Kali Puja 2025: কালীপুজোর রাতে মা-কে তুষ্ট করতে ভুলেও এই কাজগুলি করবেন না! জীবনে নামবে বিপর্যয়... ঠিক কী কী করবেন?

Last Updated:
Kali Puja 2025: আসছে দীপান্বিতা কালীপুজো ২০২৫। জেনে নিন অমাবস্যা তিথির সময়, পুজোর নিয়ম, কী করবেন ও কী একেবারেই করবেন না
1/5
বীরভূম,সৌভিক রায়:আর দিন কয়েক পরেই দীপান্বিতা কালীপুজো। অমাবস্যা তিথিই কালীপুজো ও দীপাবলির একমাত্র তিথি। এই তিথি মেনেই কালীপুজো ও দীপাবলি পালন করা হয়। আর এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর বিকেল ৩:৪৪ মিনিটে শুরু হবে এবং ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৫:৫৪ মিনিটে শেষ হবে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
আর দিন কয়েক পরেই দীপান্বিতা কালীপুজো। অমাবস্যা তিথিই কালীপুজো ও দীপাবলির একমাত্র তিথি। এই তিথি মেনেই কালীপুজো ও দীপাবলি পালন করা হয়। আর এই বছর অমাবস্যা তিথি শুরু হচ্ছে ২০ অক্টোবর বিকেল ৩:৪৪ মিনিটে শুরু হবে এবং ২১ অক্টোবর, ২০২৫ তারিখে বিকাল ৫:৫৪ মিনিটে শেষ হবে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
2/5
আর এই কালীপুজোর পূর্ণ লগ্নে বিভিন্ন শ্মশানে এবং সিদ্ধপীঠে তন্ত্রসাধকেরা এসে হোম যজ্ঞ করে থাকেন ভক্তদের বিশ্বাস এই আমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিতা কালীপুজোর রাত্রে হোম যজ্ঞ করলে অসাধ্য সাধন হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। এর পাশাপাশি বিভিন্ন কালী মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে।
আর এই কালীপুজোর পূর্ণ লগ্নে বিভিন্ন শ্মশানে এবং সিদ্ধপীঠে তন্ত্রসাধকেরা এসে হোম যজ্ঞ করে থাকেন ভক্তদের বিশ্বাস এই আমাবস্যা তিথিতে অর্থাৎ দীপান্বিতা কালীপুজোর রাত্রে হোম যজ্ঞ করলে অসাধ্য সাধন হয় এবং মনস্কামনা পূর্ণ হয়। এর পাশাপাশি বিভিন্ন কালী মন্দিরেও বিশেষ পুজোর আয়োজন করা হয়ে থাকে।
advertisement
3/5
এই অমাবস্যা তিথিতে কোন নিয়ম মেনে কালীপুজো করা উচিত! কী জানাচ্ছেন তারাপীঠের বিশিষ্ট পুজারী গোলক মহারাজ? কালীপুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘি-এর প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়। এর পাশাপাশি কালী মন্দিরে একটি নারকেল, ১০৮ টি জবা ফুলের মালা দান করলে ভাগ্য ঘুরতে পারে।
এই অমাবস্যা তিথিতে কোন নিয়ম মেনে কালীপুজো করা উচিত! কী জানাচ্ছেন তারাপীঠের বিশিষ্ট পুজারী গোলক মহারাজ? কালীপুজোর দিন সকাল থেকে সারা রাত একটা ঘি-এর প্রদীপ ঘরের ঠাকুরের আসনে জ্বালিয়ে রাখুন, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন নিভে না যায়। এর পাশাপাশি কালী মন্দিরে একটি নারকেল, ১০৮ টি জবা ফুলের মালা দান করলে ভাগ্য ঘুরতে পারে।
advertisement
4/5
কালী পুজো উপলক্ষে উপবাস করলে পুজোর পরের দিন অন্তত একজনকে ব্রাহ্মণ ভোজন করান, তাতে খুব ভাল ফল পাবেন। এছাড়াও যে কোনও মন্দিরে একটি খাড়া দান করতে পারেন। অথবা আপনার সামর্থ্য থাকলে মন্দিরের উন্নয়ন তহবিলে কিছু টাকা প্রদান করতে পারেন।
কালী পুজো উপলক্ষে উপবাস করলে পুজোর পরের দিন অন্তত একজনকে ব্রাহ্মণ ভোজন করান, তাতে খুব ভাল ফল পাবেন। এছাড়াও যে কোনও মন্দিরে একটি খাড়া দান করতে পারেন। অথবা আপনার সামর্থ্য থাকলে মন্দিরের উন্নয়ন তহবিলে কিছু টাকা প্রদান করতে পারেন।
advertisement
5/5
তবে কী করা একেবারেই উচিৎ না! এই বিষয়ে গোলক মহারাজ জানান এই দু-দিন সন্ধ্যা বেলার পর কোনও মতে বাড়ি ঘর ঝাঁট দেবেন না। সংসারে মঙ্গল চাইতে সন্ধ্যার আগেই ঝাঁট দিয়ে নিতে হবে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
তবে কী করা একেবারেই উচিৎ না! এই বিষয়ে গোলক মহারাজ জানান এই দু-দিন সন্ধ্যা বেলার পর কোনও মতে বাড়ি ঘর ঝাঁট দেবেন না। সংসারে মঙ্গল চাইতে সন্ধ্যার আগেই ঝাঁট দিয়ে নিতে হবে। (ছবি ও তথ্য: সৌভিক রায়)
advertisement
advertisement
advertisement