আসছে বছর আবার হবে! জেনে নিন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট! কবে পড়েছে মহালয়া? দশমীতেই দেখে নিন ছুটির দিনগুলি
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। বৃহস্পতিবার অর্থাৎ আজ বিজয়া দশমী দিয়ে পুজোর সমাপ্তির পর দুর্গা পাড়ি দেবেন নিজের শ্বশুরবাড়িতে। ফলে এই সময় মনখারাপ বাঙালির ঘরে ঘরে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজো শেষ হয়েছে ২ অক্টোবর।
advertisement
advertisement
২০২৬ সালে মহালয়া পড়েছে ১০ অক্টোবর, শনিবার মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এর সঙ্গেই দেশজুড়ে শুরু হতে চলেছে নবরাত্রি উৎসব। একইসঙ্গে গৃহস্থবাড়ি থেকে পুজোমণ্ডপ সব জায়গাতেই শুরু হয়ে যাবে মায়ের আরাধনার দিনগোনা। ওইদিন সকালেই রেডিও-তে ভোরবেলা 'মহিসাসুরমর্দিনী' শোনার চিরাচরিত আবহ বাঙালির মনে আগমনীর উদ্দীপনা জাগাবে।
advertisement
ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর শনিবার পড়ছে ষষ্ঠী। ওই দিন থেকেই মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। কলকাতা শহর এবং মফস্বলে মণ্ডপে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের দিনগুলি।এরপরে ১৮ অক্টোবর রবিবার পালিত হবে দুর্গাসপ্তমী। ভোরে কলাবৌ স্নান এবং নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে সপ্তমীর পুজো।
advertisement
advertisement
এরপর মঙ্গলবার অর্থাৎ ২০ অক্টোবর পড়েছে নবমী। ওইদিন পালিত হবে নানান আচার অনুষ্ঠান। দুর্গাপুজার শেষ এবং অন্তিম মূল পুজার দিন। ওই দিন বিভিন্ন পুজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়।২১ অক্টোবর, বিজয়া দশমী। সিঁদুরখেলা, প্রণাম এবং মিষ্টিমুখের মধ্যে দিয়ে শেষ হবে ২০২৬ সালের দশমী। এর মধ্য দিয়েই শেষ হবে ২০২৬ সালের দুর্গাপুজো।