Optimistic Zodiac Sign: আপনি কি শুধু নিরাশায় ভোগেন? জানুন রাশি অনুযায়ী কী ভাবে আশাবাদী থাকবেন...
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সারা বিশ্বেই করোনা নিয়ে আতঙ্কে ও আশঙ্কায় রয়েছেন মানুষজন (Optimistic Zodiac Sign)৷
সারা বিশ্বেই করোনা নিয়ে আতঙ্কে ও আশঙ্কায় রয়েছেন মানুষজন (Optimistic Zodiac Sign)৷ তাই এই সঙ্কটকালে নিজের শরীর ও মনের খেয়াল রাখা অত্যন্ত জরুরি৷ তাই মন ভাল রাখতে হবে এবং আশাবাদী (Optimistic) থাকতে হবে (Optimistic Zodiac Sign)৷ জেনে নিন, আপনার রাশি (Zodiac Sign) অনুযায়ী কী ভাবে আশাবাদী (Optimistic) থাকবেন (Optimistic Zodiac Sign)৷
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯ এই রাশির মানুষজন সাহসী হয়, ফলে রোমাঞ্চ এদের বেশ পছন্দের বিষয়৷ এরা অত্যন্ত অদম্য প্রাণশক্তির অধিকারী হয়৷ যার ফলে অনেক সময় ছোট ছোট মুহূর্ত এরা খেয়াল করে না৷ আর সেই কারণে এরা বিরক্ত হয়ে পড়ে৷ তাই সময় বার করে সেই ছোট ছোট মুহূর্তগুলোয় বাঁচা উচিত মেষ রাশির জাতক-জাতিকাদের৷ সেই সঙ্গে এই রাশির জাতকেরা নিজের কাছে একটা ডায়েরি বা নোটবুক রাখতে পারে, যাতে ভাল ভাল মুহূর্তের কথা সেখানে লিখে রাখা যায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯ এরা সব থেকে পরিশ্রমী হয়৷ বাস্তববাদী, উচ্চাকাঙ্খী এবং আত্মবিশ্বাসী হয়৷ তবে অনেক সময় নেতিবাচক ভাবনাও এদের মধ্যে কাজ করে৷ যে হেতু সব সময় এরা কাজের মধ্যে থাকে, তাই মাঝেমধ্যে একাকিত্বও তাড়া করে বেড়ায়৷ সেই সময় ব্রেক নিয়ে কারওর সঙ্গে হালকা কথাবার্তা বলাই যায়৷
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮ কুম্ভ রাশির জাতকেরা সাধারণত নিন্দুক গোছের হয়৷ শুধুমাত্র নিজেদের বিশ্বাসের উপরই এদের ভরসা থাকে৷ এরা নিজস্ব মতামতের সঙ্গে নিজস্ব নিয়মকানুন বানিয়ে নেয়৷ ফলে কোনও মানুষের ভাল গুণ এরা দেখে না অনেক সময়৷ তাই আশাবাদী হওয়ার বিষয়ে তাদের জীবনে অনেক বাধা আসে৷ এ সব ক্ষেত্রে যোগব্যায়াম ও মেডিটেশন করলে সমস্যার সমাধান হবে৷
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০ এই রাশির জাতক-জাতিকারা সাধারণত খুব ভাল শ্রোতা হয়৷ এরা আবার তর্ক-বিতর্ক, দ্বন্দ্ব একেবারেই পছন্দ করে না৷ অনেক সময় এরা মনে আবেগ ও অনুভূতি চেপে রাখে, যাতে অন্য কেউ কষ্ট না-পায়৷ এতে আসলে মীন রাশির জাতকেরা নিজেদেরকেই আঘাত করে বসে৷ তাই নিজেদের মনে কী চলছে, সেটা অন্যের কাছে প্রকাশ করা উচিত৷