How to Be Happy: কপালে সুখের স্বর্গ না চরম দুঃখ! কী ভাবে সুখী হবেন? অতি সহজেই ভাগ্য যাচাই করুন...
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
How to Be Happy: সুখের চাবিকাঠি খুঁজতে গিয়ে বারবারই হোঁচট খেতে হয় অনেককে। কিন্তু প্রাচীন জ্যোতিষশাস্ত্র ব্যাখ্যা দিয়েছে এই সুখের গতিপথের।
advertisement
আর জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সুখ পেতে হলে আপনাকে শুধুমাত্র চন্দ্রের কাছ থেকেই তা পেতে হবে। তবে সুখের জন্য শুক্রের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুন্ডলীতে সমস্ত গ্রহ এবং সমস্ত প্রকৃতি আলাদা আলাদাভাবে সুখের জন্য দেখা হয়। হস্তরেখাতে, হাতের রং থেকে সুখ-স্থিতি দেখা হয়। এ ছাড়া সুখের বিষয়ে লেখা থাকে আপনার মস্তকে।
advertisement
advertisement
অন্যদিকে রাহু যদি খারাপ হয়, সেক্ষেত্রে সুস্বাস্থ্য বাধাপ্রাপ্ত হয়। স্বাস্থ্যের সুখ অধরা থেকে যায়। প্রতিনিয়ত সমস্যা লেগেই থাকে। এর ফলে বেশি স্বাস্থ্যের সমস্যা দেখা দেয়, ভাল স্বাস্থ্য হওয়া সত্ত্বেও অনেক সময়ে স্বাস্থ্য খারাপের মানসিক ভ্রম তৈরি হয়। শনির কারণে স্বাস্থ্যজনিত স্বাচ্ছন্দ লম্বা সময় পর্যন্ত বাধাপ্রাপ্ত হয়।
advertisement
advertisement
চাকরি এবং রোজগারের সুখ: আপনি হয়তো বুঝে উঠতে পারছেন না চাকরি পেতে কেন এতো সমস্যা হচ্ছে। কিম্বা পেয়েও কেন চলে যাচ্ছে চাকরি? আসলে জ্যোতিষশাস্ত্র মতে, চাকরি এবং রোজগারের সুখ শনি থেকে পাওয়া যায় অথবা বৃহস্পতি থেকে। দুটোর মধ্যে যে কোনও একটি যদি মজবুত হয়, তাহলে রোজগারের সমস্যা থাকে না। যদি দুটোই কমজোর হয় তাহলে রোজগারের জন্য ঠোক্কর খেতে হয়। যদি শনি খারাপ থাকে চাকরি পাওয়া যায় না, পেলেও চাকরি চলে যায়,স্থিরতা থাকে না।
advertisement
advertisement
advertisement
বিবাহ এবং বৈবাহিক জীবনের সুখ অনেকের আবার বিবাহ ক্ষেত্রে বাধা আসে বার বার। আসলে বিবাহ এবং বৈবাহিক জীবন মহিলাদের সুখের জন্য বৃহস্পতি দায়ী। পুরুষদের বৈবাহিক সুখের জন্য দায়ী থাকে চন্দ্র এবং শুক্র। সব মিলিয়ে বৈবাহিক সুখ শুক্র থেকে নিয়ন্ত্রিত হয়। বৈবাহিক সুখ কিন্তু সবচেয়ে বেশি বাধাপ্রাপ্ত হয় শুক্র ও মঙ্গল খারাপ হলে। এ ছাড়া বৃহস্পতি যদি খারাপ হয় তাহলে বিয়েই হয় না।
advertisement