Durga Puja 2023: দুর্গাপুজোর বাকি ৩০ দিন! দেবীর বোধন থেকে নিরঞ্জন, মিলিয়ে নিন এ বছরের নির্ঘণ্ট

Last Updated:
Durga Puja 2023 Date Time and Schedule: দুর্গাপুজোর বাকি ৩০ দিন। পুজো শুরু বলতেই মহালয়া মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী...
1/11
*Durga Puja 2023 Date And Time: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শারদ আনন্দে মেতে উঠবে বাঙালি। তবে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে কলকাতা। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধা চলছে জর কদমে। সংগৃহীত ছবি।
*Durga Puja 2023 Date And Time: হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই শারদ আনন্দে মেতে উঠবে বাঙালি। তবে ইতিমধ্যেই সেজে উঠতে শুরু করেছে কলকাতা। পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধা চলছে জর কদমে। সংগৃহীত ছবি।
advertisement
2/11
*দুর্গাপুজোর শুরু বলতেই মহালয়া। মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর সুর জানান দেয় মা আসছেন। মহালয়া থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে, শুভ সূচনা হয় দেবী পক্ষের। সংগৃহীত ছবি।
*দুর্গাপুজোর শুরু বলতেই মহালয়া। মহালয়ার ভোরে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনীর সুর জানান দেয় মা আসছেন। মহালয়া থেকেই পিতৃপক্ষের অবসান ঘটে, শুভ সূচনা হয় দেবী পক্ষের। সংগৃহীত ছবি।
advertisement
3/11
*বাংলা পঞ্জিকা মতে, আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠীতে রীতি মেনে হয় মা দুর্গার বোধন। এ বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, এ বছরের মহালয়ার অমাবস্যাতেই রয়েছে গ্রহণ। সংগৃহীত ছবি। 
*বাংলা পঞ্জিকা মতে, আশ্বিনের শুক্লপক্ষের ষষ্ঠীতে রীতি মেনে হয় মা দুর্গার বোধন। এ বছর মহালয়া পড়েছে ১৪ অক্টোবর। জানা গিয়েছে, এ বছরের মহালয়ার অমাবস্যাতেই রয়েছে গ্রহণ। সংগৃহীত ছবি। 
advertisement
4/11
*মহাপঞ্চমীঃ ১৯ অক্টোবর (১ কার্তিক) বৃহস্পতিবার মহাপঞ্চমী। সংগৃহীত ছবি। 
*মহাপঞ্চমীঃ ১৯ অক্টোবর (১ কার্তিক) বৃহস্পতিবার মহাপঞ্চমী। সংগৃহীত ছবি। 
advertisement
5/11
*মহাষষ্ঠীঃ ২০ অক্টোবর (২ কার্তিক) শুক্রবার মহাষষ্ঠী। এ দিনই হবে দেবীর বোধন। সংগৃহীত ছবি। 
*মহাষষ্ঠীঃ ২০ অক্টোবর (২ কার্তিক) শুক্রবার মহাষষ্ঠী। এ দিনই হবে দেবীর বোধন। সংগৃহীত ছবি। 
advertisement
6/11
*মহাসপ্তমীঃ ২১ অক্টোবর (৩ কার্তিক) শনিবার মহাসপ্তমী। সংগৃহীত ছবি। 
*মহাসপ্তমীঃ ২১ অক্টোবর (৩ কার্তিক) শনিবার মহাসপ্তমী। সংগৃহীত ছবি। 
advertisement
7/11
*মহাঅষ্টমীঃ ২২ অক্টোবর (৪ কার্তিক) রবিবার। পঞ্জিকা অনুযায়ী এ বছর সন্ধিপুজোর সময় ২২ অক্টোবর বিকেল ৪ঃ৫৪ মিনিট থেকে ৫ঃ৪২ মিনিটের মধ্যে। পঞ্জিকা অনুযায়ী বলিদান সেরে ফেলতে হবে বিকাল ৫ঃ ১৮ মিনিটের মধ্যে। এই সময়ক্ষণ শেষ হচ্ছে ৫ মিনিট ৪২ সেকেন্ডে। সংগৃহীত ছবি। 
*মহাঅষ্টমীঃ ২২ অক্টোবর (৪ কার্তিক) রবিবার। পঞ্জিকা অনুযায়ী এ বছর সন্ধিপুজোর সময় ২২ অক্টোবর বিকেল ৪ঃ৫৪ মিনিট থেকে ৫ঃ৪২ মিনিটের মধ্যে। পঞ্জিকা অনুযায়ী বলিদান সেরে ফেলতে হবে বিকাল ৫ঃ ১৮ মিনিটের মধ্যে। এই সময়ক্ষণ শেষ হচ্ছে ৫ মিনিট ৪২ সেকেন্ডে। সংগৃহীত ছবি। 
advertisement
8/11
*মহানবমীঃ ২৩ অক্টোবর (৫ কার্তিক) সোমবার মহানবেমী। সংগৃহীত ছবি। 
*মহানবমীঃ ২৩ অক্টোবর (৫ কার্তিক) সোমবার মহানবেমী। সংগৃহীত ছবি। 
advertisement
9/11
*বিজয়া দশমীঃ ২৪ অক্টোবর (৬ কার্তিক) মঙ্গলবার বিজয়া দশমী। সংগৃহীত ছবি। 
*বিজয়া দশমীঃ ২৪ অক্টোবর (৬ কার্তিক) মঙ্গলবার বিজয়া দশমী। সংগৃহীত ছবি। 
advertisement
10/11
*এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে  ১০ কার্তিক অর্থাৎ ২৯ অক্টোবর রবিবার। সংগৃহীত ছবি। 
*এ বছর কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে  ১০ কার্তিক অর্থাৎ ২৯ অক্টোবর রবিবার। সংগৃহীত ছবি। 
advertisement
11/11
*এ বছর সপ্তমী পড়েছে শনিবার। তাই এ বার মা দুর্গা আসছেন ঘোড়ায় চেপে। গমন ঘটবে একই বাহনে অর্থাৎ ঘোড়াতেই কৈলাসে ফিরবেন দেবী। দেবীর আগমন একই বাহনে হাওয়া নাকি অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। সংগৃহীত ছবি।
*এ বছর সপ্তমী পড়েছে শনিবার। তাই এ বার মা দুর্গা আসছেন ঘোড়ায় চেপে। গমন ঘটবে একই বাহনে অর্থাৎ ঘোড়াতেই কৈলাসে ফিরবেন দেবী। দেবীর আগমন একই বাহনে হাওয়া নাকি অত্যন্ত অশুভ ইঙ্গিত বহন করে। সংগৃহীত ছবি।
advertisement
advertisement
advertisement