Mangal Gochar: বছরের সঙ্গে বদলাবে ভাগ্যও, মঙ্গলের গোচর কোন সুফল আনছে জীবনে?
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
যখনই কোনও গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করে তখন এর খারাপ বা ভাল দুই রকমের প্রভাবই অনুভূত হয়। গ্রহের সেনাপতি বলে কথিত মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়।
বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে, মহাকাশের প্রতিটি গ্রহই নির্দিষ্ট সময়ে গোচর করে। এই সব গ্রহের গোচরে আমাদের রাশিচক্রের ১২টি রাশিই কম-বেশি প্রভাবিত হয়। যখনই কোনও গ্রহ নিজের অবস্থান পরিবর্তন করে তখন এর খারাপ বা ভাল দুই রকমের প্রভাবই অনুভূত হয়। গ্রহের সেনাপতি বলে কথিত মঙ্গলকে জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়।
advertisement
আর মাত্র কয়েকদিন পরে ইংরেজি নতুন বর্ষ শুরু হতে চলেছে। এরই সঙ্গে মঙ্গল মার্গী অবস্থায় নিজের অবস্থান পরিবর্তন করবেন। মঙ্গলকে ভূমি, সাহস, বিবাহের অধিপতি গ্রহ বলে মনে করা হয়। জ্যোতিষশাস্ত্রতে বলা হয় যাঁদের কুন্ডলীতে মঙ্গল অশুভ স্থানে রয়েছেন, তাঁদের জীবনে নানা রকম সমস্যার মধ্যে পড়তে হয়। অন্য দিকে, যাঁদের মঙ্গল ভাগ্য ভাল, তাঁদের জীবনে সমস্ত কিছুই ভাল হয়।
advertisement
advertisement
advertisement
advertisement