Dream Astrology Prediction: স্বপ্নে কি বারবার নিজের মৃত্যুকে দেখছেন, অথবা ভয়ঙ্কর কিছু! এমন স্বপ্নের কী অর্থ জানুন...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Dream Astrology Prediction: স্বপ্ন আমাদের ভবিষ্যতের ঘটনা সম্পর্কে সংকেত দেয়। প্রতিটি স্বপ্নের কিছু না কিছু অর্থ থাকে, যা আমাদের জন্য শুভ অথবা অশুভ সংকেত হতে পারে। কোনও স্বপ্ন দেখার পর তা আমাদের জন্য কল্যাণকর হবে নাকি ক্ষতিকর, সেটি নির্ভর করে স্বপ্নের প্রকৃতির ওপর...
advertisement
শুভ স্বপ্ন: যেসব স্বপ্ন শুভ ফল প্রদান করে, সেগুলোর মধ্যে দেখা যেতে পারে— শিব, বিষ্ণু, গৌতম বুদ্ধ, ব্রহ্মা, গণেশ, লক্ষ্মী, গৌরী, কার্তিক, অর্হত (জৈন তীর্থংকর), সূর্য, চন্দ্র, কল্পবৃক্ষ, রাজা, গুরু, ষাঁড়, বিমান, প্রাসাদ, ফুলের মালা, পতাকা, রত্ন, মাছ, হাতি, ধোঁয়াহীন অগ্নি, দুধের সাগর, পূর্ণ কলশ, সরোবর, মল, মাংস, পর্বত এবং সিংহ।
advertisement
অশুভ স্বপ্ন: অশুভ ফলদায়ক স্বপ্নগুলোর মধ্যে দেখা যেতে পারে— শ্মশান, রাক্ষস, ভূত, পিশাচ, অন্ধকার, শুকনো জলাশয়, সমুদ্র বা নদীর ক্রোধ, গ্রহের অশুভ প্রভাব, ভেঙে পড়া তারা, উল্কাপাত, তীব্র গরম, ভূমিকম্প, কাঁটাযুক্ত গাছ, কুয়া, ভস্ম, হাড়গোড়, সাপ, নদী-নালা, মহিষ, কুশ ঘাস, গান্ধর্ব, বানর, বিচ্ছু, সঙ্গীত, খারাপ চরিত্রের নারী, লাল পাথর, দুষ্ট ব্যক্তি, চামড়া, বেঁটে মানুষ, ঝগড়া, খারাপ দৃষ্টির ব্যক্তি, ল্যাংড়া-লুলা ব্যক্তি, অভিশপ্ত শব্দ শোনা, মাটিতে ডুবে যাওয়া, সূর্যের বিস্ফোরণ, গভীর অন্ধকার।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement