২৪ নভেম্বর থেকে মার্গী হবে বৃহস্পতি, আগামী ১৩ মাসের মধ্যে বিশাল সম্পত্তি পাবে এই ৪ রাশি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
মীন রাশিতে বৃহস্পতির মার্গী হওয়ার কারণে, ৪ রাশির জাতক-জাতিকা আগামী ১৩ মাসের মধ্যে বিশাল সম্পত্তির মালিকানা পাবেন, দেখে নিন তালিকায় কোন সৌভাগ্যবানেরা আছেন--
আগামী বৃহস্পতিবার মার্গী হতে চলেছেন বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, একটি রাশিতে ১৩ মাস বৃহস্পতি বক্রি ও মার্গী থাকেন। বৃহস্পতিকে দেবগুরু বলা হয়। ২৪ নভেম্বর বৃহস্পতি গ্রহ মীন রাশিতে মার্গী হতে চলেছে। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতিকে ধন, জ্ঞান, সম্মান, সন্তান ইত্যাদির কারক মনে করা হয়। বৃহস্পতি যাদের কোষ্ঠীতে শুভ অবস্থানে বিরাজ করে, তাদের জীবনে সমস্ত বাধা-বিপত্তি দূর হয়। সুখ-সমৃদ্ধি ফিরে আসে। মীন রাশিতে বৃহস্পতির মার্গী হওয়ার কারণে, ৪ রাশির জাতক-জাতিকা আগামী ১৩ মাসের মধ্যে বিশাল সম্পত্তির মালিকানা পাবেন, দেখে নিন তালিকায় কোন সৌভাগ্যবানেরা আছেন--
advertisement
advertisement
কর্কট রাশি-- বিগত অননেকদিন ধরে চলতে থাকা সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটবে। আগামী ১৩ মাসের মধেই হাতে আসবে বিশাল সম্পত্তির মালিকানা। কর্মজীবনে বাধা দূর হবে। যাঁরা অবিবাহিত তাঁদের বিয়ের সম্ভাবনা রয়েছে। সন্তানকে বিদেশে পাঠাতে পারেন। ব্যবসায় বিশাল লাভ হবে, আয়ের নতুন উৎস তৈরি হবে। এককথায়, জীবনে সাফল্যের সময় শুরু।
advertisement
advertisement