Guru Mahadasha in Kundali: গুরুর মহাদশায় আপনিই রাজা! ১৬ বছরের জন্য অর্থের প্রাচুর্য, চরম সুখভোগ

Last Updated:
Strong Jupiter in Rashi: জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি শুভ গ্রহ এবং গুরু গ্রহ হিসেবে বিবেচিত হয়৷
1/6
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুণ্ডলীতে উপস্থিত গ্রহগুলি ১২টি রাশির উপর প্রভাব ফেলে৷ গ্রহের অবস্থান মানুষের জীবনে শুভ ও অশুভ উভয় দিক দিয়ে প্রভাব ফেলে। গ্রহের শুভ অবস্থান ইতিবাচক ফল দেয়, অন্যদিকে অশুভ অবস্থান নেতিবাচকতায় ফল দেয়৷ দেবগুরু বৃহস্পতি জন্মকুণ্ডলীতে শুভ অবস্থানে থাকলে ব্যক্তি প্রচুর অর্থ সম্পদ থাকে।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কুণ্ডলীতে উপস্থিত গ্রহগুলি ১২টি রাশির উপর প্রভাব ফেলে৷ গ্রহের অবস্থান মানুষের জীবনে শুভ ও অশুভ উভয় দিক দিয়ে প্রভাব ফেলে। গ্রহের শুভ অবস্থান ইতিবাচক ফল দেয়, অন্যদিকে অশুভ অবস্থান নেতিবাচকতায় ফল দেয়৷ দেবগুরু বৃহস্পতি জন্মকুণ্ডলীতে শুভ অবস্থানে থাকলে ব্যক্তি প্রচুর অর্থ সম্পদ থাকে।
advertisement
2/6
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি শুভ গ্রহ এবং গুরু গ্রহ হিসেবে বিবেচিত হয়৷ যদি কোরও বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকে তবে সেই ব্যক্তি ১৬ বছর বিলাসিতা উপভোগ করেন। এছাড়াও তিনি সুখী বিবাহিত জীবনের অধিকারী হন। বৃহস্পতির মহাদশায় কেমন হয় একজন ব্যক্তির জীবন, আবার বৃহস্পতির খারাপ অবস্থানেই বা কী হয়, জানুন৷
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি শুভ গ্রহ এবং গুরু গ্রহ হিসেবে বিবেচিত হয়৷ যদি কোরও বৃহস্পতি শক্তিশালী অবস্থানে থাকে তবে সেই ব্যক্তি ১৬ বছর বিলাসিতা উপভোগ করেন। এছাড়াও তিনি সুখী বিবাহিত জীবনের অধিকারী হন। বৃহস্পতির মহাদশায় কেমন হয় একজন ব্যক্তির জীবন, আবার বৃহস্পতির খারাপ অবস্থানেই বা কী হয়, জানুন৷
advertisement
3/6
যাদের কুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাদের জীবনে কখনও আর্থিক সংকট আসে না৷ একই সঙ্গে তাঁদের শিক্ষাক্ষেত্রেও উন্নতি হয়৷ তাঁরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাঁরা প্রচুর টাকা উপার্জন করেন৷
যাদের কুণ্ডলীতে বৃহস্পতি শুভ অবস্থানে থাকে তাদের জীবনে কখনও আর্থিক সংকট আসে না৷ একই সঙ্গে তাঁদের শিক্ষাক্ষেত্রেও উন্নতি হয়৷ তাঁরা আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। তাঁরা প্রচুর টাকা উপার্জন করেন৷
advertisement
4/6
বৃহস্পতির শুভ অবস্থানের জন্য সম্পদের সুখ, দাম্পত্য সুখ থাকে৷ প্রতিটি মানুষের জীবনে গ্রহের মহাদশা ও অন্তরদশার চলে। বৃহস্পতির মহাদশা একজন ব্যক্তির জীবনে ১৬ বছর স্থায়ী হয়। বৃহস্পতি যদি কুণ্ডলীতে শক্তিশালী অবস্থানে থাকে তবে সেই ব্যক্তির ভাগ্য খুবই ভাল হয়। তিনি অঢেল সম্পত্তি, সমৃদ্ধি ও সুখ ভোগ করেন।
বৃহস্পতির শুভ অবস্থানের জন্য সম্পদের সুখ, দাম্পত্য সুখ থাকে৷ প্রতিটি মানুষের জীবনে গ্রহের মহাদশা ও অন্তরদশার চলে। বৃহস্পতির মহাদশা একজন ব্যক্তির জীবনে ১৬ বছর স্থায়ী হয়। বৃহস্পতি যদি কুণ্ডলীতে শক্তিশালী অবস্থানে থাকে তবে সেই ব্যক্তির ভাগ্য খুবই ভাল হয়। তিনি অঢেল সম্পত্তি, সমৃদ্ধি ও সুখ ভোগ করেন।
advertisement
5/6
বৃহস্পতি ভাল থাকলে যেমন যশের সীমা থাকবে না, তেমনই বৃহস্পতির খারাপ অবস্থান হলে খুবই দুর্দশা হয়৷ কোনও ব্যক্তির যদি বৃহস্পতি অশুভ অবস্থানে থাকলে তবে সেই ব্যক্তির জীবনে অনেক সমস্যাও হয়৷ নানা ধরনের রোগে জর্জরিত থাকেন৷ এমনকী মারাত্মক রোগের শিকারও হতে পারেন। দাম্পত্য জীবনে বাধার সম্মুখীনও হয়।
বৃহস্পতি ভাল থাকলে যেমন যশের সীমা থাকবে না, তেমনই বৃহস্পতির খারাপ অবস্থান হলে খুবই দুর্দশা হয়৷ কোনও ব্যক্তির যদি বৃহস্পতি অশুভ অবস্থানে থাকলে তবে সেই ব্যক্তির জীবনে অনেক সমস্যাও হয়৷ নানা ধরনের রোগে জর্জরিত থাকেন৷ এমনকী মারাত্মক রোগের শিকারও হতে পারেন। দাম্পত্য জীবনে বাধার সম্মুখীনও হয়।
advertisement
6/6
বৃহস্পতির অবস্থান শক্তিশালী করতে চাইলে কী করতে হবে? বৃহস্পতিবার উপবাস করুন। বৃহস্পতি দেবের পুজো করুন।বৃহস্পতিবার স্নানের সময় জলে হলুদ মিশিয়ে নিন। এতে সৌভাগ্য বৃদ্ধি পায়। বৃহস্পতিবার মন্দিরে গিয়ে কলা গাছের পুজো করলেও শুভ ফল পাবেন। এই দিনে গরীব ও অভাবীকে গুড় ও হলুদ মিষ্টি দান করলে উপকার পাবেন। 
Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
বৃহস্পতির অবস্থান শক্তিশালী করতে চাইলে কী করতে হবে? বৃহস্পতিবার উপবাস করুন। বৃহস্পতি দেবের পুজো করুন।বৃহস্পতিবার স্নানের সময় জলে হলুদ মিশিয়ে নিন। এতে সৌভাগ্য বৃদ্ধি পায়। বৃহস্পতিবার মন্দিরে গিয়ে কলা গাছের পুজো করলেও শুভ ফল পাবেন। এই দিনে গরীব ও অভাবীকে গুড় ও হলুদ মিষ্টি দান করলে উপকার পাবেন। Disclamer: এই মতামত News18বাংলার নিজস্ব মত নয়৷ প্রচলিত ধারণার ভিত্তিতেই এই প্রতিবেদন৷ সঠিক ফল পেতে বিশেষজ্ঞের পরামর্শ নিন৷
advertisement
advertisement
advertisement