পছন্দের মানুষটি কাছাকাছি এলে কেমন হয় আপনার ব্যবহার? জন্ম তারিখ অনুযায়ী আপনার রাশি বলে দেবে আপনার চরিত্র কিংবা আপনার তাৎক্ষনিক প্রতিক্রিয়া।
2/ 13
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। এই রাশির জাতকেরা ভালোবাসার ক্ষেত্রে খুবই আত্মবিশ্বাসী এবং সাহসী হয়। এরা রহস্য পছন্দ করে না এবং জানে পছন্দের মানুষকে কখন, কি বলতে হবে।
3/ 13
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। ভালোবাসার ক্ষেত্রে বৃষ রাশির অধিপতি শুক্র। এরা পছন্দের মানুষের কাছাকাছি এলে ব্লাশ করেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজই চিনিয়ে দেবে পছন্দের মানুষকে।
4/ 13
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এই রাশির অধিকারীরা ইমোশনের ব্যাপারে খুব চাপা প্রকৃতির হয়। ফলে পছন্দের মানুষের কাছাকাছি এলে বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরে যথেষ্ট উত্তেজিত থাকেন।
5/ 13
কর্কট (Cancer): জুন২১- জুলাই ২২। কর্কট রাশির মানুষেরা সাধারণত দূর থেকেই তাদের ভালোবাসার মানুষকে পছন্দ করেন। এমনকি বহু চেষ্টা করে সামনে থেকে কথা বলতে গেলে নিজেরাই বিব্রতবোধ করেন।
6/ 13
সিংহ (Leo): জুলাই ২৩- অগস্ট ২২। এরা মূলত হাসিখুশি ও মজাদার প্রকৃতির হয়। পছন্দের মানুষের সামনেও তাদের ব্যবহার একইরকম থাকে।
7/ 13
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। কন্যা রাশির মানুষেরা সাধারণত খুঁটিয়ে তাদের ক্রাশকে লক্ষ্য করেন। খুব ছোটখাটো বিষয়েও সাবধানী হন। পছন্দের মানুষটি কাছাকাছি থাকলে অল্প সময়ও নষ্ট করেন না।
8/ 13
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। ভালোবাসার ক্ষেত্রে তুলা রাশির মানুষেরা দায়িত্ব নিতে, সময় দিতে পছন্দ করেন।
9/ 13
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তীব্র আবেগপ্রবণ এবং রোমান্টিক স্বভাবের হয়ে থাকেন। পছন্দের মানুষের সাথে তারা অন্তরঙ্গ সময় কাটাতে পছন্দ করেন।
10/ 13
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। এই রাশির মানুষেরা স্বাধীনচেতা হন এবং সবসময় নতুন কিছুর খোঁজ করেন। ফলে খুব দ্রুত তাদের পছন্দের মানুষ পরিবর্তিত হতে থাকে।
11/ 13
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এরা সাধারণত প্রাইভেসি রাখতে পছন্দ করেন। এছাড়াও অনেক সময় ধরে কথা বলা, পছন্দের টেক্সট করা এসব তাদের পছন্দের বিষয়।
12/ 13
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাজুক প্রকৃতির হয়, মনের কথা প্রকাশ করতে অনেক সময় নিয়ে থাকেন। তবে লাজুক হলেও সম্পর্কের ক্ষেত্রে তারাই প্রথম পদক্ষেপ নিতে পছন্দ করেন।
13/ 13
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। মীন রাশির অধিকারীরা জন্মগতভাবেই রোমান্টিক হন। তাদের পছন্দের মানুষকে সবসময় স্পেশাল ফিল করান এবং ভবিষ্যৎ সম্পর্কে সুস্পষ্ট স্বপ্ন দেখাতে পারেন।
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। এই রাশির জাতকেরা ভালোবাসার ক্ষেত্রে খুবই আত্মবিশ্বাসী এবং সাহসী হয়। এরা রহস্য পছন্দ করে না এবং জানে পছন্দের মানুষকে কখন, কি বলতে হবে।
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। ভালোবাসার ক্ষেত্রে বৃষ রাশির অধিপতি শুক্র। এরা পছন্দের মানুষের কাছাকাছি এলে ব্লাশ করেন। তাদের বডি ল্যাঙ্গুয়েজই চিনিয়ে দেবে পছন্দের মানুষকে।
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এই রাশির অধিকারীরা ইমোশনের ব্যাপারে খুব চাপা প্রকৃতির হয়। ফলে পছন্দের মানুষের কাছাকাছি এলে বাইরে থেকে কিছু বোঝা না গেলেও ভেতরে যথেষ্ট উত্তেজিত থাকেন।
কর্কট (Cancer): জুন২১- জুলাই ২২। কর্কট রাশির মানুষেরা সাধারণত দূর থেকেই তাদের ভালোবাসার মানুষকে পছন্দ করেন। এমনকি বহু চেষ্টা করে সামনে থেকে কথা বলতে গেলে নিজেরাই বিব্রতবোধ করেন।
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। কন্যা রাশির মানুষেরা সাধারণত খুঁটিয়ে তাদের ক্রাশকে লক্ষ্য করেন। খুব ছোটখাটো বিষয়েও সাবধানী হন। পছন্দের মানুষটি কাছাকাছি থাকলে অল্প সময়ও নষ্ট করেন না।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। বৃশ্চিক রাশির জাতক-জাতিকারা তীব্র আবেগপ্রবণ এবং রোমান্টিক স্বভাবের হয়ে থাকেন। পছন্দের মানুষের সাথে তারা অন্তরঙ্গ সময় কাটাতে পছন্দ করেন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। এই রাশির মানুষেরা স্বাধীনচেতা হন এবং সবসময় নতুন কিছুর খোঁজ করেন। ফলে খুব দ্রুত তাদের পছন্দের মানুষ পরিবর্তিত হতে থাকে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এরা সাধারণত প্রাইভেসি রাখতে পছন্দ করেন। এছাড়াও অনেক সময় ধরে কথা বলা, পছন্দের টেক্সট করা এসব তাদের পছন্দের বিষয়।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। কুম্ভ রাশির জাতক-জাতিকারা অত্যন্ত লাজুক প্রকৃতির হয়, মনের কথা প্রকাশ করতে অনেক সময় নিয়ে থাকেন। তবে লাজুক হলেও সম্পর্কের ক্ষেত্রে তারাই প্রথম পদক্ষেপ নিতে পছন্দ করেন।