জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহই স্থান পরিবর্তন করে ৷ এর প্রভাব জীবনে পরিষ্কার ভাবেই পড়ে ৷ প্রতীকী ছবি ৷
2/ 13
তবে গ্রহের এই রাশিপরিবর্তন কোনও কোনও ক্ষেত্রে ভাল ফলপ্রদায়ী আবার কোনও কোনও ক্ষেত্রে বেশ কিছু রাশির জন্য নেতিবাচক হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
3/ 13
গত ১২ এপ্রিল কেতু তুলা রাশিতে প্রবেশ করেছে ৷ জেনে নেওয়া যাক কেতুর এই গোচর কোন রাশির মানুষদের জন্য অত্যন্ত ভাল হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
4/ 13
মকর (Capricorn): জ্যোতিষ শাস্ত্র মতে কেতুর গোচর মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত লাভদায়ক হতে চলেছে ৷ এই রাশির দশম স্থানে কেতু প্রবেশ করেছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 13
কুষ্ঠির দশম স্থানে কর্মক্ষেত্র ও চাকরির স্থান বলেই মনে করা হয় ৷ চাকরিজীবীদের জন্য পদোন্নতি হতে পারে ৷ এই সময়ে ব্যবসা বাণিজ্যে মুনাফার সম্ভাবনা আছে ৷ প্রতীকী ছবি ৷
6/ 13
আটকে থাকা টাকা ফেরৎ পাবেন অতি সহজেই ৷ এই সময়ে সম্পত্তি ও গাড়ি কেনার সংযোগ সৃষ্টি হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
7/ 13
কর্কট (Cancer):কর্কট রাশির চতুর্থ ঘরে কেতু অবস্থান করছে ৷ কুষ্ঠির চতুর্থ ঘর সুখ সমৃদ্ধির বলেই মনে করা হয় ৷ এই সময়ে এই রাশির জন্য অত্যন্ত ভাল বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
8/ 13
বেশ কিছু চাকরির প্রস্তাব আসতে পারে ৷ অবিবাহিতদের জন্য বেশ কিছু বিয়ের সম্বন্ধ আসতে পারে ৷ এই সময়ে সম্পত্তি বা গাড়ি কেনার জন্য পরিকল্পনা করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
9/ 13
চাকরির স্থান পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাচ্ছে ৷ যা এই সময়ে অত্যন্ত শুভ বলেই মনে করা হয়েছে ৷ এই সময়ে মুনস্টোন অত্যন্ত কাজের হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
10/ 13
কুম্ভ (Aquarius):এই রাশির নবম ভাগে কেতু প্রবেশ করেছে ৷ যা ভাগ্য ও বিদেশযাত্রার ক্ষেত্রেই ধরে নেওয়া হয়, এই সময়ে ভাগ্যের সম্পূর্ণ সঙ্গে পাবেন জাতক-জাতিকারা ৷ প্রতীকী ছবি ৷
11/ 13
ব্যাপারিক যাত্রার যোগ সৃষ্টি হতে চলেছে ৷ এই ভাবে যে কাজে হাত দেবেন সেই কাজেই সফল হবেন ৷ প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আসবে সাফল্য ৷ প্রতীকী ছবি ৷
12/ 13
চাকরিতে আটকে থাকা ইনক্রিমেন্ট ও প্রমোশন পেতে পারেন ৷ আর্থিক স্থিতি মজবুত হতে পারে ৷ ফিরোজা রত্ন ধারণ করলে বিশেষ ফল পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 13
Disclaimer:উপরোক্ত তথ্যগুলি ব্যক্তি নির্ভর, এইগুলি মানতে নিউজ ১৮ বাংলা অনুরোধ বা প্রভাবিত করেনা ৷ নিজের বিচার বুদ্ধি দিয়েই মেনে চলুন ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷