জ্যেষ্ঠ সন্তানকে জ্যৈষ্ঠ মাসে দিন এই ৫ জিনিস, তার যেমন উন্নতি হবে, সুফল আসবে পরিবারেও
- Published by:Siddhartha Sarkar
Last Updated:
Jyeshtha Month 2025 : জ্যোতিষশাস্ত্রে জ্যৈষ্ঠ মাসে দান পুণ্যফল নিয়ে আসে, বিশেষ করে তৃষ্ণার্তকে জলদান। কেন না, এই মাসটি সূর্যের সঙ্গে সম্পর্কিত, যা তেজ এবং প্রাণশক্তির প্রতীক। এর পাশাপাশি বলা হয় যে এই মাসে জ্যেষ্ঠ সন্তানকে কিছু বিশেষ জিনিস দিলে তার যেমন উন্নতি হয়, তেমনই পরিবারও সেই দানের সুফল পেয়ে থাকে।
Jyeshtha Month 2025 : ভারতীয় ক্যালেন্ডারের প্রতিটি মাসের নামকরণ একেকটি নক্ষত্রের অনুসরণে করা হয়েছে। এর থেকেই বোঝা যায় যে জ্যোতিষশাস্ত্রের সঙ্গে এই সভ্যতার সম্পৃক্ততা কতটা গভীর। সর্বভারতীয় পঞ্জিকার পূর্ণিমান্ত হিসেবে শুরু হয়ে গিয়েছে জ্যৈষ্ঠ মাস। এর নামকরণ হয়েছে জ্যেষ্ঠা নক্ষত্রের অনুষঙ্গে। ভারতীয় মতে, নক্ষত্ররা নারী, তাই জ্যেষ্ঠার অর্থ পরিবারের প্রথম সন্তান। জ্যোতিষশাস্ত্রে জ্যৈষ্ঠ মাসে দান পুণ্যফল নিয়ে আসে, বিশেষ করে তৃষ্ণার্তকে জলদান। কেন না, এই মাসটি সূর্যের সঙ্গে সম্পর্কিত, যা তেজ এবং প্রাণশক্তির প্রতীক। এর পাশাপাশি বলা হয় যে এই মাসে জ্যেষ্ঠ সন্তানকে কিছু বিশেষ জিনিস দিলে তার যেমন উন্নতি হয়, তেমনই পরিবারও সেই দানের সুফল পেয়ে থাকে। ভোপালের জ্যোতিষী এবং বাস্তু পরামর্শদাতা <em>পণ্ডিত হিতেন্দ্র কুমার শর্মার</em> কাছ থেকে জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসে জ্যেষ্ঠ সন্তানকে কোন ৫ জিনিস দান শুভ বলে মনে করা হয়। (Representative Image)
advertisement
১. তামার পাত্র: জ্যৈষ্ঠ মাসে সূর্যের প্রভাব সর্বাধিক থাকে, তামা হল এর সঙ্গে সম্পর্কিত ধাতু। জ্যেষ্ঠ সন্তানকে তামার পাত্র দিলে তার আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। এর পাশাপাশি, তামার পাত্রে রাখা জল পান করলে শরীরে তাপের প্রভাব কম হয় এবং হজমশক্তিও উন্নত হয়। এটি ধর্মীয় এবং বৈজ্ঞানিক উভয় দিক থেকেই উপকারী সাব্যস্ত হয়। (Representative Image)
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement