Lunar Eclipse 2023: লক্ষ্মীপুজোর 'কোজাগর' রাতেই বছরের শেষ চন্দ্রগ্রহণ...! সূতকের সময় কখন? কোথা থেকে দেখবেন? রইল যাবতীয়

Last Updated:
Lunar Eclipse 2023: ১৪ দিন আগেই হয়ে গিয়েছে সূর্যগ্রহণ। তবে ভারতবাসী তা দেখতে পায়নি। মহাকাশ অত্যুৎসাহীরা কি ভারতের আকাশ থেকে দেখতে পাবেন চন্দ্রগ্রহণ?
1/9
বছরের শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে আগামিকাল, শনিবার। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ২৮ অক্টোবর শনিবার হতে চলেছে এই আংশিক গ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে যার কারণে এর সূতক সময়কাল বৈধ হবে।
বছরের শেষ চন্দ্রগ্রহণ হচ্ছে আগামিকাল, শনিবার। আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে ২৮ অক্টোবর শনিবার হতে চলেছে এই আংশিক গ্রহণ। এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে যার কারণে এর সূতক সময়কাল বৈধ হবে।
advertisement
2/9
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই চন্দ্রগ্রহণ ভারতে ২৮ অক্টোবর রাত ১টা ৬ মিনিটে ( ইংরাজি মতে ২৯ অক্টোবর) থেকে শুরু হবে এবং ২টো ২২ মিনিট পর্যন্ত চলবে। চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে আংশিক গ্রহনের ৯ ঘণ্টা আগে। এভাবে ২৮ অক্টোবর বিকেল ৪টে ৪৪ মিনিট থেকে সূতক শুরু হবে যা গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চলবে।
বৈদিক ক্যালেন্ডার অনুসারে, এই চন্দ্রগ্রহণ ভারতে ২৮ অক্টোবর রাত ১টা ৬ মিনিটে ( ইংরাজি মতে ২৯ অক্টোবর) থেকে শুরু হবে এবং ২টো ২২ মিনিট পর্যন্ত চলবে। চন্দ্রগ্রহণের সূতক সময় শুরু হবে আংশিক গ্রহনের ৯ ঘণ্টা আগে। এভাবে ২৮ অক্টোবর বিকেল ৪টে ৪৪ মিনিট থেকে সূতক শুরু হবে যা গ্রহণ শেষ হওয়া পর্যন্ত চলবে।
advertisement
3/9
হিন্দু ধর্মে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শারদ পূর্ণিমার রাতে, দেবী লক্ষ্মী পৃথিবী প্রদক্ষিণ করেন এবং শারদ পূর্ণিমায় কে কে জেগে আছে তা দেখার জন্য প্রতিটি বাড়িতে যান। এ কারণে শারদীয় পূর্ণিমা কোজাগর পূর্ণিমা নামে পরিচিত।
হিন্দু ধর্মে আশ্বিন মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে। আশ্বিন মাসের পূর্ণিমা তিথি শারদ পূর্ণিমা নামেও পরিচিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, শারদ পূর্ণিমার রাতে, দেবী লক্ষ্মী পৃথিবী প্রদক্ষিণ করেন এবং শারদ পূর্ণিমায় কে কে জেগে আছে তা দেখার জন্য প্রতিটি বাড়িতে যান। এ কারণে শারদীয় পূর্ণিমা কোজাগর পূর্ণিমা নামে পরিচিত।
advertisement
4/9
আগামিকাল মধ্যরাত পেরোলে ভারতীয় সময় ২৮ অক্টোবর ( ইংরাজি মতে ২৯ অক্টোবর) এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ১৪ দিন আগেই হয়ে গিয়েছে সূর্যগ্রহণ। তবে ভারতবাসী তা দেখতে পায়নি। মহাকাশ অত্যুৎসাহীরা কি ভারতের আকাশ থেকে দেখতে পাবেন চন্দ্রগ্রহণ?
আগামিকাল মধ্যরাত পেরোলে ভারতীয় সময় ২৮ অক্টোবর ( ইংরাজি মতে ২৯ অক্টোবর) এই বিরল মহাজাগতিক দৃশ্য দেখা যাবে। ১৪ দিন আগেই হয়ে গিয়েছে সূর্যগ্রহণ। তবে ভারতবাসী তা দেখতে পায়নি। মহাকাশ অত্যুৎসাহীরা কি ভারতের আকাশ থেকে দেখতে পাবেন চন্দ্রগ্রহণ?
advertisement
5/9
জানা যাচ্ছে ভারতের সব প্রান্ত থেকেই দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ। ২৮ অক্টোবর রাতে ১টা ৫ মিনিটে( ইংরাজি মতে ২৯ অক্টোবর) শুরু হবে চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে ২টো ২৪ মিনিটে। গ্রহণ চলবে মোট ১ ঘণ্টা ১৯ মিনিট পর্যন্ত।
জানা যাচ্ছে ভারতের সব প্রান্ত থেকেই দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ। ২৮ অক্টোবর রাতে ১টা ৫ মিনিটে( ইংরাজি মতে ২৯ অক্টোবর) শুরু হবে চন্দ্রগ্রহণ। গ্রহণ শেষ হবে ২টো ২৪ মিনিটে। গ্রহণ চলবে মোট ১ ঘণ্টা ১৯ মিনিট পর্যন্ত।
advertisement
6/9
যদিও এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস নয়। এই গ্রহণ আংশিক। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকার পূর্ব প্রান্ত ও অ্যাটলান্টিক মহাসাগর থেকে দেখতে পাওয়া যাবে আংশিক চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের এটি শেষ চন্দ্রগ্রহণ।
যদিও এই চন্দ্রগ্রহণ পূর্ণগ্রাস নয়। এই গ্রহণ আংশিক। ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, এশিয়া, ইউরোপ, আফ্রিকা, লাতিন আমেরিকার পূর্ব প্রান্ত ও অ্যাটলান্টিক মহাসাগর থেকে দেখতে পাওয়া যাবে আংশিক চন্দ্রগ্রহণ। ২০২৩ সালের এটি শেষ চন্দ্রগ্রহণ।
advertisement
7/9
এর পরের চন্দ্রগ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। সেটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই টানা দু'বছরের অপেক্ষার পর আবার কিন্তু দেখা মিলবে সুযোগ। তাই এবারের বিরল মহাজাগতিক দৃশ্যর সাক্ষী থাকতে কোনও ভাবেই মিস করবেন না যেন।
এর পরের চন্দ্রগ্রহণটি ভারত থেকে দৃশ্যমান হবে ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে। সেটি হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। তাই টানা দু'বছরের অপেক্ষার পর আবার কিন্তু দেখা মিলবে সুযোগ। তাই এবারের বিরল মহাজাগতিক দৃশ্যর সাক্ষী থাকতে কোনও ভাবেই মিস করবেন না যেন।
advertisement
8/9
রাজধানী দিল্লি থেকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে আকাশে দক্ষিণ পশ্চিম অংশে। জ্যোতির্বিজ্ঞান গাইড 'ইন দ্য় স্কাই' অনুযায়ী সর্বাধিক গ্রহণের সময় চাঁদ দিগন্তের প্রায় ৬২ ডিগ্রি উপরে থাকে। সর্বাধিক চন্দ্রগ্রহণের সময় রাত ১.৪৫-এ (ইংরাজি মতে ২৯ অক্টোবর 1.45 AM)। ওই সময় চাঁদের ১২ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।
রাজধানী দিল্লি থেকে আংশিক চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে আকাশে দক্ষিণ পশ্চিম অংশে। জ্যোতির্বিজ্ঞান গাইড 'ইন দ্য় স্কাই' অনুযায়ী সর্বাধিক গ্রহণের সময় চাঁদ দিগন্তের প্রায় ৬২ ডিগ্রি উপরে থাকে। সর্বাধিক চন্দ্রগ্রহণের সময় রাত ১.৪৫-এ (ইংরাজি মতে ২৯ অক্টোবর 1.45 AM)। ওই সময় চাঁদের ১২ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে।
advertisement
9/9
কী ভাবে দেখবেন? চন্দ্রগ্রহণ দেখার জন্য প্রয়োজন হবে না টেলিস্কোপের। রাতের আকাশে খালি চোখেই চাঁদের দিকে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। তবে অবশ্যই সেই সময়টা হতে হবে রাত ১টা ৬ মিনিট থেকে ২টো ২৩ মিনিটের মধ্য়ে। পাশাপাশি মহাকাশ গবেষণা কেন্দ্রের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ।
কী ভাবে দেখবেন? চন্দ্রগ্রহণ দেখার জন্য প্রয়োজন হবে না টেলিস্কোপের। রাতের আকাশে খালি চোখেই চাঁদের দিকে তাকালেই দেখা যাবে চন্দ্রগ্রহণ। তবে অবশ্যই সেই সময়টা হতে হবে রাত ১টা ৬ মিনিট থেকে ২টো ২৩ মিনিটের মধ্য়ে। পাশাপাশি মহাকাশ গবেষণা কেন্দ্রের ইউটিউব চ্যানেলেও দেখা যাবে এই আংশিক চন্দ্রগ্রহণ।
advertisement
advertisement
advertisement