Feng Shui: অভাব কিছুতেই কাটছে না? মেনে চলুন ফেং শুইয়ের এই ৫ টিপস, জীবনে টাকার বৃষ্টি হবে

Last Updated:
1/6
আর্থিক অনটনে জীবন জেরবার? জলের মত টাকা খরচ হচ্ছে? আয়ের থেকে ব্যয় বেশি? চিন্তা করবেন না, এর সমাধান রয়েছে ফেংশুই-এ। ফেংশুই মতে, রোজের জীবনধারায় সামান্য কিছু অদল -বদল ঘটালেই অভাব ঘুঁচে যাবে, টাকায় জীবন ভরে উঠবে। জেনে নিন, ফেংশুই মতে জীবনে আর্থিক অনটন দূর করতে কী কী করা জরুরি--
আর্থিক অনটনে জীবন জেরবার? জলের মত টাকা খরচ হচ্ছে? আয়ের থেকে ব্যয় বেশি? চিন্তা করবেন না, এর সমাধান রয়েছে ফেংশুই-এ। ফেংশুই মতে, রোজের জীবনধারায় সামান্য কিছু অদল -বদল ঘটালেই অভাব ঘুঁচে যাবে, টাকায় জীবন ভরে উঠবে। জেনে নিন, ফেংশুই মতে জীবনে আর্থিক অনটন দূর করতে কী কী করা জরুরি--
advertisement
2/6
 অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখবেন না-- ঘরে প্রয়োজনের চেয়ে বেশি জিনিসপত্র থাকলে ইতিবাচক শক্তির প্রবাহ কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে কেরিয়ারে। ফেংশুইতে বলা হয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই ঘরে রাখুন। ঘরে বেশি জিনিস থাকলে চলাফেরার পথে বাধা পড়ে, যা অত্যন্ত অশুভ।
অপ্রয়োজনীয় জিনিস ঘরে রাখবেন না-- ঘরে প্রয়োজনের চেয়ে বেশি জিনিসপত্র থাকলে ইতিবাচক শক্তির প্রবাহ কমে যায়। এর সরাসরি প্রভাব পড়ে কেরিয়ারে। ফেংশুইতে বলা হয়েছে, শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসই ঘরে রাখুন। ঘরে বেশি জিনিস থাকলে চলাফেরার পথে বাধা পড়ে, যা অত্যন্ত অশুভ।
advertisement
3/6
এই ভাবে সোফা রাখবেন না-- ঘরের দরজার দিকে পিছন করে সোফা রাখা অশুভ। অর্থাৎ বাইরে থেকে আসা লোকজন যেন সোফার পেছনের দিকটা না দেখে। সোফার সামনের টেবিল গোলাকার নয়, বরং বর্গাকার বা চৌকো হওয়া উচিত।
এই ভাবে সোফা রাখবেন না-- ঘরের দরজার দিকে পিছন করে সোফা রাখা অশুভ। অর্থাৎ বাইরে থেকে আসা লোকজন যেন সোফার পেছনের দিকটা না দেখে। সোফার সামনের টেবিল গোলাকার নয়, বরং বর্গাকার বা চৌকো হওয়া উচিত।
advertisement
4/6
প্রবেশদ্বার পরিষ্কার রাখবেন-- বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন যাতে ঘরে ঢোকার সময় কোনও বাধা না পড়ে। দরজা খোলা ও বন্ধ করার ক্ষেত্রে যেন কোনও সমস্যা না হয়। বাড়িতে ঢোকার রাস্তায় যেন পর্যাপ্ত আলো থাকে
প্রবেশদ্বার পরিষ্কার রাখবেন-- বাড়ির প্রবেশদ্বার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখুন যাতে ঘরে ঢোকার সময় কোনও বাধা না পড়ে। দরজা খোলা ও বন্ধ করার ক্ষেত্রে যেন কোনও সমস্যা না হয়। বাড়িতে ঢোকার রাস্তায় যেন পর্যাপ্ত আলো থাকে
advertisement
5/6
গাছপালা লাগান-- বাস্তু এবং ফেংশুই মতে, ঘরে গাছপালা লাগানো অত্যন্ত শুভ। বাড়ির ভিতরে ইনডোর প্লান্টস রাখতে পারেন। গোল পাতার গাছ রাখা খুবই শুভ।  তবে কখনও ধারালো পাতার গাছ রাখবেন না।
গাছপালা লাগান-- বাস্তু এবং ফেংশুই মতে, ঘরে গাছপালা লাগানো অত্যন্ত শুভ। বাড়ির ভিতরে ইনডোর প্লান্টস রাখতে পারেন। গোল পাতার গাছ রাখা খুবই শুভ। তবে কখনও ধারালো পাতার গাছ রাখবেন না।
advertisement
6/6
আসবাবপত্র রাখার সঠিক উপায়-- ঘরের যেখানে বসার বা শোওয়ার জায়গা, সেখান থেকে ঘরের দরজা পর্যন্ত যাতে সোজা দেখা যায়। বসার বা শোওয়ার জায়গা থেকে ঘরের দরজা পর্যন্ত যেন কোনও বাধা না থাকে। এমন কোনও জিনিস সেখানে রাখবেন না যাতে দরজার সামনে বাধা পড়ে। মনে করা হয়, ইতিবাচক শক্তি দরজা দিয়েই প্রবাহিত হয়। তাই দরজার সামনে বাধা থাকলে আপনার জীবনেও বাধা-বিপত্তি আসতে পারে।
আসবাবপত্র রাখার সঠিক উপায়-- ঘরের যেখানে বসার বা শোওয়ার জায়গা, সেখান থেকে ঘরের দরজা পর্যন্ত যাতে সোজা দেখা যায়। বসার বা শোওয়ার জায়গা থেকে ঘরের দরজা পর্যন্ত যেন কোনও বাধা না থাকে। এমন কোনও জিনিস সেখানে রাখবেন না যাতে দরজার সামনে বাধা পড়ে। মনে করা হয়, ইতিবাচক শক্তি দরজা দিয়েই প্রবাহিত হয়। তাই দরজার সামনে বাধা থাকলে আপনার জীবনেও বাধা-বিপত্তি আসতে পারে।
advertisement
advertisement
advertisement