Manasapuja 2024 Date & Time: এ বছর মনসাপুজো কবে? জানুন দিনক্ষণ, সময় এবং সর্পদেবীকে পুজো করার শুভ ফল

Last Updated:
Manasapuja 2024 Date & Time: বর্ষাজুড়ে একাধিক সময়ে মনসাদেবী পূজিত হন বাংলার ঘরে ঘরে। দেখে নিন দেবীকে পুজো করার শুভ তিথি কোনগুলি।
1/8
বর্ষায় গ্রামবাংলার অন্যতম লৌকিক পার্বণ হল মনসাপুজো। ঘনঘোর বর্ষায় সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো করা হয় সর্পদেবীর।
বর্ষায় গ্রামবাংলার অন্যতম লৌকিক পার্বণ হল মনসাপুজো। ঘনঘোর বর্ষায় সাপের কামড় থেকে রক্ষা পাওয়ার জন্য পুজো করা হয় সর্পদেবীর।
advertisement
2/8
বর্ষাজুড়ে একাধিক সময়ে মনসাদেবী পূজিত হন বাংলার ঘরে ঘরে। দেখে নিন দেবীকে পুজো করার শুভ তিথি কোনগুলি।
বর্ষাজুড়ে একাধিক সময়ে মনসাদেবী পূজিত হন বাংলার ঘরে ঘরে। দেখে নিন দেবীকে পুজো করার শুভ তিথি কোনগুলি।
advertisement
3/8
১৬ জুন ছিল গঙ্গা দশহরার দিন। অর্থা‍ত গঙ্গাদেবীকে পুজোর তিথি। এ বছর ১৬ জুন বা ১ আষাঢ় ছিল মনসাদেবীকে পুজোর তিথি।
১৬ জুন ছিল গঙ্গা দশহরার দিন। অর্থা‍ত গঙ্গাদেবীকে পুজোর তিথি। এ বছর ১৬ জুন বা ১ আষাঢ় ছিল মনসাদেবীকে পুজোর তিথি।
advertisement
4/8
এর পর ৩১ আষাঢ় বা ১৬ জুলাইও মনসাপুজোর তিথি রয়েছে।
এর পর ৩১ আষাঢ় বা ১৬ জুলাইও মনসাপুজোর তিথি রয়েছে।
advertisement
5/8
২৪ শ্রাবণ বা ৯ অগাস্টও পুজো করতে পারবেন মনসাদেবীর।
২৪ শ্রাবণ বা ৯ অগাস্টও পুজো করতে পারবেন মনসাদেবীর।
advertisement
6/8
অনেক পরিবারে শ্রাবণ সংক্রান্তি বা শ্রাবণমাসের শেষ দিনও মনসাপুজোর রীতি প্রচলিত।
অনেক পরিবারে শ্রাবণ সংক্রান্তি বা শ্রাবণমাসের শেষ দিনও মনসাপুজোর রীতি প্রচলিত।
advertisement
7/8
দীর্ঘ দিন ধরে এই বিশ্বাস প্রচলিত যে মনসাদেবীর পুজো করলে সর্পদংশন থেকে রক্ষা পাওয়া যায়।
দীর্ঘ দিন ধরে এই বিশ্বাস প্রচলিত যে মনসাদেবীর পুজো করলে সর্পদংশন থেকে রক্ষা পাওয়া যায়।
advertisement
8/8
এছাড়াও মনে করা হয় মনসাপুজো করলে বাস্তুদোষ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। (ছবি: নেটমাধ্যম)
এছাড়াও মনে করা হয় মনসাপুজো করলে বাস্তুদোষ ও পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। (ছবি: নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement