Mauni Amavasya 2024: আসছে মৌনী অমাবস্যা! অর্থ ও সৌভাগ্য পেতে এই তিথিতে কী দান করবেন? কীভাবে দান করবেন? জানুন

Last Updated:
Mauni Amavasya 2024: মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা নামেই অভিহিত করা হয়৷ এই তিথিতে অমাবস্যার অন্যান্য রীতিনীতির সঙ্গে মৌন থেকে স্নান ও দান করার বিষয়টিও গুরুত্বপূর্ণ৷
1/7
শুক্রবার মৌনী অমাবস্যা৷ মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা নামেই অভিহিত করা হয়৷
শুক্রবার মৌনী অমাবস্যা৷ মাঘ মাসের অমাবস্যা তিথিকে মৌনী অমাবস্যা নামেই অভিহিত করা হয়৷
advertisement
2/7
পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠীর মতে, এই তিথিতে অমাবস্যার অন্যান্য রীতিনীতির সঙ্গে মৌন থেকে স্নান ও দান করার বিষয়টিও গুরুত্বপূর্ণ৷
পণ্ডিত অরবিন্দ ত্রিপাঠীর মতে, এই তিথিতে অমাবস্যার অন্যান্য রীতিনীতির সঙ্গে মৌন থেকে স্নান ও দান করার বিষয়টিও গুরুত্বপূর্ণ৷
advertisement
3/7
প্রাচীনকালে মৌনী অমাবস্যায় সারা দিন মৌনব্রত পালন করা হত৷ এখন সেটা কার্যত অসম্ভব৷ তবে ব্রহ্ম মুহূর্তে স্নান ও তার পর দান করার সময় মৌন থাকাই বিধেয়৷
প্রাচীনকালে মৌনী অমাবস্যায় সারা দিন মৌনব্রত পালন করা হত৷ এখন সেটা কার্যত অসম্ভব৷ তবে ব্রহ্ম মুহূর্তে স্নান ও তার পর দান করার সময় মৌন থাকাই বিধেয়৷
advertisement
4/7
এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্য নদীসঙ্গমে স্নান করা হয়৷ সেটা সম্ভব না হলে স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গঙ্গাজল ও কালো তিল৷
এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে পুণ্য নদীসঙ্গমে স্নান করা হয়৷ সেটা সম্ভব না হলে স্নানের জলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা গঙ্গাজল ও কালো তিল৷
advertisement
5/7
স্নানের সময় মনে মনে মন্ত্রোচ্চারণ করুন৷ তার পর মৌন অবস্থায় দানসামগ্রী দান করুন৷
স্নানের সময় মনে মনে মন্ত্রোচ্চারণ করুন৷ তার পর মৌন অবস্থায় দানসামগ্রী দান করুন৷
advertisement
6/7
এই তিথিতে কালো তিল দান অত্যন্ত শুভ৷ এছাড়াও দান করুন সবুজ অড়হর ডাল, সর্ষের তেল, অর্থ, অন্ন, বস্ত্র, শীতবস্ত্র দান করতে পারেন৷
এই তিথিতে কালো তিল দান অত্যন্ত শুভ৷ এছাড়াও দান করুন সবুজ অড়হর ডাল, সর্ষের তেল, অর্থ, অন্ন, বস্ত্র, শীতবস্ত্র দান করতে পারেন৷
advertisement
7/7
তবে দান করার সময় অবশ্যই মৌনব্রত পালন করবেন৷ দিনভর মৌন না থাকলেও অশ্লীল বাক্য, কটুবাক্য, কুবাক্য প্রয়োগ করবেন না৷
তবে দান করার সময় অবশ্যই মৌনব্রত পালন করবেন৷ দিনভর মৌন না থাকলেও অশ্লীল বাক্য, কটুবাক্য, কুবাক্য প্রয়োগ করবেন না৷
advertisement
advertisement
advertisement