জুতো-চপ্পল উল্টে থাকলে কি অশুভ? একটা ভুলে জীবনে সমস্যার শেষ থাকবে না

Last Updated:
shoes upside down affects: জুতো উল্টে থাকলে কী হয়! জেনে নিন। মেনে চললে শনিদেবতার প্রকোপ থেকে বাঁচা যায়।
1/5
অনেক সময় আমরা বাইরে থেকে এসে বাড়ির উঠোনে বা দরজার সামনে  জুতো খুলে রাখি। অনেক সময় খেয়াল করি না যে জুতো খুলে রাখার সময় সেটি উল্টে গিয়েছে।
অনেক সময় আমরা বাইরে থেকে এসে বাড়ির উঠোনে বা দরজার সামনে জুতো খুলে রাখি। অনেক সময় খেয়াল করি না যে জুতো খুলে রাখার সময় সেটি উল্টে গিয়েছে।
advertisement
2/5
জ্যোতিষ মত বলছে, জুতো উল্টে থাকলে জীবনে সমস্যা শুরু হতে পারে। কারণ এক্ষেত্রে শনিদেবতা ক্ষুব্ধ হতে পারেন।
জ্যোতিষ মত বলছে, জুতো উল্টে থাকলে জীবনে সমস্যা শুরু হতে পারে। কারণ এক্ষেত্রে শনিদেবতা ক্ষুব্ধ হতে পারেন।
advertisement
3/5
শনিদেবতা রুষ্ট মানে জীবনে উন্নতিতে বাধা, স্বাস্থ্যহানি, আর্থিক ক্ষতি। ফলে বাড়িতে কোনওভাবেই যেন চটি বা  জুতো উল্টে না থাকে, সেটা খেয়াল রাখা উচিৎ।
শনিদেবতা রুষ্ট মানে জীবনে উন্নতিতে বাধা, স্বাস্থ্যহানি, আর্থিক ক্ষতি। ফলে বাড়িতে কোনওভাবেই যেন চটি বা জুতো উল্টে না থাকে, সেটা খেয়াল রাখা উচিৎ।
advertisement
4/5
বাইরে থেকে ঘুরে এসে কখনও চটি বা জুতো পরে সরাসরি ঘরে প্রবেশ করাও উচিৎ নয়। বাস্তুমতে, জুতোর রাখার কোনও বিশেষ জায়গা বাড়িতে থাকে উচিৎ।
বাইরে থেকে ঘুরে এসে কখনও চটি বা জুতো পরে সরাসরি ঘরে প্রবেশ করাও উচিৎ নয়। বাস্তুমতে, জুতোর রাখার কোনও বিশেষ জায়গা বাড়িতে থাকে উচিৎ।
advertisement
5/5
জ্যোতিষ মতে, কখনও অন্য কারও চটি বা জুতোয় পা গলাতে নেই। এতে সেই ব্যক্তির দুঃখ, দুর্দশার দায় আপনার উপর পড়তে পারে। এছাড়া জুতো চুরি করা একেবারেই ঠিক নয়।
জ্যোতিষ মতে, কখনও অন্য কারও চটি বা জুতোয় পা গলাতে নেই। এতে সেই ব্যক্তির দুঃখ, দুর্দশার দায় আপনার উপর পড়তে পারে। এছাড়া জুতো চুরি করা একেবারেই ঠিক নয়।
advertisement
advertisement
advertisement