Love Life Prediction: এই ৩ রাশি ভালবাসতে জানে না, খালি ভাঙনের ছুঁতো খোঁজে, আপনার সঙ্গী এই রাশির নয় তো?
- Published by:Rukmini Mazumder
- local18
- Written by:Trending Desk
Last Updated:
কাশীর প্রখ্যাত জ্যোতিষী জানালেন, এই ৩ রাশির সঙ্গে প্রেম বা বিয়ে কখনও বুদ্ধিমানের সিদ্ধান্ত নয়। দেখে নিন, আপনার সঙ্গী এই রাশির নয় তো?
সারা বিশ্বজুড়েই ভ্যালেন্টাইন উইক শুরু হতে যাচ্ছে এক দিন পর অর্থাৎ ৭ ফেব্রুয়ারি থেকে। ভালবাসার জুটিদের জন্য ভ্যালেন্টাইনস সপ্তাহের সবকটি দিনই খুব বিশেষ। এই সপ্তাহ জুড়েই ভালবাসার মানুষের সঙ্গে বিভিন্ন দিক থেকে সম্পর্ক মজবুত করার চেষ্টা করা হয়। কিন্তু, প্রেম সপ্তাহের এমন মধুর পরিবেশেও অনেক জুটিদের মধ্যে সমস্যা হয়। এর কারণ গ্রহের গতিবিধি। জেনে নিন সেই রাশিগুলো কোন কোনটি যাদের মধ্যে যতই প্রেম থাকুক না কেন, লড়াইও নিশ্চিত থাকে।
advertisement
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় আমাদের জানিয়েছেন যে, তিনটি রাশির জাতক-জাতিকা রয়েছেন যাঁদের মধ্যে প্রেম অটুট হতে পারে কিন্তু তাঁদের রাশি এবং গ্রহের প্রভাবের কারণে তাঁদের জীবনে সর্বদা অশান্তি লেগেই থাকে। এর মধ্যে রয়েছে মিথুন, সিংহ রাশি এবং কুম্ভ। এবারে জেনে নিই কেন এই রাশির জাতক-জাতিকারা তাঁদের সঙ্গীর সঙ্গে ঝগড়া করেন।
advertisement
advertisement
advertisement
মিথুন রাশি: মিথুন রাশির জাতক-জাতিকাদের মধ্যে প্রায়ই দেখা যায় যে প্রেমে পড়ার পরেও তাঁরা প্রায়শই ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া করেন। কারণ মিথুন রাশির সপ্তম রাশি হল ধনু। মিথুন রাশির অধিপতি বুধ এবং ধনু রাশির অধিপতি বৃহস্পতি। এই দুই গ্রহের মধ্যে বন্ধুত্ব নেই। অতএব, এই রাশির জাতক-জাতিকারা সঙ্গীর সঙ্গে সর্বদা লড়াই করেন।