আগামী ২২ এপ্রিল ভোর ৫টা ৫৪ মিনিটে মেষ রাশিতে গোচর করবেন দেবগুরু বৃহস্পতি। আগামী ৪ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বক্রী হবেন এবং ৩১ ডিসেম্বর ২০২৩ সকাল ৮টা ১১ মিনিটে মার্গী অবস্থানে থাকবেন। বৃহস্পতির গোচরের ফলে রাশিচক্রের উপর নানা রকম প্রভাব পড়বে। দেখে নেওয়া যাক কোন রাশির উপর কেমন প্রভাব পড়বে ৷
মীন—এই রাশির দ্বিতীয় ঘরে বৃহস্পতির গমন আনন্দ নিয়ে আসবে। দামি বিলাস সামগ্রী জিনিস কেনা যেতে পারে। নিজের বাগ্মিতায় প্রতিকূল পরিস্থিতি জয় করা যাবে। স্বাস্থ্যের প্রতি সচেতন থাকতে হবে। কর্মক্ষেত্রে ষড়যন্ত্র হতে পারে। (প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷)