Baba Lokenath Puja 2024: বাবা লোকনাথের পুজোর দিন অবশ্যই করুন এই ৫ কাজ, কাটবে বিপদ-সঙ্কট! মনের সব ইচ্ছা হবে পূরণ

Last Updated:
Baba Lokenath Puja 2024: ২ জুন, রবিবার ১৯ জ্যৈষ্ঠ আজ লোকনাথ বাবার তিরোধান দিবস৷ খুব বেশি আড়ম্বর নয়, বরং মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে খুশি করে তাঁর আর্শীবাদ লাভ করতে পারেন৷ ঠিক কী কী দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগে জেনে নিন৷
1/7
'রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।' বাবা লোকনাথের এই মন্ত্র সকলের মুখে মুখে। ভক্তদের জন্যই একথা বলেছিলেন স্বয়ং ব্রহ্মচারী লোকনাথ বাবা৷
'রণে বনে জলে জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব।' বাবা লোকনাথের এই মন্ত্র সকলের মুখে মুখে। ভক্তদের জন্যই একথা বলেছিলেন স্বয়ং ব্রহ্মচারী লোকনাথ বাবা৷
advertisement
2/7
২ জুন, রবিবার ১৯ জ্যৈষ্ঠ আজ লোকনাথ বাবার তিরোধান দিবস৷ সকলের বাড়িতেই আজ তাঁর পুজো হবে৷ সকলেই নিষ্ঠাভরে তাঁর পুজো করেন৷ সামান্য ঘরোয়া আয়োজনেই তাঁর পুজো হয়, আর তাতেই তিনি তুষ্ট হন৷
২ জুন, রবিবার ১৯ জ্যৈষ্ঠ আজ লোকনাথ বাবার তিরোধান দিবস৷ সকলের বাড়িতেই আজ তাঁর পুজো হবে৷ সকলেই নিষ্ঠাভরে তাঁর পুজো করেন৷ সামান্য ঘরোয়া আয়োজনেই তাঁর পুজো হয়, আর তাতেই তিনি তুষ্ট হন৷
advertisement
3/7
খুব বেশি আড়ম্বর নয়, বরং মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে খুশি করে তাঁর আর্শীবাদ লাভ করতে পারেন৷ ঠিক কী কী দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগে জেনে নিন৷
খুব বেশি আড়ম্বর নয়, বরং মাত্র কয়েকটি জিনিস দিয়ে বাবা লোকনাথকে খুশি করে তাঁর আর্শীবাদ লাভ করতে পারেন৷ ঠিক কী কী দিয়ে পুজো করলে বাবা লোকনাথের অশেষ কৃপা লাভ করতে পারবেন তা পুজোর আগে জেনে নিন৷
advertisement
4/7
ব্রহ্মচারী লোকনাথ বাবাকে তুষ্ট করতে আজকের দিনে অবশ্যই নীল শাপলা বা যে কোনও সাদা ফুল লোকনাথ বাবাকে নিবেদন করুন৷ বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়৷ তাই তাঁর পুজোর সময় অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করুন৷
ব্রহ্মচারী লোকনাথ বাবাকে তুষ্ট করতে আজকের দিনে অবশ্যই নীল শাপলা বা যে কোনও সাদা ফুল লোকনাথ বাবাকে নিবেদন করুন৷ বাবা লোকনাথকে শিবের অবতার মনে করা হয়৷ তাই তাঁর পুজোর সময় অবশ্যই বেলপাতা দিয়ে পুজো করুন৷
advertisement
5/7
বাবা লোকনাথের প্রিয় নৈবেদ্য হল, তালের শাঁস, কালোজাম ও মিছরি৷ পুজোর সময় এগুলি নিবেদন করতে ভুলবেন না৷ লোকনাথ বাবার পুজোর সময়ে সবসময় সাদা মিষ্টি নিবেদন করুন৷ যে কোনও ধরনের সাদা মিষ্টিতেই প্রসন্ন হন বাবা লোকনাথ৷
বাবা লোকনাথের প্রিয় নৈবেদ্য হল, তালের শাঁস, কালোজাম ও মিছরি৷ পুজোর সময় এগুলি নিবেদন করতে ভুলবেন না৷ লোকনাথ বাবার পুজোর সময়ে সবসময় সাদা মিষ্টি নিবেদন করুন৷ যে কোনও ধরনের সাদা মিষ্টিতেই প্রসন্ন হন বাবা লোকনাথ৷
advertisement
6/7
পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই এই প্রসাদ কোনও ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন, এতে ভাল ফল পাবেন৷
পুজো হয়ে যাওয়ার পর অবশ্যই এই প্রসাদ কোনও ছোট্ট বাচ্চাকে খাওয়াবেন, এতে ভাল ফল পাবেন৷
advertisement
7/7
ব্রহ্মচারী লোকনাথ বাবার আরাধনা করলে আর্থির সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমনই সঙ্কট কেটে গিয়ে বিপদ মুক্ত হবেন৷ এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে৷ প্রতি সোমবার করে নিষ্ঠাভরে লোকনাথের পুজো করলে তাঁর অশেষ কৃপায় মনের কামনা-বাসনা সব পূরণ হবে৷
ব্রহ্মচারী লোকনাথ বাবার আরাধনা করলে আর্থির সমস্যা থেকে যেমন মুক্তি পাবেন তেমনই সঙ্কট কেটে গিয়ে বিপদ মুক্ত হবেন৷ এবং আপনার সমস্ত ইচ্ছা পূরণ হবে৷ প্রতি সোমবার করে নিষ্ঠাভরে লোকনাথের পুজো করলে তাঁর অশেষ কৃপায় মনের কামনা-বাসনা সব পূরণ হবে৷
advertisement
advertisement
advertisement