কম বেশি বহু মানুষই মন্দিরে যাতাযাত করে থাকেন ৷ মন্দিরে প্রবেশ করতে গেলে দরজার বাইরে জুতো রেখে ভিতরে প্রবেশ করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
মনে একটি কথাই বারেবারে ঘুরপাক খায় যে জুতো চুরি হবে নাতো ? কিন্তু মন্দিরে জুতো চুরি হলে সেটি অত্যন্ত শুভ লক্ষণ বলে মানা হয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
শনিবার যদি মন্দিরের বাইরে থেকে জুতো চুরি হয় সেক্ষেত্রে অত্যন্ত শুভ লক্ষণ বলেই মনে করা হয় ৷ মনে করা হয় ভাগ্যের চাকা খুলতে চলেছে এবার ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
দারিদ্র্য কাটতে চলেছে, ধনবর্ষা হবে এবার আপনারই জীবনে ৷ জ্যোতিষ শাস্ত্রমতে অনেক কিছু বিধান যাঁরা বিশ্বাস করেন তাঁরা মেনে চলেন ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
শনিবার মন্দির থেকে জুতো চুরি হলে তা অত্যন্ত শুভ বলেই মনে করা হয় ৷ অর্থাৎ খুব তাড়াতাড়িই খারাপ সময় শেষ হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
জ্যোতিষ শাস্ত্র মতে পা-এ শনির বাসবাস ৷ শনি গ্রহের সম্পর্ক জুতো-চপ্পলের সঙ্গে ৷ শনিবার জুতো বা চপ্পল দান করলে গ্রহরাজ অত্যন্ত সন্তুষ্ট হন ৷ দুঃখ দুর্দাশার দূর হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
কারও কুষ্ঠিতে শনির অবস্থান অশুভ থাকলে সহজেই তিনি সাফল্য পাননা ৷ শনিবার যদি মন্দির থেকে জুতো চুরি হয় ধরে নিতে হবে ভাল কিছু হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
চামড়া বা পা এই দুয়ের সঙ্গেই সম্পর্কিত শনি ৷ তাই শনিবার যদি জুতো বা চপ্পল চুরি হয় ধরে হবে শনির দশা কাটতে চলেছে ৷ এমনই প্রচলিত আছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধ করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷