Mauni Amavasya 2025 Date & Time: মৌনী অমাবস্যা কবে? নতুন বছরের প্রথম অমাবস্যাই বা কবে? জানুন মাঘী অমানিশার দিনক্ষণ ও তিথি

Last Updated:
Mauni Amavasya 2025 Date & Time: মাঘী অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়। এই তিথিতে মৌনব্রত পালন করা খুবই পুণ্যদায়ী ও শুভ বলে মনে করা হয়
1/6
অপেক্ষা আর কিছুদিনের। তার পরই আসবে নতুন বছর, ২০২৫। নতুন বছরের প্রথম অমাবস্যা কবে পড়েছে, আসুন জেনে নিই।
অপেক্ষা আর কিছুদিনের। তার পরই আসবে নতুন বছর, ২০২৫। নতুন বছরের প্রথম অমাবস্যা কবে পড়েছে, আসুন জেনে নিই।
advertisement
2/6
২০২৫ সালের প্রথম অমাবস্যা পালিত হবে ২৯ জানুয়ারি, বুধবার। ঘটনাচক্রে সেটাই পুণ্যতিথি মাঘী অমাবস্যা।
২০২৫ সালের প্রথম অমাবস্যা পালিত হবে ২৯ জানুয়ারি, বুধবার। ঘটনাচক্রে সেটাই পুণ্যতিথি মাঘী অমাবস্যা।
advertisement
3/6
মাঘী অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়। এই তিথিতে মৌনব্রত পালন করা খুবই পুণ্যদায়ী ও শুভ বলে মনে করা হয়।
মাঘী অমাবস্যাকে মৌনী অমাবস্যাও বলা হয়। এই তিথিতে মৌনব্রত পালন করা খুবই পুণ্যদায়ী ও শুভ বলে মনে করা হয়।
advertisement
4/6
২৮ জানুয়ারি মৌনী অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে। এই তিথি থাকবে ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬.০৫ পর্যন্ত।
২৮ জানুয়ারি মৌনী অমাবস্যা শুরু হচ্ছে সন্ধ্যা ৭.৩৫ মিনিটে। এই তিথি থাকবে ২৯ জানুয়ারি সন্ধ্যা ৬.০৫ পর্যন্ত।
advertisement
5/6
উদয় তিথি অনুসারে মাঘী বা মৌনী অমাবস্যা পালিত হবে ২৯ জানুয়ারি। তবে অমাবস্যায় যেহেতু মূলত নিশিকালীন আচারই প্রধান, তাই ২৮ জানুয়ারি অমাবস্যা শুরুর পরেও সেগুলি পলান করা যাবে।
উদয় তিথি অনুসারে মাঘী বা মৌনী অমাবস্যা পালিত হবে ২৯ জানুয়ারি। তবে অমাবস্যায় যেহেতু মূলত নিশিকালীন আচারই প্রধান, তাই ২৮ জানুয়ারি অমাবস্যা শুরুর পরেও সেগুলি পলান করা যাবে।
advertisement
6/6
এই তিথিতে পুণ্যনদীতে স্নান, দানধ্যান-সহ একাধিক রীতিনীতি পালন করলে পুণ্য অর্জন হয় বলে প্রচলিত বিশ্বাস।
এই তিথিতে পুণ্যনদীতে স্নান, দানধ্যান-সহ একাধিক রীতিনীতি পালন করলে পুণ্য অর্জন হয় বলে প্রচলিত বিশ্বাস।
advertisement
advertisement
advertisement