বৃহস্পতির গতিপথে চমক! সূর্য-বুধের যুগলবন্দিতে ৬ রাশির কপালে রাজযোগ! অগস্ট ১৬ পর্যন্ত দারুণ সৌভাগ্য!
- Published by:Tias Banerjee
Last Updated:
Lucky Zodiacs Till 16Th Aug : বৃহস্পতির গতিপথে উল্টো পালা, সূর্য-বুধের যুগলবন্দিতে ছয় রাশির কপালে রাজযোগ! আগস্ট ১৬ পর্যন্ত মিলবে সৌভাগ্য!
advertisement
advertisement
advertisement
♈ মেষ (Aries): বুধের চতুর্থ স্থানে গমন এবং সূর্যের সঙ্গে যুগলবন্দি—কাজের জায়গায় আপনার দক্ষতা ও নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে কর্তৃত্ব বাড়বে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে দক্ষতা বৃদ্ধির জন্য। প্রতিদ্বন্দ্বীদের সমস্যা কমে আসবে। বেকারদের জন্যও ভালো সুযোগ আসবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটে যাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
♓ মীন (Pisces): পঞ্চম ঘরে বুধ ও সূর্যের যুগে আপনি নিজের কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। কৌশল ও প্রতিভা কাজে লাগিয়ে ক্যারিয়ার ও ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য ভালো থাকবে। বিদেশ থেকে আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাবার দিক থেকে সম্পত্তির উত্তরাধিকার পাবেন। পরিচিতি বাড়বে, নামজাদা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে।
advertisement