Ketu Gochar: হাতে সময় আর একদিন, তারপরেই কেতু বদলাবে নিজের চাল, তিন রাশির জীবনে হতে চলেছে ভাগ্যোদয়
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
জ্যোতিষ শাস্ত্র মতে রাহু এবং কেতুকে ছায়া গ্রহ বলা হয়। এই দুই গ্রহের প্রভাব যেকোনো জাতক/জাতিকার জীবনে দুর্ভোগ বয়ে আনতে পারে। রাহু এবং কেতু প্রতি ১৮ মাস অন্তর রাশি পরিবর্তন করে থাকে। এই রাশি পরিবর্তন বিভিন্ন রাশির জাতক/জাতিকাদের উপরেও নানান ভাবে প্রভাব ফেলে।
advertisement
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, বছরের একটা সময় কেতু নক্ষত্র পরিবর্তন করে থাকেন। আগামী ১০ নভেম্বর কেতু নক্ষত্র পরিবর্তন করতে চলেছেন। যার প্রভাব পড়তে চলেছে প্রতিটি রাশির উপরেই। আগামী ১০ নভেম্বর কেতু উত্তরাা ফাল্গুনী নক্ষত্রে পরিবর্তন করতে চলেছে। ফলে ১২ রাশির উপরেই প্রভাব পড়তে চলেছে। কিন্তু, এরমধ্যে তিন রাশির ভাগ্যে বিস্তর বদল আসতে চলেছে। প্রতীকী ছবি।
advertisement
ধনু রাশিধনু রাশির জাতক/জাতিকাদের কেতুর উত্তরা ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ লাভজনক হতে চলেছে। এই রাশির জাতক/জাতিকাদের জীবনে যাবতীয় সমস্যার সমাধান হতে চলেছে। সমস্ত বাধা বিঘ্ন শেষ হতে চলেছে। নতুন ব্যবসায় লাভ হতে পারে। কেতু আপনার কেরিয়ারে এবং ব্যবসায় নতুন দিশা দেবে। নতুন চাকরি, পদোন্নতির সঙ্গে বেতন বৃদ্ধির যোগও প্রবল। এছাড়াও এই রাশির জাতক/জাতিকাদের ব্যবসায় উন্নতির যোগ রয়েছে। আপনার তীক্ষ্ণ বুদ্ধি এবং বৌদ্ধিক ক্ষমতায় আপনি যেকোনো বাধা সহজেই অতিক্রম করতে পারবেন। প্রতীকী ছবি
advertisement
মকর রাশিএই রাশির জাতক/জাতিকাদের কেতুর নক্ষত্র পরিবর্তন জীবনে খুশির হাওয়া বয়ে আনবে। জীবনে চলতে থাকা সমস্যার সমাধান হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে আপনার লাভ হতে চলেছে। পরিবারের লম্বা সময় ধরে চলতে থাকা সমস্যার সমাধান হবে। ব্যবসার ক্ষেত্রে লাভের মুখ দেখবেন এই রাশির জাতক/জাতিকারা। আপনার ভিতরে বাড়তে থাকা মোহ শেষ করতে কেতু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রতীকী ছবি।
advertisement
কুম্ভ রাশিকেতুর উত্তর ফাল্গুনী নক্ষত্রে গোচর এই রাশির জীবনে খুবই লাভদায়ক হতে চলেছে। আপনার কথায় পরিবর্তন লক্ষ করা যাবে। শিক্ষা ক্ষেত্রে আপনার লাভ হতে চলেছে। পৈতৃক সম্পত্তি থেকে ধনলাভের যোগ রয়েছে। ধার্মিক স্থলে যাত্রার যোগ রয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে ভাল সময় কাটাতে পারবেন। জীবনে নেতিবাচক সময় কেটে যাবে। মামলা-মকদ্দমায় সফলতা পেতে পারেন। বিদেশ যাত্রার যোগ রয়েছে। প্রতীকী ছবি।


