Guru Gochar: সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত বক্রী দশায় থাকতে চলেছেন দেবগুরু বৃহস্পতি; উজ্জ্বল হতে চলেছে এই সব রাশির ভাগ্য
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
Jupiter Vakri in Mesh: জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে চলেছেন।
advertisement
মার্চ মাসে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করেছিলেন। আর গত ৪ সেপ্টেম্বর নাগাদ তিনি বক্রী হয়েছেন। এর পর আগামী ৩১ ডিসেম্বর নাগাদ মার্গী হতে চলেছেন তিনি। এর ফলে তিনটি রাশির জাতক-জাতিকার উপর গুরু গ্রহের বিশেষ কৃপা বর্ষিত হবে। আকস্মিক ধনপ্রাপ্তি হবে এবং ভাগ্যও উজ্জ্বল হতে চলেছে। জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক-জাতিকারা উপকৃত হতে চলেছেন।
advertisement
মেষ রাশি: ইতিমধ্যেই দেবগুরু বৃহস্পতি বক্রী হয়েছেন। আর এই কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। এর পাশাপাশি জীবনের নানা সমস্যা দূর হবে। আর স্বাস্থ্যেরও উন্নতি হবে। ধার্মিক কাজের প্রতিও ঝোঁক বাড়বে। ফলে জীবনে মানসিক শান্তিও বিরাজ করবে। সেই সঙ্গে জীবনসঙ্গীর সঙ্গে সুসম্পর্কও বজায় থাকবে। যে কোনও কাজে সাফল্য আসবে। এছাড়া সঞ্চয় করতেও সক্ষম হবেন এই রাশির জাতক-জাতিকারা।
advertisement
মিথুন রাশি: বৃহস্পতির বক্রী দশা মিথুন রাশির জাতক-জাতিকার জন্যও অনুকূল হবে। এই সময় আয় অবিশ্বাস্য রকম বৃদ্ধি পেতে পারে। বিনিয়োগের উপর মনোনিবেশ করতে হবে। বস্তুগত চাহিদার বিষয়ে ভাল করে ভাবনাচিন্তা করতে হবে। এই সময় ভাবনাচিন্তা করে করা কোনও পদক্ষেপ সফল হবে। শুধু তা-ই নয়, বিদেশে পাঠরত পড়ুয়াদের ইচ্ছা পূরণ হবে। এছাড়া শেয়ার বাজার, লটারি থেকেও প্রচুর লাভ হতে পারে।
advertisement
কর্কট রাশি: গুরু গ্রহের বক্রী দশার ফলে লাভবান হতে চলেছেন কর্কট রাশির জাতক-জাতিকারা। কাজকর্মে উন্নতির মুখ দেখবেন। সেই সঙ্গে ইচ্ছা পূরণও হবে। অফিসে চাকরিজীবীদের প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সেই সঙ্গে তাঁরা অফিসের উপরমহলের সহযোগিতাও লাভ করবেন। আর ব্যবসায়ীদেরও প্রচুর মুনাফা হবে। এছাড়া মনের যে কোনও বাসনা পূরণ হতে পারে। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)