বৃহস্পতির গতিপথে চমক! সূর্য-বুধের যুগলবন্দিতে ৬ রাশির কপালে রাজযোগ! অগস্ট ১৬ পর্যন্ত দারুণ সৌভাগ্য!

Last Updated:
Lucky Zodiacs Till 16Th Aug : বৃহস্পতির গতিপথে উল্টো পালা, সূর্য-বুধের যুগলবন্দিতে ছয় রাশির কপালে রাজযোগ! আগস্ট ১৬ পর্যন্ত মিলবে সৌভাগ্য!
1/10
বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে বুধ, এবং এর পশ্চাদগামী (retrograde) অবস্থার কারণে শক্তিশালী হয়ে উঠেছে এই গ্রহ। উপরন্তু, বুধ ও সূর্যের মিলনে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ—একটি শুভ রাজযোগ। এই পরিস্থিতি চলবে আগামী ১৬ আগস্ট পর্যন্ত।
বর্তমানে কর্কট রাশিতে অবস্থান করছে বুধ, এবং এর পশ্চাদগামী (retrograde) অবস্থার কারণে শক্তিশালী হয়ে উঠেছে এই গ্রহ। উপরন্তু, বুধ ও সূর্যের মিলনে তৈরি হয়েছে বুধাদিত্য যোগ—একটি শুভ রাজযোগ। এই পরিস্থিতি চলবে আগামী ১৬ অগস্ট পর্যন্ত।
advertisement
2/10
বুদ্ধি, যোগাযোগ দক্ষতা, আর্থিক লাভ ও প্রতিভার কারক বুধ এবং রাজযোগ প্রদানকারী সূর্যের মিলনে গঠিত এই যোগ অসংখ্য শুভ ও ধন লাভের সম্ভাবনা তৈরি করেছে।
বুদ্ধি, যোগাযোগ দক্ষতা, আর্থিক লাভ ও প্রতিভার কারক বুধ এবং রাজযোগ প্রদানকারী সূর্যের মিলনে গঠিত এই যোগ অসংখ্য শুভ ও ধন লাভের সম্ভাবনা তৈরি করেছে।
advertisement
3/10
এই সময়টিতে মেষ, মিথুন, কর্কট, কন্যা, তুলা এবং মীন রাশির জাতক-জাতিকারা পাবেন বিশেষ আশীর্বাদ। জীবনে আসবে গুরুত্বপূর্ণ পরিবর্তন, বাড়বে প্রতিভা, উন্নত হবে জীবনধারা।
এই সময়টিতে কিছু  রাশির জাতক-জাতিকারা পাবেন বিশেষ আশীর্বাদ। জীবনে আসবে গুরুত্বপূর্ণ পরিবর্তন, বাড়বে প্রতিভা, উন্নত হবে জীবনধারা। দেখে নিন সেই তালিকায় আপনিও আছেন কিনা?
advertisement
4/10
♈ মেষ (Aries):বুধের চতুর্থ স্থানে গমন এবং সূর্যের সঙ্গে যুগলবন্দি—কাজের জায়গায় আপনার দক্ষতা ও নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে কর্তৃত্ব বাড়বে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে দক্ষতা বৃদ্ধির জন্য। প্রতিদ্বন্দ্বীদের সমস্যা কমে আসবে। বেকারদের জন্যও ভালো সুযোগ আসবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটে যাবে।
♈ মেষ (Aries): বুধের চতুর্থ স্থানে গমন এবং সূর্যের সঙ্গে যুগলবন্দি—কাজের জায়গায় আপনার দক্ষতা ও নেতৃত্বের গুণ প্রকাশ পাবে। কর্মক্ষেত্রে কর্তৃত্ব বাড়বে। বিদেশযাত্রার সম্ভাবনা রয়েছে দক্ষতা বৃদ্ধির জন্য। প্রতিদ্বন্দ্বীদের সমস্যা কমে আসবে। বেকারদের জন্যও ভালো সুযোগ আসবে। জমিজমা সংক্রান্ত বিরোধ মিটে যাবে।
advertisement
5/10
♊ মিথুন (Gemini):দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ গঠিত হওয়ায় আয়ের বহু পথ খুলে যাবে। অর্থ, সুনাম, সম্মান—সবই বাড়বে। বন্ধুবান্ধব বা আত্মীয়দের কাছ থেকে পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবীদের বিদেশ থেকে অফার আসতে পারে। ঘরে বিবাহ বা গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
♊ মিথুন (Gemini): দ্বিতীয় ঘরে বুধাদিত্য যোগ গঠিত হওয়ায় আয়ের বহু পথ খুলে যাবে। অর্থ, সুনাম, সম্মান—সবই বাড়বে। বন্ধুবান্ধব বা আত্মীয়দের কাছ থেকে পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মজীবীদের বিদেশ থেকে অফার আসতে পারে। ঘরে বিবাহ বা গৃহপ্রবেশের মতো শুভ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
advertisement
6/10
♋ কর্কট (Cancer):নিজ রাশিতে বুধের গমন এবং বুধাদিত্য যোগের ফলে বিদেশযাত্রা, বিদেশে কাজ বা বৈদেশিক বিবাহের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতিস্বরূপ পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। প্রতিভা প্রকাশ পাবে।
♋ কর্কট (Cancer): নিজ রাশিতে বুধের গমন এবং বুধাদিত্য যোগের ফলে বিদেশযাত্রা, বিদেশে কাজ বা বৈদেশিক বিবাহের সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে দক্ষতার স্বীকৃতিস্বরূপ পদোন্নতি ও বেতন বৃদ্ধি হতে পারে। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। প্রতিভা প্রকাশ পাবে।
advertisement
7/10
♍ কন্যা (Virgo):লাভস্থানে বুধের উপস্থিতিতে সব রকম আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে। কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যেকোনো কাজেই সফলতা আসবে। উঁচু পদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে।
♍ কন্যা (Virgo): লাভস্থানে বুধের উপস্থিতিতে সব রকম আয় বৃদ্ধির প্রচেষ্টা সফল হবে। কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। যেকোনো কাজেই সফলতা আসবে। উঁচু পদস্থ ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ তৈরি হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য আসবে।
advertisement
8/10
♎ তুলা (Libra):দশম ঘরে বুধ ও সূর্যের যুগে তৈরি হয়েছে বিশেষ রাজযোগ। কাজের জায়গায় কর্তৃত্ব বাড়বে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পরামর্শকে মূল্য দেবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি লাভ হবে। বিদেশ থেকে চাকরির অফার আসতে পারে। প্রতিভাবানরা পাবেন স্বীকৃতি। আয় বাড়বে অনেকটাই।
♎ তুলা (Libra): দশম ঘরে বুধ ও সূর্যের যুগে তৈরি হয়েছে বিশেষ রাজযোগ। কাজের জায়গায় কর্তৃত্ব বাড়বে। উর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার পরামর্শকে মূল্য দেবে। ব্যবসা ও কর্মক্ষেত্রে প্রত্যাশার চেয়েও বেশি লাভ হবে। বিদেশ থেকে চাকরির অফার আসতে পারে। প্রতিভাবানরা পাবেন স্বীকৃতি। আয় বাড়বে অনেকটাই।
advertisement
9/10
♓ মীন (Pisces):পঞ্চম ঘরে বুধ ও সূর্যের যুগে আপনি নিজের কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। কৌশল ও প্রতিভা কাজে লাগিয়ে ক্যারিয়ার ও ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য ভালো থাকবে। বিদেশ থেকে আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাবার দিক থেকে সম্পত্তির উত্তরাধিকার পাবেন। পরিচিতি বাড়বে, নামজাদা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে।
♓ মীন (Pisces): পঞ্চম ঘরে বুধ ও সূর্যের যুগে আপনি নিজের কর্মদক্ষতার স্বীকৃতি পাবেন। কৌশল ও প্রতিভা কাজে লাগিয়ে ক্যারিয়ার ও ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারবেন। আর্থিক ভাগ্য ভালো থাকবে। বিদেশ থেকে আচমকা অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। বাবার দিক থেকে সম্পত্তির উত্তরাধিকার পাবেন। পরিচিতি বাড়বে, নামজাদা ব্যক্তিদের সঙ্গে সম্পর্ক তৈরি হবে।
advertisement
10/10
🔮 Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র ইন্টারনেটে প্রচলিত জনবিশ্বাস ও সামাজিক তথ্যের উপর ভিত্তি করে লেখা। এটি News18 Bangla কর্তৃক নিশ্চিত করা হয়নি। নিজের বিশ্বাস অনুযায়ী যাচাই করে গ্রহণ করুন।
🔮 Disclaimer:  এই প্রতিবেদনটি শুধুমাত্র ইন্টারনেটে প্রচলিত জনবিশ্বাস ও সামাজিক তথ্যের উপর ভিত্তি করে লেখা। এটি News18 Bangla কর্তৃক নিশ্চিত করা হয়নি। নিজের বিশ্বাস অনুযায়ী যাচাই করে গ্রহণ করুন।
advertisement
advertisement
advertisement