ্জরি’ বা ফুলকে লাল কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং ধনলাভ হতে থাকে।
আর্থিক সমস্যা চলছে? তাহলে ঘরের তিজোরি বা ধনের স্থানে একটি বিশেষ বস্তু রাখলেই অর্থাগম শুরু হতে পারে। হিন্দু শাস্ত্র মতে, তুলসী গাছের ‘মঞ্জরি’ বা ফুলকে লাল কাপড়ে বেঁধে আলমারিতে রেখে দিলে ঘরে ইতিবাচক শক্তি প্রবাহিত হয় এবং ধনলাভ হতে থাকে।
advertisement
2/10
এই প্রক্রিয়াটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে। তুলসী মঞ্জরিকে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুকে অর্পণ করাও অত্যন্ত শুভ মনে করা হয়। এটি ঘরে অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে।
এই প্রক্রিয়াটি করলে মা লক্ষ্মীর আশীর্বাদ সদা বজায় থাকে। তুলসী মঞ্জরিকে মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণুকে অর্পণ করাও অত্যন্ত শুভ মনে করা হয়। এটি ঘরে অর্থনৈতিক স্থিতি বজায় রাখতে সাহায্য করে।
advertisement
3/10
গঙ্গাজলে তুলসী মঞ্জরি মিশিয়ে তা দিয়ে ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিলে নেগেটিভ শক্তি দূর হয়। এতে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
গঙ্গাজলে তুলসী মঞ্জরি মিশিয়ে তা দিয়ে ঘরের কোণায় কোণায় ছিটিয়ে দিলে নেগেটিভ শক্তি দূর হয়। এতে ঘরে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে।
advertisement
4/10
লোকবিশ্বাস অনুযায়ী, লাল কাপড়ে তুলসী মঞ্জরি বেঁধে রাখলে ঘরে কখনো ধন-সম্পত্তির অভাব হয় না এবং দারিদ্র্য দূর হয়। এটি শাস্ত্রমতে অত্যন্ত ফলদায়ক ও কার্যকরী।
লোকবিশ্বাস অনুযায়ী, লাল কাপড়ে তুলসী মঞ্জরি বেঁধে রাখলে ঘরে কখনো ধন-সম্পত্তির অভাব হয় না এবং দারিদ্র্য দূর হয়। এটি শাস্ত্রমতে অত্যন্ত ফলদায়ক ও কার্যকরী।
advertisement
5/10
তুলসী মঞ্জরি আলমারিতে রাখলে ঘরের সমস্ত রকমের নেতিবাচকতা দূর হয়। এই কাজ করলে ঘরে টাকার আসা শুরু হয় এবং লকার সর্বদা ভরতি থাকে বলে মানা হয়।
তুলসী মঞ্জরি আলমারিতে রাখলে ঘরের সমস্ত রকমের নেতিবাচকতা দূর হয়। এই কাজ করলে ঘরে টাকার আসা শুরু হয় এবং লকার সর্বদা ভরতি থাকে বলে মানা হয়।
advertisement
6/10
শাস্ত্রমতে, তুলসী মঞ্জরির এমন ব্যবহার শুধু ধনলাভ নয়, বরং মানসিক শান্তিও দেয়। এটি বাড়িতে ধর্মীয় ও শুভ শক্তির প্রবাহ বাড়ায়।
শাস্ত্রমতে, তুলসী মঞ্জরির এমন ব্যবহার শুধু ধনলাভ নয়, বরং মানসিক শান্তিও দেয়। এটি বাড়িতে ধর্মীয় ও শুভ শক্তির প্রবাহ বাড়ায়।
advertisement
7/10
শুক্রবার মা লক্ষ্মীর পুজোর সময় তাঁকে তুলসী মঞ্জরি অর্পণ করলে অর্থনৈতিক উন্নতি ঘটে। এটি করে অনেকেই উপকৃত হয়েছেন বলে বিশ্বাস।
শুক্রবার মা লক্ষ্মীর পুজোর সময় তাঁকে তুলসী মঞ্জরি অর্পণ করলে অর্থনৈতিক উন্নতি ঘটে। এটি করে অনেকেই উপকৃত হয়েছেন বলে বিশ্বাস।
advertisement
8/10
সারমর্মে, তুলসী মঞ্জরিকে লাল কাপড়ে বেঁধে তিজোরিতে বা ধনের স্থানে রাখলে ঘরের দারিদ্র্য, অর্থনৈতিক সমস্যা ও নেতিবাচকতা দূর হয়। এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার এক সহজ ও পরীক্ষিত উপায়।
সারমর্মে, তুলসী মঞ্জরিকে লাল কাপড়ে বেঁধে তিজোরিতে বা ধনের স্থানে রাখলে ঘরের দারিদ্র্য, অর্থনৈতিক সমস্যা ও নেতিবাচকতা দূর হয়। এটি মা লক্ষ্মীর কৃপা পাওয়ার এক সহজ ও পরীক্ষিত উপায়।
advertisement
9/10
দিল্লির জ্যোতিষ পণ্ডিত অমর শাস্ত্রী বলেছেন, "গ্রহের গতিবিধি যেমন আমাদের জীবনে সুখ-দুঃখের ওঠানামা ঘটায়, তেমনই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে ভাগ্যও বদলানো সম্ভব।"
দিল্লির জ্যোতিষ পণ্ডিত অমর শাস্ত্রী বলেছেন, "গ্রহের গতিবিধি যেমন আমাদের জীবনে সুখ-দুঃখের ওঠানামা ঘটায়, তেমনই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিলে ভাগ্যও বদলানো সম্ভব।"
advertisement
10/10
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement