Janmashtami 2023-Astrology: জন্মাষ্টমীতে জন্ম হয়েছে শিশুর? বিভিন্ন রাশির জাতক-জাতিকার ভাগ্য কেমন হবে? জানুন জ্যোতিষীর মত
- Reported by:KOUSHIK ADHIKARY
- hyperlocal
- Published by:Piya Banerjee
Last Updated:
Janmashtami 2023-Astrology: সেই সঙ্গে জানুন জন্মাষ্টমীর পরেই কোন কোন রাশির ভাগ্য বদল হতে চলেছে!
আজ জন্মাষ্টমী, শ্রীকৃষ্ণের ৫২৫০তম জন্ম তিথি। হিন্দু পঞ্জিকা মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয়, তখন জন্মাষ্টমী পালিত হয়। শাস্ত্রীয় বিবরণ ও জ্যোতিষ গণনা অনুযায়ী মনে করা হয়,কৃষ্ণের জন্ম হয়েছিল ৩২২৮ খ্রিষ্টপূর্বাব্দে। কৃষ্ণের জন্মদিনটি কৃষ্ণ জন্মাষ্টমী বা জন্মাষ্টমী নামে পালিত হয়।(লেখা: কৌশিক অধিকারী)
advertisement
advertisement
এখন বর্তমানে মেষরাশিতে বৃহস্পতি আছে, যার কারণে চিত্ত চাঞ্চল্য তৈরি হবে। পাশাপাশি বৃষ রাশিতে মানষিক সুখ, মিথুন রাশি বিদ্যা লাভ ও কর্কটরাশি স্ত্রী লাভ হবে। মিথুন রাশিতে বিদ্যালাভ এবং কর্কটরাশির স্ত্রীলাভ হবে। সিংহরাশির বিদ্যালাভ হবে। কন্যা রাশিতে মঙ্গল গোচর করছেন তাই তাদের একটু আঘাত লাগার সম্ভাবনা আছে! তাদের কে সাবধানে থাকতে হবে।(লেখা: কৌশিক অধিকারী)
advertisement
তুলা রাশিতে কেতু দেবের অবস্থান ফলে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের এখন মন্দ ভাব চলবে। বৃশ্চিকরাশিতে তাদের একটু সম্মানহানীর সম্ভাবনা আছে। ধনু রাশির সময় খুবই ভাল। মকর ও কুম্ভ রাশির শনীর সারেসাতি চললেও তাদের সারেসাতি হয় না। কারণ তাদের রাশিটা শনিদেবের শ'ক্ষেত্র রাশি। মীন রাশির এখন মীন লগ্নে চলছে ফলে এই সময়ে মীন রাশির খুব একটা খারাপ যাবে না।(লেখা: কৌশিক অধিকারী)
advertisement
জন্মাষ্টমী, হিন্দু ধর্মাবলম্বীদের কাছে একটি বিশেষ দিন। এদিন ভগবান কৃষ্ণের বাল গোপাল রূপকে পুজো করা হয়। হিন্দু ধর্মে এই দিনটির তাৎপর্য গুরুত্বপূর্ণ। এই দিন গোপালকে একাধিক সুগন্ধি ও দুধ দিয়ে তাঁকে স্নান করানোর রীতি প্রচলিত। এরপর নতুন পোশাক পরিয়ে তাঁকে সাজানো হয়। দূর্বা ঘাস ও চন্দন চর্চিত করা হয় গোপালকে।(লেখা: কৌশিক অধিকারী)











