Shani Gochar 2024: পাঁচ দিনেই খেলা ঘুরবে, শনির নক্ষত্র পরিবর্তনে ফুলে ফেঁপে উঠবে তিন রাশি, পদ-প্রতিষ্ঠায় হবে বিশ্বজয়!

Last Updated:
কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন বছর। আর এই ২০২৪-এর শেষে বেশ কিছু গ্রহ গোচরের দেখা পাওয়া যাবে।
1/6
কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন বছর। আর এই ২০২৪-এর শেষে বেশ কিছু গ্রহ গোচরের দেখা পাওয়া যাবে। এই পর্যায়ে কর্মফলদাতা ন্যায়ধীশ এবং দণ্ডদাতা শনি ২৭ ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। প্রতীকী ছবি
কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে নতুন বছর। আর এই ২০২৪-এর শেষে বেশ কিছু গ্রহ গোচরের দেখা পাওয়া যাবে। এই পর্যায়ে কর্মফলদাতা ন্যায়ধীশ এবং দণ্ডদাতা শনি ২৭ ডিসেম্বর পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। প্রতীকী ছবি
advertisement
2/6
এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার, শনি কোনও এক রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকে অন্যদিকে, নক্ষত্রে ১ বছর পর্যন্ত থাকে। শনি অত্যন্ত মন্থর গতিতে চলে ফলে এর শুভ এবং অশুভ প্রভাব প্রতিটি রাশির উপরেই পড়ে। দেখে নেওয়া যাক ২৭ ডিসেম্বর শনির নক্ষত্র প্রবেশে কোন কোন প্রভাব নজরে আসবে। প্রতীকী ছবি
এই প্রসঙ্গে জ্যোতিষ শাস্ত্রী হিতেন্দ্র কুমার, শনি কোনও এক রাশিতে আড়াই বছর পর্যন্ত থাকে অন্যদিকে, নক্ষত্রে ১ বছর পর্যন্ত থাকে। শনি অত্যন্ত মন্থর গতিতে চলে ফলে এর শুভ এবং অশুভ প্রভাব প্রতিটি রাশির উপরেই পড়ে। দেখে নেওয়া যাক ২৭ ডিসেম্বর শনির নক্ষত্র প্রবেশে কোন কোন প্রভাব নজরে আসবে। প্রতীকী ছবি
advertisement
3/6
মেষ রাশিমেষ রাশির জন্য শনির নক্ষত্র পরিবর্তন ভাল হবে। চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। আপনার কাজ সকলের নজরে আসবে। বেকারদের কাজের সুযোগ। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে। ভাই-বোনের পূর্ণ সহযোগিতা পাবেন। বিদেশে যারা থাকেন তাঁরা ভাল মুনাফা পাবেন। আপনার ভাল কাজের ফল শনিদেব এই সময় দেবেন। প্রতীকী ছবি
মেষ রাশি
মেষ রাশির জন্য শনির নক্ষত্র পরিবর্তন ভাল হবে। চাকরির ক্ষেত্রে প্রমোশনের যোগ রয়েছে। আপনার কাজ সকলের নজরে আসবে। বেকারদের কাজের সুযোগ। মা-বাবার সঙ্গে ভাল সময় কাটবে। ভাই-বোনের পূর্ণ সহযোগিতা পাবেন। বিদেশে যারা থাকেন তাঁরা ভাল মুনাফা পাবেন। আপনার ভাল কাজের ফল শনিদেব এই সময় দেবেন। প্রতীকী ছবি
advertisement
4/6
তুলা রাশিতুলা রাশির জন্য এই সময় কেরিয়ারে দারুণ উন্নতি ঘটবে। পড়াশুনাতে কোনও বাধা দূর হবে। বিশেষ করে স্কুল বা কলেজে যারা আছেন তাঁদের জন্য ভাল খবর অপেক্ষা করছে। আপনার কাজের প্রশংসা করবেন সকলে। অর্থের সমস্যা দূর হবে। শনিদেব আপনার পরিশ্রমের ফল দেবেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন এই সময়ে। প্রতীকী ছবি
তুলা রাশি
তুলা রাশির জন্য এই সময় কেরিয়ারে দারুণ উন্নতি ঘটবে। পড়াশুনাতে কোনও বাধা দূর হবে। বিশেষ করে স্কুল বা কলেজে যারা আছেন তাঁদের জন্য ভাল খবর অপেক্ষা করছে। আপনার কাজের প্রশংসা করবেন সকলে। অর্থের সমস্যা দূর হবে। শনিদেব আপনার পরিশ্রমের ফল দেবেন। আপনি আপনার লক্ষ্যে পৌঁছবেন এই সময়ে। প্রতীকী ছবি
advertisement
5/6
কুম্ভ রাশিকুম্ভ রাশির শনির এই নক্ষত্র গোচর ভাল ফল দেবে, আপনার মনের চাপ শেষ হবে এই সময়। বহুদিন ধরে থমকে থাকা কোনও কাজ এবার পূর্ণ হবে। যদি আপনি কোনও কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনি ভাল মুনাফা করবেন। বৈবাহিক জীবন ভাল কাটবে। শিল্পীদের সুনাম বৃদ্ধি হবে। প্রতীকী ছবি
কুম্ভ রাশি
কুম্ভ রাশির শনির এই নক্ষত্র গোচর ভাল ফল দেবে, আপনার মনের চাপ শেষ হবে এই সময়। বহুদিন ধরে থমকে থাকা কোনও কাজ এবার পূর্ণ হবে। যদি আপনি কোনও কিছুতে বিনিয়োগ করেন তাহলে আপনি ভাল মুনাফা করবেন। বৈবাহিক জীবন ভাল কাটবে। শিল্পীদের সুনাম বৃদ্ধি হবে। প্রতীকী ছবি
advertisement
6/6
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
advertisement
advertisement
advertisement