Mangal Gochar 2023: আজ মঙ্গলের অবস্থান পরিবর্তন; সমৃদ্ধ হবে এই ৩ রাশির জাতক-জাতিকাদের ভাগ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
গ্রহেরা যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, তখন তাকে গোচর বলে। মঙ্গল ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন।
আমরা বলি বটে, ভাগ্য সতত পরিবর্তনশীল, কিন্তু তা কী করে পরিবর্তিত হয়ে যায় এক নিমেষে, তা অনেকেই জানেন না। বিষয়টা আপাতদৃষ্টিতে মনে হতেই পারে বিশুদ্ধ বিস্ময়ের, আদতে কিন্তু তা বড় বেশি করে বাস্তবতা আর গণিতের মৌলিক সূত্র। আমরা সবাই জানি যে সময় গণনার সুবিধার জন্য পৃথিবীর আলোকিত এবং অন্ধকার মুহূর্তকে দুই ভাগে ভাগ করে নাম দেওয়া হয়েছে দিন-রাত।
advertisement
মোটামুটি ভাবে তা ১২ ঘণ্টা স্থায়ী হয়। এর সঙ্গে রয়েছে সময় গণনার সূত্রে গ্রহ-নক্ষত্রের চলনও। এই সব কিছুর উপরে ভিত্তি করেই ব্যক্তির ভাগ্যগণনা করে থাকে বৈদিক জ্যোতিষ।জ্যোতিষশাস্ত্র অনুসারে, কোনও গ্রহের স্থানান্তর প্রতিটি রাশির মানুষের উপর নেতিবাচক বা ইতিবাচক প্রভাব ফেলে। গ্রহেরা যখন এক রাশি থেকে অন্য রাশিতে প্রবেশ করেন, তখন তাকে গোচর বলে। মঙ্গল ১৬ নভেম্বর বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছেন।
advertisement
advertisement
advertisement
advertisement
বৃশ্চিক রাশি- মঙ্গল এই বৃশ্চিক রাশিতেই প্রবেশ করতে চলেছেন। মঙ্গল বৃশ্চিক রাশির আরোহী ঘরে প্রবেশ করবেন। এই সময় জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস বাড়বে। এই সময় স্বাস্থ্যেরও উন্নতি হবে। ক্রীড়াক্ষেত্রের সঙ্গে যুক্ত ব্যক্তিরাও তাঁদের নিজ নিজ বিষয়ে অভূতপূর্ব সাফল্য পেতে পারেন। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)