Shani Dev: শনিদেবের নক্ষত্র পরিবর্তনে তোলপাড় করা পরিস্থিতি, বিপদ মাথায় ঘনিয়ে এসেছে এই রাশিগুলির, চরম আশঙ্কার দিন গোনা শুরু
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Lord Shani Dev: শনি মহারাজ যদি ক্রুদ্ধ হন তাহলে জীবনে চরম দুঃসময় এসে দরজায় দাঁড়াবে , পালাবার পথ নেই?
ন্যায়ের দেবতা শনি তার রাশি পরিবর্তন করতে চলেছেন। ২ জুন, ২০২৪ তারিখে, শনি, বৃহস্পতি, পূর্বা, ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। যার সরাসরি প্রভাব পড়বে ১২টি রাশির জাতক-জাতিকার উপর। শনির রাশির পরিবর্তন একাধিক রাশির জাতক-জাতিকার জন্য শুভ ফল এবং একাধিক রাশির জাতক-জাতিকার জন্য খারাপ ফল দেবে। শনির রাশি পরিবর্তন তিনটি রাশির জাতক জাতিকাদের জন্য শুভ হবে না। আসুন জেনে নেওয়া যাক কোন কোন রাশির জন্য এই রাশি পরিবর্তন অশুভ হবে। Photo- Representative
advertisement
কাশীর জ্যোতিষী পণ্ডিত সঞ্জয় উপাধ্যায় জানান, ২ জুন সন্ধ্যা ৬.৪২ মিনিটে শনি পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। নক্ষত্র পরিবর্তনের কারণে মেষ, মকর ও কুম্ভ রাশির জাতক-জাতিকাদের একাধিক সমস্যার সম্মুখীন হতে হবে। শনি এই ৩ রাশির জাতক জাতিকাদের আর্থিক সমস্যা সহ মানসিক ও শারীরিক কষ্টের কারণ হবে৷ Photo- Representative
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement