Saphala Ekadashi 2024: সফলা একাদশীতে ভুলেও তুলসী পাতা ছিঁড়বেন না, জীবনে অন্ধকার নেমে আসবে, ক্ষতি হবে মারাত্মক!
- Published by:Pooja Basu
- news18 bangla
Last Updated:
First Ekadashi of Year 2024: আজ সফলা একাদশী৷ চাকরিতে বাধা, ব্যবসায় লোকসান? এবছরের প্রথম একাদশী, ভগবান শ্রী বিষ্ণুকে নিবেদন করুন তুলসী ও ক্ষীর৷ জীবনের সব সমস্যা কাটবে৷
advertisement
সফলা একদশী নিয়ে অযোধ্যার জ্যোতিষী পণ্ডিত কল্কি রাম জানিয়েছে যে একাদশীর তিথিটি মূলত ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়৷ এই দিনে কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে দেবী লক্ষ্মীও সুপ্রসন্ন হন। এছাড়াও বাড়িতে দেবী লক্ষ্মী বিরাজ করেন। পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি, আজ, ৭জানুয়ারি দুপুর ১২.৪১ থেকে শুরু হচ্ছে। শেষ হচ্ছে কাল, ৮ জানুয়ারি দুপুর ১২.৪৬এ৷ ৭ জানুয়ারি সফলা একাদশীর উপোস হবে। এটাই এই বছরের প্রথম একাদশী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement