Ganesha Blessings: টাকার গদিতে বসবেন, শ্রী গণেশের পায়ে নিবেদন করুন এই ৫টি পাতা, সব বাধা দূর হবে, সুখের সাগরে ভাসবেন
- Published by:Pooja Basu
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Lord Ganesh: তবে দূর্বা ঘাস ছাড়াও আরও ৫টি গাছের পাতা রয়েছে, যেগুলি তাঁর অত্যন্ত পছন্দের। অর্থাৎ ওই পাঁচটি গাছের পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তিনি তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন।
প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রতিটি শুভ কাজ শুরু করার আগে প্রথমে ভগবান শ্রী গণেশের পুজো করা হয়। বিঘ্নহর্তা ভগবান শ্রী গণেশের দূর্বা ঘাস অত্যন্ত প্রিয়। সেই কারণে ভগবান গণপতির পুজোর সময় অবশ্যই দূর্বা ঘাস নিবেদন করা হয়। তবে দূর্বা ঘাস ছাড়াও আরও ৫টি গাছের পাতা রয়েছে, যেগুলি তাঁর অত্যন্ত পছন্দের। অর্থাৎ ওই পাঁচটি গাছের পাতা ভগবান গণেশকে নিবেদন করলে তিনি তুষ্ট হন এবং ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করেন। উজ্জয়িনীর জ্যোতিষী রবি শুক্লার কাছ থেকে জেনে নেওয়া যাক সেই গাছগুলির সম্পর্কে।
advertisement
ভগবান গণেশের উদ্দেশ্যে এই পাতাগুলি নিবেদন করা আবশ্যক:১. জ্যোতিষশাস্ত্র অনুসারে, ভগবান গণেশ অর্জুন গাছের পাতা খুবই পছন্দ করেন। যাঁরা চাকরি খুঁজছেন, কিংবা চাকরিতে পদোন্নতি চাইছেন অথবা বেতনবৃদ্ধি কামনা করছেন, তাঁদের অর্জুন গাছের ৫টি অথবা ৭টি পাতা ভগবান গণেশের উদ্দেশ্যে অর্পণ করা উচিত। সপ্তাহে বুধবার করে এই গাছের পাতা নিবেদন করলে বিশেষ ফল পাওয়া যায়।
advertisement
২. জ্যোতিষ শাস্ত্র অনুসারে, কেতকী ফুলের কোমল পাতা ভগবান গণপতির উদ্দেশ্যে নিবেদন করলেও তিনি প্রসন্ন হন। বিশেষ করে যাঁরা একটি নতুন উদ্যোগ বা কাজ শুরু করতে চলেছেন, তাঁদের এই গাছের পাতা অবশ্যই নিবেদন করা উচিত। প্রচলিত বিশ্বাস, এই গাছের পাতা নিবেদন করার সময় ভগবান গণেশের বারোটি নামের মধ্যে কোনও একটি নাম জপ করলে দ্রুত লাভ পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement