Mangal Gochar: শত্রুরা ভয় পাবে আপনাকে, সাতদিন বাদে জাস্ট বদলে যাবে চার রাশির জীবন, তোলপাড়
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Mangal Gochar: বৈদিক জ্যোতিষ শাস্ত্রের মতে বিভিন্ন রাশির জাতক-জাতিকার ভাগ্য উল্টে দেবে মঙ্গল। মঙ্গলের ইতিবাচক প্রভাব তাদের জীবনে দেখা যাবে। মঙ্গল ৩ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতেই থাকবে।
কলকাতা: হাতে আর দিন সাতেক তারপরেই মঙ্গলের গোচর৷ রাশি পরিবর্তন করতে চলেছে মঙ্গল৷ তাকে ভূমিপুত্র বলে বলা হয়। এবার মঙ্গল গ্রহ কন্যা রাশিতে যাত্রা করবে৷ ১৮ অগাস্ট, শুক্রবার বিকেল ০৪:১২ টায় হবে মঙ্গলের এই গোচর। মঙ্গলকে সাহস ও বীরত্বের কারক বলে মনে করা হয়। কন্যা রাশিতে আগমনের সঙ্গে সঙ্গে ৪টি রাশির জাতক-জাতিকার জীবন বড়সড় পরিবর্তনের ইঙ্গিত। বৈদিক জ্যোতিষ শাস্ত্রের মতে বিভিন্ন রাশির জাতক-জাতিকার ভাগ্য উল্টে দেবে মঙ্গল। মঙ্গলের ইতিবাচক প্রভাব তাদের জীবনে দেখা যাবে। মঙ্গল ৩ অক্টোবর পর্যন্ত কন্যা রাশিতেই থাকবে।
advertisement
শ্রী কল্লাজি বৈদিক বিশ্ববিদ্যালয়ের জ্যোতিষ বিভাগের প্রধান ডঃ মৃত্যুঞ্জয় তিওয়ারির মতে, মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের ফলে কর্কট, বৃশ্চিক, ধনু এবং মকর রাশির জাতক- জাতিকারা উপকৃত হবেন। জাতক-জাতিকারা নিজেদের শত্রুদের উপর প্রভাবশালী হবেন, সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ি এই রাশিগুলির উপর মঙ্গল গমনের শুভ প্রভাব কী হবে তা জেনে নিন৷
advertisement
advertisement
advertisement
ধনু: যাঁরা বিদেশে চাকরি পাওয়ার স্বপ্ন দেখছেন তাঁদের জন্য মঙ্গল গোচর সুখবর বয়ে আনবে। এই রাশির জাতক-জাতিকাদের বিদেশে চাকরি পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল। ব্যবসায়ী সম্প্রদায়ের সঙ্গে আপনার ওঠাবসা শুরু হতে পারে যা আপনার জন্য লাভজনক হবে কারণ এটি জাতক-জাতিকার কাজের পরিধি প্রসারিত করবে। ফলে অর্থনৈতিকভাবে আপনি আরও অনেক শক্তিশালী হয়ে উঠবেন৷
advertisement
advertisement
advertisement