Saturn Nakshatra Gochar 2024: আগামী মাসেই শনির নক্ষত্র পরিবর্তন, টাকা থেকে পদ-প্রতিষ্ঠায় মালামাল তিন রাশি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
ন্যায়ের দেবতা শনি এক সময় অন্তর নিজের রাশি পরিবর্তন করে থাকেন, অনেক সময় তিনি নক্ষত্রও পরিবর্তন করে থাকেন।
advertisement
advertisement
বৃষ রাশিপূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই এই রাশির জাতক/জাতিকাদের জীবনে খুশির জোয়ার আসতে চলেছে। এই সময় যেকোনো অপূর্ণ কাজ পূর্ণ হওয়ার সময় উপস্থিত হবে। এছাড়াও আপনার প্রেমের সময় ভাল কাটবে। আপনার জীবনে বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করা যাবে। কর্মস্থলে আপনার সবাই প্রশংসা করবে। এছাড়াও এই সময় কর্মে পদোন্নতি ছাড়াও বেতনবৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। প্রতীকী ছবি
advertisement
মকর রাশিএই রাশির জাতক/জাতিকাদের ক্ষেত্রে এই সময়টা মোটের উপর বেশ সুখের যাবে। এই রাশির জাতক/জাতিকারা লম্বা সময় ধরে কোনও না হওয়া কাজ শেষ করতে সক্ষম হবেন। মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে সফলতা লাভ হবে। পরিবারের সঙ্গে সময় কাটাতে পারবেন। জীবনে অনেকদিন ধরে আসা বাধা বিপত্তি কেটে যাবে। চাকরিজীবীদের ক্ষেত্রে এই সময় সুখের কাটবে। ব্যবসায় লাভের যোগ রয়েছে। প্রতীকী ছবি
advertisement
advertisement


