শুধু রূপ নয়৷ শরীরে তিলের সঙ্গে জড়িয়ে থাকে সৌভাগ্যও৷ সেরকমই দবি করে জ্যোতিষশাস্ত্র৷ আসুন, দেখে নিই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেয়েদর শরীরে কোথায় তিল থাকলে কী কী সৌভাগ্যবার্তা বয়ে আনে৷
2/ 10
মহিলাদের দুই ভ্রুয়ের মাঝে বিন্দি পরার জায়গায় তিল থাকলে তাকে খুবই সৌভাগ্যসূচক বলে মনে করা হয়৷ সেই সব মহিলা বুদ্ধিমতী ও বিত্তবান হন৷
3/ 10
ডান বা বাঁ ভ্রুয়ের উপরে তিল থাকলে সেই মহিলারা প্রচুর সম্পদের অধিকারিণী হন৷ তবে সমস্যা হল, তাঁরা উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারেন না৷ দ্রুত খরচ করে ফেলেন৷
4/ 10
অনেকের চোখের মণির উপরেও তিল থাকে৷ সেক্ষেত্রে তাঁরা খুবই শান্ত প্রকৃতির হন৷ বুদ্ধিমতী হন৷ পরিচিত বৃত্তে তাঁদের জনপ্রিয়তায় ভাটা পড়ে না কোনওদিন৷ তাঁদের বিয়ে হয় ধনী পুরুষের সঙ্গে৷
5/ 10
কানে তিল থাকলে সেই মহিলারা বুদ্ধিমতী হন৷ দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন৷ দু’কানে তিল থাকলে সেই মহিলারা মসৃণ জীবন যাপন করেন৷ সহজেই অন্যদের প্রভাবিত করেন৷
6/ 10
নাক ও ঠোঁটের মাঝের অংশে তিল থাকলে জীবনে অর্থাভাব হয় না৷ উপরের ছোঁটে তিল থাকলে তিনি অত্যন্ত আকর্ষণীয়া৷ পুরুষদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ নীচের ঠোঁটে তিল থাকলে তাঁরা একনিষ্ঠ ও পরিশ্রমী হন৷ পরিশ্রমের মাধ্যমে সাফল্য সহজেই ধরা দেয় তাঁদের কাছে৷
7/ 10
গালে তিল থাকলে তিনি বন্ধুমহলে জনপ্রিয়৷ তাঁর অনেক বন্ধুও থাকে৷ চারপাশের মানুষের উপর তাঁর প্রভাব গাঢ় তবে একদিকে তাঁরা পরনিন্দামুখর হন৷
8/ 10
কাঁধে তিল থাকলে তাঁরা রাজরানি হন৷ যাপন করেন রাজকীয় জীবন৷ স্বভাবকোমল এই মহিলারা অন্যদের সমস্যার সমাধান করবেন সহজেই৷ তাঁরাও ভাল জীবনসঙ্গী নির্বাচন করেন৷
9/ 10
ঘাড়ে তিল থাকলে তাঁরা ধৈর্যশীলা ও পরিশ্রমী হন৷ বুদ্ধিমতী এই মেয়েরা ভাল জীবনসঙ্গী নির্বাচন করেন৷
10/ 10
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন। (সব ছবি-নেটমাধ্যম)
Moles on female body parts : মেয়েদের শরীরে কোন অঙ্গে তিল থাকলে কী কী হয়? জানুন জ্যোতিষশাস্ত্র কী বলছে
শুধু রূপ নয়৷ শরীরে তিলের সঙ্গে জড়িয়ে থাকে সৌভাগ্যও৷ সেরকমই দবি করে জ্যোতিষশাস্ত্র৷ আসুন, দেখে নিই জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মেয়েদর শরীরে কোথায় তিল থাকলে কী কী সৌভাগ্যবার্তা বয়ে আনে৷
Moles on female body parts : মেয়েদের শরীরে কোন অঙ্গে তিল থাকলে কী কী হয়? জানুন জ্যোতিষশাস্ত্র কী বলছে
ডান বা বাঁ ভ্রুয়ের উপরে তিল থাকলে সেই মহিলারা প্রচুর সম্পদের অধিকারিণী হন৷ তবে সমস্যা হল, তাঁরা উপার্জিত অর্থ সঞ্চয় করতে পারেন না৷ দ্রুত খরচ করে ফেলেন৷
Moles on female body parts : মেয়েদের শরীরে কোন অঙ্গে তিল থাকলে কী কী হয়? জানুন জ্যোতিষশাস্ত্র কী বলছে
অনেকের চোখের মণির উপরেও তিল থাকে৷ সেক্ষেত্রে তাঁরা খুবই শান্ত প্রকৃতির হন৷ বুদ্ধিমতী হন৷ পরিচিত বৃত্তে তাঁদের জনপ্রিয়তায় ভাটা পড়ে না কোনওদিন৷ তাঁদের বিয়ে হয় ধনী পুরুষের সঙ্গে৷
Moles on female body parts : মেয়েদের শরীরে কোন অঙ্গে তিল থাকলে কী কী হয়? জানুন জ্যোতিষশাস্ত্র কী বলছে
নাক ও ঠোঁটের মাঝের অংশে তিল থাকলে জীবনে অর্থাভাব হয় না৷ উপরের ছোঁটে তিল থাকলে তিনি অত্যন্ত আকর্ষণীয়া৷ পুরুষদের মধ্যে তাঁর জনপ্রিয়তা তুঙ্গে৷ নীচের ঠোঁটে তিল থাকলে তাঁরা একনিষ্ঠ ও পরিশ্রমী হন৷ পরিশ্রমের মাধ্যমে সাফল্য সহজেই ধরা দেয় তাঁদের কাছে৷