Tulsi Vastu Tips: খরমাসে তুলসীর থেকে দূরে রাখুন এই জিনিস...ভুল করলে ফল হতে পারে ভয়ঙ্কর, হুহু করে বেরিয়ে যাবে টাকা! ঘরে অশান্তি

Last Updated:
খরমাস কী? ধনু রাশিতে সূর্যের স্থানান্তরের সময়কালকে খরমাস বলা হয়। বছরের শেষে মাসে খরমাস আসে। যে কোনও ধরনের শুভ কাজের জন্য, বিশেষ করে বিয়ের জন্য খরমাসকে অশুভ বলে মনে করা হয়। সাধারণ বিশ্বাস, খরমাসে সূর্য দেবতার প্রভাব কমে যায়, তাই খরমাসে কোনও শুভ কাজ করা উচিত নয়।
1/7
আমরা অনেকেই জানি যে খরমাসে কোনও শুভ কাজ করতে নেই। এই মাসে বিয়ে হয় না। যে কোনও নতুন কাজ শুরু করার জন্য খরমাসকে অশুভ বলে মনে করা হয়৷ কিন্তু, এই খরমাস আসলে কী? বছরের ঠিক কোন সময় খরমাস আসে? এই সময় তুলসীর কোন কোন উপাচার একেবারেই করা উচিত নয়৷ আসুন দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগলের কাছ থেকে জেনে নিই এই সংক্রান্ত যাবতীয় তথ্য৷
আমরা অনেকেই জানি যে খরমাসে কোনও শুভ কাজ করতে নেই। এই মাসে বিয়ে হয় না। যে কোনও নতুন কাজ শুরু করার জন্য খরমাসকে অশুভ বলে মনে করা হয়৷ কিন্তু, এই খরমাস আসলে কী? বছরের ঠিক কোন সময় খরমাস আসে? এই সময় তুলসীর কোন কোন উপাচার একেবারেই করা উচিত নয়৷ আসুন দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগলের কাছ থেকে জেনে নিই এই সংক্রান্ত যাবতীয় তথ্য৷
advertisement
2/7
খরমাস কী? ধনু রাশিতে সূর্যের স্থানান্তরের সময়কালকে খরমাস বলা হয়। বছরের শেষে মাসে খরমাস আসে। যে কোনও ধরনের শুভ কাজের জন্য, বিশেষ করে বিয়ের জন্য খরমাসকে অশুভ বলে মনে করা হয়। সাধারণ বিশ্বাস, খরমাসে সূর্য দেবতার প্রভাব কমে যায়, তাই খরমাসে কোনও শুভ কাজ করা উচিত নয়। খরমাস বছরে দু’বার আসে, প্রথম খরমাস মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত থাকে, দ্বিতীয় খরমাস চলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এই পর্বে জলবায়ু, প্রকৃতি এবং মানুষের আচরণের পরিবর্তনও দেখা যায় বলে মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা।
খরমাস কী? ধনু রাশিতে সূর্যের স্থানান্তরের সময়কালকে খরমাস বলা হয়। বছরের শেষে মাসে খরমাস আসে। যে কোনও ধরনের শুভ কাজের জন্য, বিশেষ করে বিয়ের জন্য খরমাসকে অশুভ বলে মনে করা হয়। সাধারণ বিশ্বাস, খরমাসে সূর্য দেবতার প্রভাব কমে যায়, তাই খরমাসে কোনও শুভ কাজ করা উচিত নয়। খরমাস বছরে দু’বার আসে, প্রথম খরমাস মার্চের মাঝামাঝি থেকে এপ্রিল পর্যন্ত থাকে, দ্বিতীয় খরমাস চলে ডিসেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত। এই পর্বে জলবায়ু, প্রকৃতি এবং মানুষের আচরণের পরিবর্তনও দেখা যায় বলে মনে করেন জ্যোতিষ বিশেষজ্ঞেরা।
advertisement
3/7
হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণ বিশ্বাস, স্নান করে, শুদ্ধ বস্ত্রে প্রতিদিন তুলসীর পুজো করলে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হয়। নিয়মনিষ্ঠা মেনে তুলসীর আরাধনা করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে৷ তাই তুলসী ছাড়া শ্রী হরির পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সকাল-সন্ধ্যা প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী পূজা হয়। তবে খরমাসে তুলসী পুজা করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়৷ নাহলে অশান্তি থেকে অভাব যে কোনও জীবনে নেমে আসতে পারে যে কোনও দুর্ভোগ৷
হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। সাধারণ বিশ্বাস, স্নান করে, শুদ্ধ বস্ত্রে প্রতিদিন তুলসীর পুজো করলে সংসার থেকে নেতিবাচক শক্তি দূর হয়। নিয়মনিষ্ঠা মেনে তুলসীর আরাধনা করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি বজায় থাকে৷ তাই তুলসী ছাড়া শ্রী হরির পূজা অসম্পূর্ণ বলে মনে করা হয়। সকাল-সন্ধ্যা প্রায় প্রতিটি বাড়িতেই তুলসী পূজা হয়। তবে খরমাসে তুলসী পুজা করতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চলতে হয়৷ নাহলে অশান্তি থেকে অভাব যে কোনও জীবনে নেমে আসতে পারে যে কোনও দুর্ভোগ৷
advertisement
4/7
আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে খরমাস। খরমাসের দিনগুলিতে যে কোনও শুভ কাজ নিষিদ্ধ। খরমাসের দিনে তুলসীর পূজা করা উচিত কি না, তা নিয়ে প্রায়ই মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকে। দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল এই বিষয়ে আমাদের বিশদে জানাচ্ছেন৷
আর কয়েকদিনের মধ্যেই শুরু হতে চলেছে খরমাস। খরমাসের দিনগুলিতে যে কোনও শুভ কাজ নিষিদ্ধ। খরমাসের দিনে তুলসীর পূজা করা উচিত কি না, তা নিয়ে প্রায়ই মানুষের মধ্যে দ্বন্দ্ব থাকে। দেওঘরের জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল এই বিষয়ে আমাদের বিশদে জানাচ্ছেন৷
advertisement
5/7
চলতি বছরে ১৬ ডিসেম্বর থেকে খরমাস শুরু হতে চলেছে। খরমাসের দিনে শুভ কাজ হয় না, তবে পুজোয় কোনও বাধা নেই। খরমাসে সংসারে নেতিবাচক প্রভাব বেশি পড়ে। তাই এই সময়ে তুলসী গাছে নিয়মিত গঙ্গাজল নিবেদন করে এই নেতিবাচক প্রভাব দূর করা যায়। জল নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু, খরমাসের কোনও দিন ভুল করেও তুলসীর গায়ে সিঁদুর লাগাবেন না বা অন্য কোনও পূজার সামগ্রী অর্পণ করবেন না। এর প্রভাব হতে পারে ভয়ঙ্কর।
চলতি বছরে ১৬ ডিসেম্বর থেকে খরমাস শুরু হতে চলেছে। খরমাসের দিনে শুভ কাজ হয় না, তবে পুজোয় কোনও বাধা নেই। খরমাসে সংসারে নেতিবাচক প্রভাব বেশি পড়ে। তাই এই সময়ে তুলসী গাছে নিয়মিত গঙ্গাজল নিবেদন করে এই নেতিবাচক প্রভাব দূর করা যায়। জল নিবেদন করলে মা লক্ষ্মী প্রসন্ন হন এবং সংসারে সুখ ও সমৃদ্ধি বজায় থাকে। কিন্তু, খরমাসের কোনও দিন ভুল করেও তুলসীর গায়ে সিঁদুর লাগাবেন না বা অন্য কোনও পূজার সামগ্রী অর্পণ করবেন না। এর প্রভাব হতে পারে ভয়ঙ্কর।
advertisement
6/7
খরমাস মাসের একাদশী, মঙ্গল ও রবিবারে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এছাড়াও, এই দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে।
খরমাস মাসের একাদশী, মঙ্গল ও রবিবারে তুলসী পাতা ছেঁড়া উচিত নয়। এছাড়াও, এই দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া উচিত নয়। এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং বাড়িতে নেতিবাচক প্রভাব পড়ে।
advertisement
7/7
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
(Disclaimer: এই প্রতিবেদনে থাকা তথ্যের সত্যতা নিউজ ১৮ নিশ্চিত করে না৷ প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷)
advertisement
advertisement
advertisement