Husband Wife Vastu Tips: স্বামীর কোন পাশে স্ত্রী ঘুমোলে সংসারে সুখশান্তি, অর্থাগম বজায় থাকে? জানুন জ্যোতিষীর সেরা বাস্তু টিপস

Last Updated:
Husband Wife Vastu Tips: স্বামীর কোন দিকে স্ত্রী ঘুমোলে সংসারে সুখশান্তি, অর্থাগম বজায় থাকে, এবিষয়ে আমাদের বিশদে জানাচ্ছেন ভোপালের জ্যোতিষী হিতেন্দ্র কুমার শর্মা৷
1/8
সংসারে সুখশান্তি, অর্থ সমাগম এমনকী, স্বামী-স্ত্রীয়ের সম্পর্কে উষ্ণতা বজায় রাখার জন্য বাড়ির বাস্তুগত পরিবেশ অত্যন্ত কার্যকরী৷ অন্তত তেমনটাই দাবি করে থাকেন জ্যোতিষ এবং বাস্তু বিশেষজ্ঞেরা৷
সংসারে সুখশান্তি, অর্থ সমাগম এমনকী, স্বামী-স্ত্রীয়ের সম্পর্কে উষ্ণতা বজায় রাখার জন্য বাড়ির বাস্তুগত পরিবেশ অত্যন্ত কার্যকরী৷ অন্তত তেমনটাই দাবি করে থাকেন জ্যোতিষ এবং বাস্তু বিশেষজ্ঞেরা৷
advertisement
2/8
স্বামী-স্ত্রীয়ের কোন দিকে মাথা করে ঘুমনো উচিত, স্বামীর কোন দিকে স্ত্রী ঘুমোলে সংসারে সুখশান্তি, অর্থাগম বজায় থাকে, এবিষয়ে আমাদের বিশদে জানাচ্ছেন ভোপালের জ্যোতিষী হিতেন্দ্র কুমার শর্মা৷
স্বামী-স্ত্রীয়ের কোন দিকে মাথা করে ঘুমনো উচিত, স্বামীর কোন দিকে স্ত্রী ঘুমোলে সংসারে সুখশান্তি, অর্থাগম বজায় থাকে, এবিষয়ে আমাদের বিশদে জানাচ্ছেন ভোপালের জ্যোতিষী হিতেন্দ্র কুমার শর্মা৷
advertisement
3/8
বাস্তুশাস্ত্র অনুসারে, স্বামী-স্ত্রীয়েরর ঘর দক্ষিণ দিকে মুখ করে থাকা উচিত। এছাড়াও, বিছানা হওয়া উচিত কাঠের। ভাঙা বিছানায় কখনওই কোনও দম্পতির ঘুমনো উচিত নয় বলে জানান তিনি৷ এছাড়াও, ঘরের দেওয়াল যেন হালকা রঙের হয়।
বাস্তুশাস্ত্র অনুসারে, স্বামী-স্ত্রীয়েরর ঘর দক্ষিণ দিকে মুখ করে থাকা উচিত। এছাড়াও, বিছানা হওয়া উচিত কাঠের। ভাঙা বিছানায় কখনওই কোনও দম্পতির ঘুমনো উচিত নয় বলে জানান তিনি৷ এছাড়াও, ঘরের দেওয়াল যেন হালকা রঙের হয়।
advertisement
4/8
বাস্তুশাস্ত্র অনুসারে স্ত্রীয়ের উচিত স্বামীর বাম দিকে ঘুমনো। স্ত্রীয়ের জন্য স্বামীর বাম পাশে ঘুমনো সবচেয়ে উত্তম। এটি বিবাহিত জীবনকে সুখী রাখে বলে মনে করা হয়। সেই সঙ্গে সমৃদ্ধিও বাড়ে।
বাস্তুশাস্ত্র অনুসারে স্ত্রীয়ের উচিত স্বামীর বাম দিকে ঘুমনো। স্ত্রীয়ের জন্য স্বামীর বাম পাশে ঘুমনো সবচেয়ে উত্তম। এটি বিবাহিত জীবনকে সুখী রাখে বলে মনে করা হয়। সেই সঙ্গে সমৃদ্ধিও বাড়ে।
advertisement
5/8
স্ত্রী যদি স্বামীর বাম পাশে ঘুমোয় তাহলে স্বামীর ভাগ্যও তাঁর অনুকূল থাকে। স্বামী দীর্ঘজীবী হন। তাঁর স্বাস্থ্যও ভাল থাকে। সম্পদ বৃদ্ধি পায়।
স্ত্রী যদি স্বামীর বাম পাশে ঘুমোয় তাহলে স্বামীর ভাগ্যও তাঁর অনুকূল থাকে। স্বামী দীর্ঘজীবী হন। তাঁর স্বাস্থ্যও ভাল থাকে। সম্পদ বৃদ্ধি পায়।
advertisement
6/8
পুরাণ অনুসারে, ভগবান শিব যখন অর্ধনারীশ্বরের রূপ ধারণ করেছিলেন, তখন তাঁর বাম শরীর থেকে মা পার্বতী আবির্ভূত হয়েছিলেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তাই স্ত্রীকে বাম অঙ্গের শক্তি বলা হয়ে থাকে।
পুরাণ অনুসারে, ভগবান শিব যখন অর্ধনারীশ্বরের রূপ ধারণ করেছিলেন, তখন তাঁর বাম শরীর থেকে মা পার্বতী আবির্ভূত হয়েছিলেন বলে জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তাই স্ত্রীকে বাম অঙ্গের শক্তি বলা হয়ে থাকে।
advertisement
7/8
এই কারণেই প্রতিটি শুভ কাজে স্ত্রী স্বামীর বাম পাশে বসেন। এছাড়াও, বিয়ের পরপরই, কনে বরের বাম পাশে বসে থাকেন, যার অর্থ তারা এখন স্বামী এবং স্ত্রী। এই কারণেই স্ত্রীয়ের তাঁর স্বামীর বাম পাশে ঘুমনো উচিত।
এই কারণেই প্রতিটি শুভ কাজে স্ত্রী স্বামীর বাম পাশে বসেন। এছাড়াও, বিয়ের পরপরই, কনে বরের বাম পাশে বসে থাকেন, যার অর্থ তারা এখন স্বামী এবং স্ত্রী। এই কারণেই স্ত্রীয়ের তাঁর স্বামীর বাম পাশে ঘুমনো উচিত।
advertisement
8/8
Disclaimer: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না। কোনও রকমের কুসংস্কার বা সংস্কারকে প্রশ্রয় দেওয়া নিউজ18 এর উদ্দেশ্য নয়৷
Disclaimer: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না। কোনও রকমের কুসংস্কার বা সংস্কারকে প্রশ্রয় দেওয়া নিউজ18 এর উদ্দেশ্য নয়৷
advertisement
advertisement
advertisement