Lunar Eclipse 2023: লক্ষ্মীপুজোর 'কোজাগর' রাতেই বছরের শেষ চন্দ্রগ্রহণ...! সূতকের সময় কখন? কোথা থেকে দেখবেন? রইল যাবতীয়
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Lunar Eclipse 2023: ১৪ দিন আগেই হয়ে গিয়েছে সূর্যগ্রহণ। তবে ভারতবাসী তা দেখতে পায়নি। মহাকাশ অত্যুৎসাহীরা কি ভারতের আকাশ থেকে দেখতে পাবেন চন্দ্রগ্রহণ?
advertisement
advertisement
হিন্দু ধর্মে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শারদ পূর্ণিমার রাতে, দেবী লক্ষ্মী পৃথিবী প্রদক্ষিণ করেন এবং শারদ পূর্ণিমায় কে কে জেগে আছে তা দেখার জন্য প্রতিটি বাড়িতে যান। এ কারণে শারদীয় পূর্ণিমা কোজাগর পূর্ণিমা নামে পরিচিত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
রাজধানী দিল্লি থেকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে আকাশে দক্ষিণ পশ্চিম অংশে। জ্যোতির্বিজ্ঞান গাইড 'ইন দ্য় স্কাই' অনুযায়ী সর্বাধিক গ্রহণের সময় চাঁদ দিগন্তের প্রায় ৬২ ডিগ্রি উপরে থাকে। সর্বাধিক চন্দ্রগ্রহণের সময় রাত ১.৪৫-এ (ইংরাজি মতে ২৯ অক্টোবর 1.45 AM)। ওই সময় চাঁদের ১২ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।
advertisement