July Month Rashifal: রাত পোহালেই ধামাক! জুলাই মাস ৪ রাশির জন্য অত্যন্ত শুভ, ব্যাঙ্ক ব্যালেন্স বহুগুণ বাড়বে, বেকাররা চাকরি পাবেন
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
Today's Rashifal: জুলাই মাসে এই ৪ রাশির জন্য অত্যন্ত শুভ৷ আয় বৃদ্ধি হবে, ব্যাঙ্ক ব্যালেন্স বাড়বে
advertisement
advertisement
মিথুন রাশি-(Gemini) এই মাসে আপনার আয় বৃদ্ধি হবে অনেকটা, যা আপনার আর্থিক জীবনকে অনুকূল করে তুলবে৷ ব্যাঙ্ক ব্যালেন্স বাড়তে থাকবে৷ স্বাস্থ্যেরও উন্নতি হবে৷ পুরনো কোনও সমস্যা থাকলে তা থেকে মুক্তি মিলবে৷ বিনিয়োগের দিকে থেকেও এই মাসটি বেশ ভাল৷ ভাই-বোনের সহযোগিতায় কোনও গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে৷
advertisement
advertisement
মকর রাশি-(Capricorn) আপনার একাগ্রতা বাড়বে এবং আপনি পড়াশোনায় আরও মনোযোগ দেবেন৷কেরিয়ারের দিক থেকে জুলাই মাসটি শুভ হবে৷ আর্থিক লাভ হবে৷ খরচ কমবে৷ স্বাস্থ্য ভাল থাকবে৷সন্তানের দিক থেকে কিছু ভাল খবর পেতে পারে৷ শিশুদের একাগ্রতা বাড়লে তারা পড়াশুনা ভাল ফল করতে পারে৷ পুরনো কোনও বন্ধুর সঙ্গে দেখা হতে পারে৷