মাকে বিদায় জানাতে চলে এল বিজয়া দশমী! এই দিন ঝটপট করে নিন কিছু উপায়, জীবনে আসবে অপার সাফল্য! জেনে নিন

Last Updated:
দশমীর দিন উত্তর ভারত-সহ বিভিন্ন অঞ্চলে দশহরা পালিত হয়। মূলত, নবরাত্রির শেষদিনে নেতিবাচক শক্তির উপর ইতিবাচক শক্তির বিজয় হিসাবে দেখা হয়। এই দিনটি মূলত আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পালন করা হয়। এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এইদিন ভগবান রাম লঙ্কাপতি রাবণকে বধ করার পর মা সীতাকে মুক্ত করেছিলেন।
1/6
বিজয়া দশমী পড়েছে ২১ অক্টোবর, বুধবার৷ সেদিন পালিত হবে দশেরা পার্বণও৷
দশমীর দিন উত্তর ভারত-সহ বিভিন্ন অঞ্চলে দশহরা পালিত হয়। মূলত, নবরাত্রির শেষদিনে নেতিবাচক শক্তির উপর ইতিবাচক শক্তির বিজয় হিসাবে দেখা হয়। এই দিনটি মূলত আশ্বিন মাসের শুক্ল পক্ষের দশমী তিথিতে পালন করা হয়।
advertisement
2/6
পঞ্জিকা অনুসারে আগামী বছর ১৪৩৩ বঙ্গাব্দের মহালয়া পালিত হবে ১০ অক্টোবর, শনিবার৷ এর পর ষষ্ঠী পড়েছে শুক্রবার, ১৭ অক্টোবর৷
এই প্রসঙ্গে জ্যোতিষী হিতেন্দ্র কুমার জানাচ্ছেন, এইদিন ভগবান রাম লঙ্কাপতি রাবণকে বধ করার পর মা সীতাকে মুক্ত করেছিলেন। এই জন্য এই সময় রাবণ, কুম্ভকর্ণ এবং ইন্দ্রজিতের প্রতীকী পুতুল দহন করা হয়। এইদিন বেশ কিছু জিনিস মেনে চললে আপনার জীবনেও আসবে সাফল্য দেখে নেওয়া যাক কী কী জিনিস করতে হয় এই সময়।
advertisement
3/6
এ বার শুরু আবার অপেক্ষা৷ আগামী বছর কবে ফের দশভুজা আসবেন সপরিবার, সেই প্রতীক্ষায় শুরু হবে দিন গোনা৷ আসুন, জেনে নিই আগামী বছর ২০২৬ সালের দুর্গাপুজোর দিনক্ষণ৷
দশমীতে কিছু জিনিস মেনে চলার উপায়১ দশমীর দিন কোনও মন্দিরে ঝাড়ু দান করতে পারেন। এর ফলে আপনার জীবনে আর্থিক স্থিতিতে ভাল ফল আসবে। এছাড়াও আপনার জীবনে সুখ-সমৃদ্ধি আসবে।
advertisement
4/6
 ২ দশমীর রাতে গণেশ এবং মা লক্ষ্মীর বিধি-বিধান অনুযায়ী পুজো করুন। এই সময় নারকেল অর্পণ করুন। এই নারকেল টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রাখলে আপনার আর্থিক বৃদ্ধি হবে।
২ দশমীর রাতে গণেশ এবং মা লক্ষ্মীর বিধি-বিধান অনুযায়ী পুজো করুন। এই সময় নারকেল অর্পণ করুন। এই নারকেল টাকা পয়সা যেখানে রাখেন সেখানে রাখলে আপনার আর্থিক বৃদ্ধি হবে।
advertisement
5/6
ঢাকের বোলে নাচছে লন্ডন, শরতের মহাপার্বণে ভোগে, উপভোগে বিলেতে চলছে দুর্গোৎসব
৩ দশহরার দিন সুন্দরকাণ্ড পাঠ করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও এই সময় ভগবান রাম, বজরঙবলী এবং সীতার আরাধনা করা উচিত। এর ফলে আপনার জীবনে ভাল ফল প্রাপ্ত হবে।
advertisement
6/6
বিলেতের মাটিতে বর্ণাঢ্য দুর্গোৎসব – যেখানে ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজের মিলন মেলায় একাকার হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই মহোৎসব, যা প্রবাসী বাঙালিদের কাছে এক আবেগ, শিকড়ের টান এবং মিলনের উৎসবে পরিণত হয়েছে।
৪ দশমীর দিন নীলকণ্ঠ পাখির দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এর ফলে আপনার জীবনে ভগবান শিবের কৃপা বজায় থাকবে।
advertisement
advertisement
advertisement