Kaushiki Amavasya 2025: ভাগ্য বিমুখ! বারবার কাজে বাধা! কৌশিকী অমাবস্যায় মানুন 'এই' সহজ টোটকা, চোখের নিমেষে কার্যসিদ্ধি! সংসারে সুখ-অর্থ-সৌভাগ্যের বন্যা
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Kaushiki Amavasya 2025: তন্ত্রসাধনার জন্য এই কৌশিকী অমাবস্যা বিশেষ ভাবে ফলদায়ী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে করা বিশেষ কিছু টোটকা মানুষের জীবন বদলে দিতে পারে! আর এই কারণেই অন্যান্য আমাবস্যার থেকে একদম অন্য ধরনের এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা বলে মনে করা হয়
এইদিন অর্থাৎ শুক্রবার তারাপীঠের সবচেয়ে বড় মেগা উৎসব ভাদ্র মাসের কৌশিকী অমাবস্যা। হিন্দু ধর্মের সকল মানুষের কাছে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ। দেশ ছাড়িয়ে বিদেশের বহু পর্যটকেরা বিভিন্ন প্রান্ত থেকে এই দিন তারাপীঠে মা তারার মন্দিরে পুজো দিতে আসেন। ভক্তদের মনে বিশ্বাস, এই দিন নিষ্ঠাভরে মা তাঁরা অথবা অন্য কোনও কালী ক্ষেত্রে দেবীর পুজো করলে মনোবাসনা পূরণ হয়।(ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
এই দিনটি তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত মানুষদের কাছেও গুরুত্বপূর্ণ। তন্ত্রসাধনার জন্য এই কৌশিকী অমাবস্যা বিশেষ ভাবে ফলদায়ী। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই দিনে করা বিশেষ কিছু টোটকা মানুষের জীবন বদলে দিতে পারে! আর এই কারণেই অন্যান্য আমাবস্যার থেকে একদম অন্য ধরনের এবং গুরুত্বপূর্ণ অমাবস্যা বলে মনে করা হয় এই আমাবস্যা তিথিকে।
advertisement
এই দিনের কৌশিকী অমাবস্যার এই বিশেষ তিথিতে মেনে চলুন এই কয়েকটি নিয়ম। তাহলেই ঘরে ফিরবে সুখ শান্তি এবং সমৃদ্ধি। এই বিষয়ে তারাপীঠ মন্দিরের এক সেবায়েত গোলক মহারাজ জানান এই আমাবস্যার রাত্রে তুলসী মণ্ডপের সামনে তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে যদি আপনি সেটিকে ভোর হওয়া পর্যন্ত জ্বালিয়ে রাখতে পারেন তাহলে সন্তুষ্ট হবেন মা তাঁরা।
advertisement
অন্যদিকে সন্ধ্যাবেলায় যে কোনও কালী মন্দিরে প্রদীপ, ধুপকাঠি সহযোগে যদি আপনি জবা ফুলের মালা কালী মায়ের গলায় অর্পণ করে আসতে পারেন তাহলে আপনার মনস্কামনা পূর্ণ হবে। অন্তত এমনটাই বিশ্বাস করেন ভক্তেরা। তবে অবশ্যই সেই মালা অর্পণ করার আগে শুদ্ধ কাপড় পরিধান করে এবং মাথায় গঙ্গার জল নিয়ে যাওয়া প্রয়োজন।
advertisement
এর পাশাপাশি আপনার ঘরের সুখ সমৃদ্ধি ফিরিয়ে আনতে চাইলে আপনি যদি আমাবস্যা তিথি শুরু হওয়ার পর থেকে অমাবস্যা তিথি শেষ হওয়া পর্যন্ত সেই দীর্ঘ সময় বাড়ির পুজোর নির্দিষ্ট জায়গায় ধূপকাঠি এবং প্রদীপ জ্বালিয়ে রাখতে পারেন তাহলে মিলতে পারে উপকার। তবে গোলক মহারাজ জানান প্রদীপের তেল ঢালার সময় আপনাকে শুদ্ধ জামাকাপড় পরিধান করে থাকতে হবে।(ছবি ও তথ্য: সৌভিক রায়)