Love Horoscope Prediction: কোন রাশির সঙ্গে কোন রাশির সম্পর্ক ‘বেস্ট’? একবার জুড়লে ভাঙার ‘চান্স’ নেই, থাকবেন আপনি ও আপনার সঙ্গীর ভবিষ্যৎ

Last Updated:
Love Horoscope Prediction: জ্যোতিষশাস্ত্র বিবাহে রাশিচক্রকে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ আসলে ১২ টি রাশির চরিত্র, প্রকৃতি আলাদা হয়৷ সেই অনুযায়ী জানা সম্ভব কোন রাশিরদের বৈবাহিক সম্পর্ক খুব ভাল থাকবে৷
1/11
এই মুহূর্তে বিবাহের মরশুম সমগ্র বাংলা জুড়ে। বিয়ে নামক শব্দের সঙ্গে কম্প্যাটিবিলিটি’ শব্দটি নিবিড়ভাবে জুড়ে থাকে।
এই মুহূর্তে বিবাহের মরশুম সমগ্র বাংলা জুড়ে। বিয়ে নামক শব্দের সঙ্গে কম্প্যাটিবিলিটি’ শব্দটি নিবিড়ভাবে জুড়ে থাকে।
advertisement
2/11
জ্যোতিষশাস্ত্র বিবাহে রাশিচক্রকে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ আসলে ১২ টি রাশির চরিত্র, প্রকৃতি আলাদা হয়৷ সেই অনুযায়ী জানা সম্ভব কোন রাশিরদের বৈবাহিক সম্পর্ক খুব ভাল থাকবে৷ কোন দুই রাশি চরিত্রে, বৈশিষ্ট্যে একে অপরের পরিপূরক৷
জ্যোতিষশাস্ত্র বিবাহে রাশিচক্রকে বিশেষ গুরুত্ব দিয়েছে৷ আসলে ১২ টি রাশির চরিত্র, প্রকৃতি আলাদা হয়৷ সেই অনুযায়ী জানা সম্ভব কোন রাশিরদের বৈবাহিক সম্পর্ক খুব ভাল থাকবে৷ কোন দুই রাশি চরিত্রে, বৈশিষ্ট্যে একে অপরের পরিপূরক৷
advertisement
3/11
আসুন জেনে নিই বিবাহ মরশুমে কোন রাশিগুলো একে ওপরের কাছে এলে জীবনে আসবে সুখ-সমৃদ্ধি৷
আসুন জেনে নিই বিবাহ মরশুমে কোন রাশিগুলো একে ওপরের কাছে এলে জীবনে আসবে সুখ-সমৃদ্ধি৷
advertisement
4/11
মেষ ও সিংহ রাশিএই দুই রাশি-ই অগ্নি চিহ্ণের রাশি৷ এঁদের মধ্যে যথেষ্ট কম্প্যাটিবিলিটি থাকে৷ এই দুই রাশির চরিত্র একে অপরকে পূর্ণ করে৷ মেষ রাশি সাহসী, উদ্যমী এবং নেতৃত্ব প্রদান করতে সক্ষম৷ সিংহ রাশি জন্মগতই ভাবে নেতা৷ তাঁরা আত্মবিশ্বাসী এবং উদার মনের ব্যক্তি হয়ে থাকেন৷ তাঁরা একে অপরকে উৎসাহিত করেন৷ নিজেদের লক্ষে পৌঁছানোর উদ্দেশ্যে এরা একে অপরের সহায়তা করেন৷ একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা এবং সমর্থন থাকে৷
মেষ ও সিংহ রাশিএই দুই রাশি-ই অগ্নি চিহ্ণের রাশি৷ এঁদের মধ্যে যথেষ্ট কম্প্যাটিবিলিটি থাকে৷ এই দুই রাশির চরিত্র একে অপরকে পূর্ণ করে৷ মেষ রাশি সাহসী, উদ্যমী এবং নেতৃত্ব প্রদান করতে সক্ষম৷ সিংহ রাশি জন্মগতই ভাবে নেতা৷ তাঁরা আত্মবিশ্বাসী এবং উদার মনের ব্যক্তি হয়ে থাকেন৷ তাঁরা একে অপরকে উৎসাহিত করেন৷ নিজেদের লক্ষে পৌঁছানোর উদ্দেশ্যে এরা একে অপরের সহায়তা করেন৷ একে অপরের প্রতি তাঁদের শ্রদ্ধা এবং সমর্থন থাকে৷
advertisement
5/11
বৃষ এবং কুম্ভবৃষ রাশি সাধারণত ধীর প্রকৃতির হন৷ এঁদের উপর যে কোনও বিষয় ভরসা করা যায়৷ অন্যদিকে কুম্ভ রাশি সৃজনশীল, মুক্তমনা এবং দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন৷ এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে৷ অথচ এই পার্থক্যই, কুম্ভ ও বৃষকে একে অপরের পরিপূরক করে তুলেছে৷ বৃষ রাশি কুম্ভের মধ্যে থাকা উদ্ভাবনী শক্তি, আধুনিক চিন্তাভাবনাকে গ্রহণ করেছে৷ কুম্ভ রাশি বৃষের ধীর ও ভরসার মাঝে পায় শান্তির খোঁজ৷
বৃষ এবং কুম্ভবৃষ রাশি সাধারণত ধীর প্রকৃতির হন৷ এঁদের উপর যে কোনও বিষয় ভরসা করা যায়৷ অন্যদিকে কুম্ভ রাশি সৃজনশীল, মুক্তমনা এবং দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকেন৷ এদের মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে৷ অথচ এই পার্থক্যই, কুম্ভ ও বৃষকে একে অপরের পরিপূরক করে তুলেছে৷ বৃষ রাশি কুম্ভের মধ্যে থাকা উদ্ভাবনী শক্তি, আধুনিক চিন্তাভাবনাকে গ্রহণ করেছে৷ কুম্ভ রাশি বৃষের ধীর ও ভরসার মাঝে পায় শান্তির খোঁজ৷
advertisement
6/11
মিথুন ও তুলা মিথুন ও তুলা রাশি এরা উভয়ই খুব বুদ্ধিমান হন৷ মিথুন রাশি অত্যন্ত ওপেন মাইন্ডেড, খোলামেলা ও দ্রুত চিন্তা করতে সক্ষম হন৷ একে অপরের সম্পর্ক বেশ মজার হয়৷ সম্পর্কের মধ্যে একটা বেশ ফ্রেশ ব্যাপার থাকে৷
মিথুন ও তুলামিথুন ও তুলা রাশি এরা উভয়ই খুব বুদ্ধিমান হন৷ মিথুন রাশি অত্যন্ত ওপেন মাইন্ডেড, খোলামেলা ও দ্রুত চিন্তা করতে সক্ষম হন৷ একে অপরের সম্পর্ক বেশ মজার হয়৷ সম্পর্কের মধ্যে একটা বেশ ফ্রেশ ব্যাপার থাকে৷
advertisement
7/11
কর্কট ও মকরকর্কট রাশি খুবই আবেগী এবং যত্নশীল৷ মকর রাশি আবার বাস্তবমূখী৷ কর্কট রাশি তার আবেগকে খুব বেশি গুরুত্ব দেয়৷ মকর রাশি বাস্তবসম্মত এবং পরিশ্রমী৷ এঁরা একে অপরের মধ্যে সম্পর্কে ভারসম্য আনে৷ তবে এঁদের একে অপরের মধ্যে ভাল রকম বোঝা পড়া রাখা খুবই জরুরি৷ নয়তো এই বিপরীত সত্ত্বাই সমস্যার কারণ হতে পারে৷
কর্কট ও মকরকর্কট রাশি খুবই আবেগী এবং যত্নশীল৷ মকর রাশি আবার বাস্তবমূখী৷ কর্কট রাশি তার আবেগকে খুব বেশি গুরুত্ব দেয়৷ মকর রাশি বাস্তবসম্মত এবং পরিশ্রমী৷ এঁরা একে অপরের মধ্যে সম্পর্কে ভারসম্য আনে৷ তবে এঁদের একে অপরের মধ্যে ভাল রকম বোঝা পড়া রাখা খুবই জরুরি৷ নয়তো এই বিপরীত সত্ত্বাই সমস্যার কারণ হতে পারে৷
advertisement
8/11
সিংহ ও ধনুসিংহ ও ধনু রাশি একে অপরকে অনুপ্রেরণা দেয়৷ সিংহ রাশি আত্মবিশ্বাসী, সাহসী, নেতৃত্ব দানে সক্ষম হন৷ ধনু রাশি মুক্তমনা, সৃজনশীল৷ তাঁদের একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ দুই-ই থাকে৷ এই সম্পর্কে সবসময় রোমাঞ্চ থাকে৷
সিংহ ও ধনুসিংহ ও ধনু রাশি একে অপরকে অনুপ্রেরণা দেয়৷ সিংহ রাশি আত্মবিশ্বাসী, সাহসী, নেতৃত্ব দানে সক্ষম হন৷ ধনু রাশি মুক্তমনা, সৃজনশীল৷ তাঁদের একে অপরের কাজের প্রতি শ্রদ্ধা ও আগ্রহ দুই-ই থাকে৷ এই সম্পর্কে সবসময় রোমাঞ্চ থাকে৷
advertisement
9/11
কন্যা ও মিথুন রাশিকন্য রাশি সাধারণতভাবে খুব গোছানো হয়৷ অন্যদিকে মিথুন রাশির জাতক-জাতিকারা উদ্যমী ও খোলা মনের অধিকারী হন৷ এই সম্পর্কে থাকা ব্যক্তিরা বেশির ভাগ সম. একই অফিসে কাজ করতে পছন্দ করেন৷ কন্যা রাশি মিথুনের চাঞ্চল্য এবং অস্থিরতার মধ্যে শান্তি আনে। আর মিথুন রাশি কন্যাকে খোলামেলা এবং মুক্তমনা হতে সাহায্য করে।
কন্যা ও মিথুন রাশিকন্য রাশি সাধারণতভাবে খুব গোছানো হয়৷ অন্যদিকে মিথুন রাশির জাতক-জাতিকারা উদ্যমী ও খোলা মনের অধিকারী হন৷ এই সম্পর্কে থাকা ব্যক্তিরা বেশির ভাগ সম. একই অফিসে কাজ করতে পছন্দ করেন৷ কন্যা রাশি মিথুনের চাঞ্চল্য এবং অস্থিরতার মধ্যে শান্তি আনে। আর মিথুন রাশি কন্যাকে খোলামেলা এবং মুক্তমনা হতে সাহায্য করে।
advertisement
10/11
তুলা ও মীন রাশিতুলা ও মীন রাশির মধ্যে সাধারণত আবেগপূর্ণ ও সৃজনশীল সম্পর্ক গড়ে ওঠে৷ তুলা রাশি ন্যায়পরায়ণ, শান্ত হন৷ অন্যদিকে মীন রাশি রোম্যান্টিক, সহানুভূতিশীল হন৷ তাঁরা সম্পর্কে একে অপরের প্রতি সহানুভূতিশীল হন৷ মীন রাশি তুলার মধ্যে আবেগ নিয়ে আসে, এবং তুলা রাশি মীনকে বাস্তব দুনিয়ায় প্রবেশ করতে সাহায্য করে।
তুলা ও মীন রাশিতুলা ও মীন রাশির মধ্যে সাধারণত আবেগপূর্ণ ও সৃজনশীল সম্পর্ক গড়ে ওঠে৷ তুলা রাশি ন্যায়পরায়ণ, শান্ত হন৷ অন্যদিকে মীন রাশি রোম্যান্টিক, সহানুভূতিশীল হন৷ তাঁরা সম্পর্কে একে অপরের প্রতি সহানুভূতিশীল হন৷ মীন রাশি তুলার মধ্যে আবেগ নিয়ে আসে, এবং তুলা রাশি মীনকে বাস্তব দুনিয়ায় প্রবেশ করতে সাহায্য করে।
advertisement
11/11
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
ডিসক্লেইমার - উপরের বিষয়গুলি মানতেই হবে এমন কোনও বিষয় নেই৷ কোনও সমস্যা হলে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷ কিছু হলে নিউজ 18 বাংলা কোনওভাবেই দায়ি থাকবে না৷
advertisement
advertisement
advertisement