Zodiac Sign: পছন্দের মানুষটি কাছাকাছি এলে কেমন হয় আপনার ব্যবহার? রাশি দেখে মিলিয়ে নিন

Last Updated:
রা মূলত হাসিখুশি ও মজাদার প্রকৃতির হয়। পছন্দের মানুষের সামনেও তাদের ব্যবহার একইরকম থাকে।
1/13
পছন্দের মানুষটি কাছাকাছি এলে কেমন হয় আপনার ব্যবহার? জন্ম তারিখ অনুযায়ী আপনার রাশি বলে দেবে আপনার চরিত্র কিংবা আপনার তাৎক্ষনিক প্রতিক্রিয়া।
পছন্দের মানুষটি কাছাকাছি এলে কেমন হয় আপনার ব্যবহার? জন্ম তারিখ অনুযায়ী আপনার রাশি বলে দেবে আপনার চরিত্র কিংবা আপনার তাৎক্ষনিক প্রতিক্রিয়া।
advertisement
2/13
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। এই রাশির জাতকেরা ভালোবাসার ক্ষেত্রে খুবই আত্মবিশ্বাসী এবং সাহসী হয়। এরা রহস্য পছন্দ করে না এবং জানে পছন্দের মানুষকে কখন, কি বলতে হবে।
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। এই রাশির জাতকেরা ভালোবাসার ক্ষেত্রে খুবই আত্মবিশ্বাসী এবং সাহসী হয়। এরা রহস্য পছন্দ করে না এবং জানে পছন্দের মানুষকে কখন, কি বলতে হবে।
advertisement
3/13
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। ভালোবাসার ক্ষেত্রে বৃষ রাশির অধিপতি শুক্র। এরা পছন্দের মানুষের কাছাকাছি এলে ব্লাশ করেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজই চিনিয়ে দেবে পছন্দের মানুষকে।
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। ভালোবাসার ক্ষেত্রে বৃষ রাশির অধিপতি শুক্র। এরা পছন্দের মানুষের কাছাকাছি এলে ব্লাশ করেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজই চিনিয়ে দেবে পছন্দের মানুষকে।
advertisement
4/13
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এই রাশির অধিকারীরা ইমোশনের ব্যাপারে খুব চাপা প্রকৃতির হয়। ফলে পছন্দের মানুষের কাছাকাছি এলে বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরে যথেষ্ট উত্তেজিত থাকেন।
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এই রাশির অধিকারীরা ইমোশনের ব্যাপারে খুব চাপা প্রকৃতির হয়। ফলে পছন্দের মানুষের কাছাকাছি এলে বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরে যথেষ্ট উত্তেজিত থাকেন।
advertisement
5/13
কর্কট (Cancer): জুন২১- জুলাই ২২। কর্কট রাশির মানুষেরা সাধারণত দূর থেকেই তাদের ভালোবাসার মানুষকে পছন্দ করেন। এমনকি বহু চেষ্টা করে সামনে থেকে কথা বলতে গেলে নিজেরাই বিব্রতবোধ করেন।
কর্কট (Cancer): জুন২১- জুলাই ২২। কর্কট রাশির মানুষেরা সাধারণত দূর থেকেই তাদের ভালোবাসার মানুষকে পছন্দ করেন। এমনকি বহু চেষ্টা করে সামনে থেকে কথা বলতে গেলে নিজেরাই বিব্রতবোধ করেন।
advertisement
6/13
সিংহ (Leo): জুলাই ২৩- অগস্ট ২২। এরা মূলত হাসিখুশি ও মজাদার প্রকৃতির হয়। পছন্দের মানুষের সামনেও তাদের ব্যবহার একইরকম থাকে।
সিংহ (Leo): জুলাই ২৩- অগস্ট ২২। এরা মূলত হাসিখুশি ও মজাদার প্রকৃতির হয়। পছন্দের মানুষের সামনেও তাদের ব্যবহার একইরকম থাকে।
advertisement
7/13
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। কন্যা রাশির মানুষেরা সাধারণত খুঁটিয়ে তাদের ক্রাশকে লক্ষ্য করেন। খুব ছোটখাটো বিষয়েও সাবধানী হন। পছন্দের মানুষটি কাছাকাছি থাকলে অল্প সময়ও নষ্ট করেন না।
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। কন্যা রাশির মানুষেরা সাধারণত খুঁটিয়ে তাদের ক্রাশকে লক্ষ্য করেন। খুব ছোটখাটো বিষয়েও সাবধানী হন। পছন্দের মানুষটি কাছাকাছি থাকলে অল্প সময়ও নষ্ট করেন না।
advertisement
8/13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। ভালোবাসার ক্ষেত্রে তুলা রাশির মানুষেরা দায়িত্ব নিতে, সময় দিতে পছন্দ করেন।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। ভালোবাসার ক্ষেত্রে তুলা রাশির মানুষেরা দায়িত্ব নিতে, সময় দিতে পছন্দ করেন।
advertisement
9/13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তীব্র আবেগপ্রবণ এবং রোমান্টিক স্বভাবের হয়ে থাকেন। পছন্দের মানুষের সাথে তারা অন্তরঙ্গ সময় কাটাতে পছন্দ করেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তীব্র আবেগপ্রবণ এবং রোমান্টিক স্বভাবের হয়ে থাকেন। পছন্দের মানুষের সাথে তারা অন্তরঙ্গ সময় কাটাতে পছন্দ করেন।
advertisement
10/13
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। এই রাশির মানুষেরা স্বাধীনচেতা হন এবং সবসময় নতুন কিছুর খোঁজ করেন। ফলে খুব দ্রুত তাদের পছন্দের মানুষ পরিবর্তিত হতে থাকে।
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। এই রাশির মানুষেরা স্বাধীনচেতা হন এবং সবসময় নতুন কিছুর খোঁজ করেন। ফলে খুব দ্রুত তাদের পছন্দের মানুষ পরিবর্তিত হতে থাকে।
advertisement
11/13
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এরা সাধারণত প্রাইভেসি রাখতে পছন্দ করেন। এছাড়াও অনেক সময় ধরে কথা বলা, পছন্দের টেক্সট করা এসব তাদের পছন্দের বিষয়।
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এরা সাধারণত প্রাইভেসি রাখতে পছন্দ করেন। এছাড়াও অনেক সময় ধরে কথা বলা, পছন্দের টেক্সট করা এসব তাদের পছন্দের বিষয়।
advertisement
12/13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাজুক প্রকৃতির হয়, মনের কথা প্রকাশ করতে অনেক সময় নিয়ে থাকেন। তবে লাজুক হলেও সম্পর্কের ক্ষেত্রে তারাই প্রথম পদক্ষেপ নিতে পছন্দ করেন।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাজুক প্রকৃতির হয়, মনের কথা প্রকাশ করতে অনেক সময় নিয়ে থাকেন। তবে লাজুক হলেও সম্পর্কের ক্ষেত্রে তারাই প্রথম পদক্ষেপ নিতে পছন্দ করেন।
advertisement
13/13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। মীন রাশির অধিকারীরা জন্মগতভাবেই রোমান্টিক হন। তাদের পছন্দের মানুষকে সবসময় স্পেশাল ফিল করান এবং ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট স্বপ্ন দেখাতে পারেন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। মীন রাশির অধিকারীরা জন্মগতভাবেই রোমান্টিক হন। তাদের পছন্দের মানুষকে সবসময় স্পেশাল ফিল করান এবং ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট স্বপ্ন দেখাতে পারেন।
advertisement
advertisement
advertisement