Kali Puja 2024: আর কিছুক্ষণ, ঠিক কখন লাগবে কালীপুজোর অমাবস্যা তিথি, থাকবে কতক্ষণ? কোন সময় সবচেয়ে শুভ? সম্পূর্ণ নির্ঘণ্ট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
Kali Puja 2024 Amavasya Timing Shubha Muhurat: কার্ত্তিক মাসের অমাবস্যা তিথিতে কালীপুজো হয়। পঞ্জিকা মতে নিশিতা কালে এই পুজো হয়। এ বছর কার্ত্তিক অমাবস্যা আজ ৩১ অক্টোবর (১৪ কার্তিক), বৃহস্পতিবার। অমাবস্যা তিথি - ৩১ অক্টোবর, ঘ ৩/৭/৪২ থেকে ১ নভেম্বর সন্ধ্যা ৫/৮/৭ মিনিট পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে।
advertisement
*আজ ৩১ অক্টোবর, বৃহস্পতিবার ৩:৫২ মিনিটে অমাবস্যা তিথি শুরু হবে। পরের দিন অর্থাৎ ১ নভেম্বর শুক্রবার ১২:৪৮ মিনিটে অমাবস্যা ছাড়বে। কালীপুজো মধ্যরাত্রি পর্যন্ত চলে, শুরুও হয় রাতেই, তাই ৩১ অক্টোবর পুজো হবে। কালীপুজোর শুভ মুহূর্ত ৩১ অক্টোবর অর্থাৎ আজ বৃহস্পতিবার ১১:৪৮ মিনিট থেকে ১ নভেম্বর শুক্রবার ১২:৪৮ মিনিট পর্যন্ত।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*২০২৪ ভাইফোঁটার শুভ মুহূর্ত- পরের বছর ভাইফোঁটা পড়ছে রবিবার। ২০২৪ সালে ৩ নভেম্বর পড়ছে ভাইফোঁটার তিথি। তবে সরকারি ছুটির তালিকায় সোমাবর ৪ নভেম্বর রয়েছে। তবে ভাইফোঁটার তিথি ৩ নভেম্বর শুরু হচ্ছে। পঞ্চাং বলছে, ৩ নভেম্বর ২০২৪ সালে দুপুর ১ টা ১০ মিনিট থেকে ৩ টে ২২ মিনিট পর্যন্ত ফোঁটা দেওয়ার শুভ মুহূর্ত রয়েছে যাঁরা 'ভাই দুজ' পালন করবেন তাঁদের জন্য।
advertisement