খারাপ সময় আসছে! হাত থেকে এই জিনিসগুলো পড়লেই সাবধান, বিপদ আসার ইঙ্গিত

Last Updated:
Auspicious Inauspicious Signs : হাত থেকে এই জিনিসগুলো পড়লেই বুঝতে হবে, বিপদ আসছে।
1/5
রোজকার কাজ করার সময় হাত থেকে কিছু না কিছু পড়ে যায় সবার। তবে কিছু জিনিস হাত থেকে পড়ে যাওয়া মানে বিপদ আসছে বলে বুঝতে হবে। এমনটাই জানাচ্ছেন ভোপালের জ্যোতিষী ও পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। তিনি বলছেন, জল ভর্তি গ্লাস হাত থেকে পড়ে যাওয়া শুভ লক্ষ্মণ নয়।
রোজকার কাজ করার সময় হাত থেকে কিছু না কিছু পড়ে যায় সবার। তবে কিছু জিনিস হাত থেকে পড়ে যাওয়া মানে বিপদ আসছে বলে বুঝতে হবে। এমনটাই জানাচ্ছেন ভোপালের জ্যোতিষী ও পন্ডিত হিতেন্দ্র কুমার শর্মা। তিনি বলছেন, জল ভর্তি গ্লাস হাত থেকে পড়ে যাওয়া শুভ লক্ষ্মণ নয়।
advertisement
2/5
শাস্ত্রমতে, হাত থেকে ভোজ্য তেল পড়ে যাওয়া মানে ঋণের বোঝা বাড়তে পারে।
শাস্ত্রমতে, হাত থেকে ভোজ্য তেল পড়ে যাওয়া মানে ঋণের বোঝা বাড়তে পারে।
advertisement
3/5
হাত থেকে চাল পড়ে যাওয়া মানে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে খুব শিগগির।
হাত থেকে চাল পড়ে যাওয়া মানে আর্থিক সমস্যার মুখোমুখি হতে হবে খুব শিগগির।
advertisement
4/5
হাত থেকে নুন পড়ে যাওয়া একেবারেই ভাল লক্ষ্মণ নয়। এমনটা হলে বুঝতে হবে আপনার কোনও হওয়া কাজ এবার আটকে যেতে পারে।
হাত থেকে নুন পড়ে যাওয়া একেবারেই ভাল লক্ষ্মণ নয়। এমনটা হলে বুঝতে হবে আপনার কোনও হওয়া কাজ এবার আটকে যেতে পারে।
advertisement
5/5
হাত থেকে গোলমরিচ পড়ে গেলে বুঝতে হবে, সম্পর্কে টানাপোড়েন হতে পারে। কোনও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তবে বলে রাখা ভাল, এই প্রতিবেদনের প্রতিটি কথা বিশ্বাস করতে  পাঠককে বাধ্য করে না News18 Bangla. পাঠক নিজ দায়িত্বে প্রতিবেদন পড়বেন বলেই আমরা আশা রাখি।
হাত থেকে গোলমরিচ পড়ে গেলে বুঝতে হবে, সম্পর্কে টানাপোড়েন হতে পারে। কোনও প্রিয়জনের সঙ্গে সম্পর্কের অবনতি হতে পারে। তবে বলে রাখা ভাল, এই প্রতিবেদনের প্রতিটি কথা বিশ্বাস করতে পাঠককে বাধ্য করে না News18 Bangla. পাঠক নিজ দায়িত্বে প্রতিবেদন পড়বেন বলেই আমরা আশা রাখি।
advertisement
advertisement
advertisement