আসছে বছর আবার হবে! জেনে নিন আগামী বছরের দুর্গাপুজোর নির্ঘণ্ট! কবে পড়েছে মহালয়া? দশমীতেই দেখে নিন ছুটির দিনগুলি

Last Updated:
দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। বৃহস্পতিবার অর্থাৎ আজ বিজয়া দশমী দিয়ে পুজোর সমাপ্তির পর দুর্গা পাড়ি দেবেন নিজের শ্বশুরবাড়িতে। ফলে এই সময় মনখারাপ বাঙালির ঘরে ঘরে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজো শেষ হয়েছে ২ অক্টোবর।
1/6
 দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। বৃহস্পতিবার অর্থাৎ আজ বিজয়া দশমী দিয়ে পুজোর সমাপ্তির পর দুর্গা পাড়ি দেবেন নিজের শ্বশুরবাড়িতে। ফলে এই সময় মনখারাপ বাঙালির ঘরে ঘরে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজো শেষ হয়েছে ২ অক্টোবর।
দুর্গাপুজো মানেই বাঙালির প্রাণের উৎসব। বৃহস্পতিবার অর্থাৎ আজ বিজয়া দশমী দিয়ে পুজোর সমাপ্তির পর দুর্গা পাড়ি দেবেন নিজের শ্বশুরবাড়িতে। ফলে এই সময় মনখারাপ বাঙালির ঘরে ঘরে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শুরু হওয়া দুর্গাপুজো শেষ হয়েছে ২ অক্টোবর।
advertisement
2/6
আগামী বছর দেবীর আগমন ঘোটকে৷ তার ফল ছত্রভঙ্গ৷ দশভুজার গমন নৌকায়৷ ফল, বন্যা৷
আর এর মাঝেই উৎসবপ্রিয় বাঙালির নজর আগামী বছরের ক্যালেন্ডারে। সেখানে প্রকাশিত হয়েছে ২০২৬ সালের দুর্গাপুজোর নির্ঘণ্ট। দেখে নেওয়া যাক।
advertisement
3/6
দেবীপক্ষের আগমনী সুরে মাতোয়ারা লন্ডন ৷ একযোগে পালিত হল মহামিলনের দুর্গোৎসব ৷ ঢাকের কাঁসরের শব্দ, উলুধ্বনি আর শঙ্খের ধ্বনিতে মাতোয়ারা হয়ে উঠেছে লন্ডনও। Camden-এর দুর্গা পুজো, Hounslow-র দুর্গা পুজো, লন্ডনের দুর্গোৎসব, এমকে (MK) আনন্দ ক্লাব এবং নর্থাম্পটনের হিন্দু বাঙালি অ্যাসোসিয়েশন একসঙ্গে আয়োজন করছে বর্ণাঢ্য দুর্গোৎসব ৷
২০২৬ সালে মহালয়া পড়েছে ১০ অক্টোবর, শনিবার মহালয়ার দিন থেকেই দেবীপক্ষের সূচনা এবং পিতৃপক্ষের অবসান। এর সঙ্গেই দেশজুড়ে শুরু হতে চলেছে নবরাত্রি উৎসব। একইসঙ্গে গৃহস্থবাড়ি থেকে পুজোমণ্ডপ সব জায়গাতেই শুরু হয়ে যাবে মায়ের আরাধনার দিনগোনা। ওইদিন সকালেই রেডিও-তে ভোরবেলা 'মহিসাসুরমর্দিনী' শোনার চিরাচরিত আবহ বাঙালির মনে আগমনীর উদ্দীপনা জাগাবে।
advertisement
4/6
বিলেতের মাটিতে বর্ণাঢ্য দুর্গোৎসব – যেখানে ধর্মীয় ভক্তি, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সমাজের মিলন মেলায় একাকার হবে। ২৭ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর ২০২৫ পর্যন্ত এই মহোৎসব, যা প্রবাসী বাঙালিদের কাছে এক আবেগ, শিকড়ের টান এবং মিলনের উৎসবে পরিণত হয়েছে।
ঠিক এক সপ্তাহ পর ১৭ অক্টোবর শনিবার পড়ছে ষষ্ঠী। ওই দিন থেকেই মূলত দুর্গাপুজোর আনুষ্ঠানিক সূচনা হবে। কলকাতা শহর এবং মফস্বলে মণ্ডপে দেবীর বোধনের মধ্যে দিয়ে শুরু হবে উৎসবের দিনগুলি।এরপরে ১৮ অক্টোবর রবিবার পালিত হবে দুর্গাসপ্তমী। ভোরে কলাবৌ স্নান এবং নবপত্রিকা প্রবেশের মধ্য দিয়ে শুরু হবে সপ্তমীর পুজো।
advertisement
5/6
তার পর সপ্তমী ১৮ অক্টোবর রবিবার, মহাষ্টমী ১৯ অক্টোবর সোমবার, মহানবমী ২০ অক্টোবর মঙ্গলবারে পালিত হবে৷
১৯ অক্টোবর সোমবার মহাঅষ্টমী। দুর্গাপুজোর সবথেকে গুরুত্বপূর্ণ দিন। সকালবেলা অঞ্জলী থেকে শুরু হয়ে সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সন্ধিপুজো।
advertisement
6/6
সোদপুর ক্লাবের দুর্গাপুজো
এরপর মঙ্গলবার অর্থাৎ ২০ অক্টোবর পড়েছে নবমী। ওইদিন পালিত হবে নানান আচার অনুষ্ঠান। দুর্গাপুজার শেষ এবং অন্তিম মূল পুজার দিন। ওই দিন বিভিন্ন পুজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠানও করা হয়।২১ অক্টোবর, বিজয়া দশমী। সিঁদুরখেলা, প্রণাম এবং মিষ্টিমুখের মধ্যে দিয়ে শেষ হবে ২০২৬ সালের দশমী। এর মধ্য দিয়েই শেষ হবে ২০২৬ সালের দুর্গাপুজো।
advertisement
advertisement
advertisement