Surya Gochar 2024: হাতে সময় আর কিছু দিন, সূর্য গোচরে লাভের চুড়োয় তিন রাশি! প্রতি পদে মিলবে সাফল্য, চূর্ণ-বিচূর্ণ হবে দুঃসময়

Last Updated:
গ্রহের রাজা বলা হয় সূর্যকে। সূর্য একটা পর্যায় পর রাশি পরিবর্তন করে থাকেন। এই রাশি পরিবর্তন ১২ রাশির জাতক/জাতিকাদের উপরেই পড়ে।
1/6
গ্রহের রাজা বলা হয় সূর্যকে। সূর্য একটা পর্যায় পর রাশি পরিবর্তন করে থাকেন। এই রাশি পরিবর্তন ১২ রাশির জাতক/জাতিকাদের উপরেই পড়ে। প্রতীকী ছবি
গ্রহের রাজা বলা হয় সূর্যকে। সূর্য একটা পর্যায় পর রাশি পরিবর্তন করে থাকেন। এই রাশি পরিবর্তন ১২ রাশির জাতক/জাতিকাদের উপরেই পড়ে। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আগামী ১৫ ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করতে চলেছেন। বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব। আসুন জেনে নেওয়া যাক ধনু রাশিতে প্রবেশের ফলে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে খুশির হাওয়া। প্রতীকী ছবি
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, আগামী ১৫ ডিসেম্বর সূর্য রাশি পরিবর্তন করতে চলেছেন। বৃশ্চিক রাশি থেকে ধনু রাশিতে প্রবেশ করতে চলেছেন সূর্যদেব। আসুন জেনে নেওয়া যাক ধনু রাশিতে প্রবেশের ফলে কোন কোন রাশির জীবনে আসতে চলেছে খুশির হাওয়া। প্রতীকী ছবি
advertisement
3/6
মেষ রাশিএই রাশির জাতক/জাতিকাদের ভাগ্যের পূর্ণ সাহায্য পাবেন। লম্বা সময় ধরে কোনও আটকে থাকা কাজ পূর্ণ হবে। আধ্যাত্মিকভাবে নিজেকে খুঁজে পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ভাল ফল পাবেন। কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। ভাগ্য আপনার সঙ্গে থাকায় সমস্ত কাজ নির্দ্বিধায় সম্পন্ন হবে। প্রেমের সম্পর্ক সুন্দর কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল কাটবে। প্রতীকী ছবি
মেষ রাশিএই রাশির জাতক/জাতিকাদের ভাগ্যের পূর্ণ সাহায্য পাবেন। লম্বা সময় ধরে কোনও আটকে থাকা কাজ পূর্ণ হবে। আধ্যাত্মিকভাবে নিজেকে খুঁজে পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ভাল ফল পাবেন। কাজের সূত্রে দূরে কোথাও যেতে হতে পারে। আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে। ভাগ্য আপনার সঙ্গে থাকায় সমস্ত কাজ নির্দ্বিধায় সম্পন্ন হবে। প্রেমের সম্পর্ক সুন্দর কাটবে। জীবনসঙ্গীর সঙ্গে ভাল কাটবে। প্রতীকী ছবি
advertisement
4/6
ধনু রাশিএই রাশির জাতক/জাতিকাদের জন্য সূর্য গোচর সুন্দর সময় বয়ে নিয়ে আসবে। কেরিয়ারের ক্ষেত্রে এই রাশির জাতক/জাতিকারা প্রতি পদে ভাগ্যের সাহায্য লাভ করবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক স্থিতি মজবুত হবে। আয়ের নতুন উৎস খুলবে। প্রেমের সম্পর্ক ভাল কাটবে। এছাড়াও এই সময় স্বাস্থ্য ভাল থাকবে এই রাশির জাতক/জাতিকাদের। প্রতীকী ছবি
ধনু রাশিএই রাশির জাতক/জাতিকাদের জন্য সূর্য গোচর সুন্দর সময় বয়ে নিয়ে আসবে। কেরিয়ারের ক্ষেত্রে এই রাশির জাতক/জাতিকারা প্রতি পদে ভাগ্যের সাহায্য লাভ করবেন। মান-সম্মান বৃদ্ধি পাবে। আর্থিক স্থিতি মজবুত হবে। আয়ের নতুন উৎস খুলবে। প্রেমের সম্পর্ক ভাল কাটবে। এছাড়াও এই সময় স্বাস্থ্য ভাল থাকবে এই রাশির জাতক/জাতিকাদের। প্রতীকী ছবি
advertisement
5/6
বৃশ্চিক রাশিএই রাশির জাতক/জাতিকাদের সূর্যের রাশি পরিবর্তনে ভাগ্যোদয় হতে চলেছে। এই সময়ে বৃশ্চিক রাশির সব বিষয়েই খুব লাভের সম্ভাবনা রয়েছে। নিজের কার্যক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন জাতক/জাতিকারা। ফলে সফল হবেন। ব্যবসায় অংশীদারের ফলে লাভের মুখ দেখবেন। আর্থিক বিষয় মজবুত হবে। এছাড়াও ধন সঞ্চয় করতে সমর্থ হবেন। স্বাস্থ্য ভাল থাকবে এই সময়। প্রতীকী ছবি
বৃশ্চিক রাশিএই রাশির জাতক/জাতিকাদের সূর্যের রাশি পরিবর্তনে ভাগ্যোদয় হতে চলেছে। এই সময়ে বৃশ্চিক রাশির সব বিষয়েই খুব লাভের সম্ভাবনা রয়েছে। নিজের কার্যক্ষেত্রে কঠোর পরিশ্রমের ফল পাবেন জাতক/জাতিকারা। ফলে সফল হবেন। ব্যবসায় অংশীদারের ফলে লাভের মুখ দেখবেন। আর্থিক বিষয় মজবুত হবে। এছাড়াও ধন সঞ্চয় করতে সমর্থ হবেন। স্বাস্থ্য ভাল থাকবে এই সময়। প্রতীকী ছবি
advertisement
6/6
জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা পাবেন এবার ৷ এরফলে সমস্ত কাজে সাফল্য পাবেন ৷ হাতে আসতে চলেছে টাকা পয়সা ৷ প্রতীকী ছবি ৷
জীবনসঙ্গীর সম্পূর্ণ সহযোগিতা পাবেন এবার ৷ এরফলে সমস্ত কাজে সাফল্য পাবেন ৷ হাতে আসতে চলেছে টাকা পয়সা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement