Karthik Sankranti Rituals: আজ কার্তিক সংক্রান্তির সন্ধ্যার ঠিক এই সময়ে বাড়ির বিশেষ কোণে প্রদীপ জ্বালালেই দূর অভাব! আসবে টাকার বর্ষা

Last Updated:
Karthik Sankranti Rituals: কার্তিক মাসে শ্রীকৃষ্ণের সামনে, তুলসিমঞ্চে দীপদান করা অত্যন্ত পুণ্যের। স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে এই পুণ্যতিথিতে প্রজ্বলন করা হয় আকাশপ্রদীপ
1/6
শনিবার কার্তিক সংক্রান্তি। কার্তিক মাসের শেষ দিন। রবিবার থেকে শুরু অগ্রহায়ণ মাস। পবিত্র কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। এই মাসে পুণ্য অর্জনের একাধিক পথ রয়েছে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
শনিবার কার্তিক সংক্রান্তি। কার্তিক মাসের শেষ দিন। রবিবার থেকে শুরু অগ্রহায়ণ মাস। পবিত্র কার্তিক মাসকে বলা হয় দামোদর মাস। এই মাসে পুণ্য অর্জনের একাধিক পথ রয়েছে। বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞ পণ্ডিত হিতেন্দ্রকুমার শর্মা।
advertisement
2/6
কার্তিক মাসে শ্রীকৃষ্ণের সামনে, তুলসিমঞ্চে দীপদান করা অত্যন্ত পুণ্যের। স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে এই পুণ্যতিথিতে প্রজ্বলন করা হয় আকাশপ্রদীপ।
কার্তিক মাসে শ্রীকৃষ্ণের সামনে, তুলসিমঞ্চে দীপদান করা অত্যন্ত পুণ্যের। স্বর্গত পূর্বপুরুষদের উদ্দেশে এই পুণ্যতিথিতে প্রজ্বলন করা হয় আকাশপ্রদীপ।
advertisement
3/6
যদি সারা কার্তিক মাসে একদিনও দীপদান করতে না পারেন তাহলে কার্তিক সংক্রান্তিতে সন্ধ্যাপ্রদীপ প্রজ্বলন করুন। শনিবার বিকেল ৪.৫০ থেকে শুরু করে সন্ধ্যা ৬.২৬ পর্যন্ত দীপদান করতে পারবেন। এই সময় দীপদানের জন্য অত্যন্ত শুভ।
যদি সারা কার্তিক মাসে একদিনও দীপদান করতে না পারেন তাহলে কার্তিক সংক্রান্তিতে সন্ধ্যাপ্রদীপ প্রজ্বলন করুন। শনিবার বিকেল ৪.৫০ থেকে শুরু করে সন্ধ্যা ৬.২৬ পর্যন্ত দীপদান করতে পারবেন। এই সময় দীপদানের জন্য অত্যন্ত শুভ।
advertisement
4/6
ঘি বা তিলতেলে কর্পূর দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন। সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন না। এই প্রদীপ শ্রীকৃষ্ণের সামনে বা তুলসিতলায় নিবেদন করুন।
ঘি বা তিলতেলে কর্পূর দিয়ে প্রদীপ প্রজ্বলন করুন। সর্ষের তেলের প্রদীপ প্রজ্বলন করবেন না। এই প্রদীপ শ্রীকৃষ্ণের সামনে বা তুলসিতলায় নিবেদন করুন।
advertisement
5/6
তুলসিতলায় প্রদীপ হাতে ঘড়ির কাঁটার গতিমুখের দিকে ১৪ বার প্রদক্ষিণ করুন। সেটা সম্ভব না হলে হাতে প্রদীপ নিয়ে ১৪ বার আরতি করুন।
তুলসিতলায় প্রদীপ হাতে ঘড়ির কাঁটার গতিমুখের দিকে ১৪ বার প্রদক্ষিণ করুন। সেটা সম্ভব না হলে হাতে প্রদীপ নিয়ে ১৪ বার আরতি করুন।
advertisement
6/6
সন্ধ্যাপ্রদীপ অবশ্যই নিয়ে যান বাড়ির ঈশান কোণে। তার পর বাড়ির সব কোণে প্রদর্শন করান। মনে করা হয়, এর ফলে বাড়ির সব দুঃখ দুর্দশা কেটে গিয়ে অর্থ সুখ শান্তি বর্ষিত হয়।
সন্ধ্যাপ্রদীপ অবশ্যই নিয়ে যান বাড়ির ঈশান কোণে। তার পর বাড়ির সব কোণে প্রদর্শন করান। মনে করা হয়, এর ফলে বাড়ির সব দুঃখ দুর্দশা কেটে গিয়ে অর্থ সুখ শান্তি বর্ষিত হয়।
advertisement
advertisement
advertisement