পৃথিবীতে যেই মানুষ জন্মাচ্ছেন একদিন তাঁর মৃত্যু হবে একটি কালের অত্যন্ত বড় সত্য ৷ আজ নয়তো একদিন মানুষকে চলে যেতেই হয় এটিই পৃথিবীর স্বাভাবিক নিয়ম ৷ প্রতীকী ছবি ৷
2/ 20
মৃত্যু জীবনের এক অমোঘ সত্য ঘটনা ৷ হিন্দুধর্মে মৃতদেহ সংস্কার শাস্ত্রনতে নিয়ম মেনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
3/ 20
অগ্নিকে মৃতদেহ অর্পণ করার একটি প্রথা চলেই আসছে ৷ মৃত্যুর পরে মৃতদেহ দাহ করা ও অন্তিম সংস্কার সম্পরিকত বেশ কিছু নিয়ম পালন করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
4/ 20
গরুড় পুরাণে এমনই বিধানের বিষয়ে উল্লেখ করা হয়েছে ৷ যাতে সূর্যাস্তের পরে কোনও মানুষের মৃতদেহ সৎকার করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
5/ 20
সেই মৃতদেহকেও একলা রাখা উচিৎ নয় ৷ যদি কোনও মানুষের মৃত্যু সূর্যাস্তের পরে হয় তাঁর দাহ আগামী দিন সূর্যাস্তের পরে করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
6/ 20
সাধারণত সারারাত মৃতদেহকে মাটিতে কিছু একটু পেতে রাখা হয় ৷ সেই মৃতদেহর পাশে কাউকে না কাউকে থাকতে হয় ৷ প্রতীকী ছবি ৷
7/ 20
এর পিছনের কারণ গড়ুর পুরাণে বর্ণিত আছে ৷ এমনটাই প্রচলিত আছে সূর্যাস্তের পরে কারও শেষকৃত্য সম্পন্ন হলে উক্ত ব্যক্তির অধগতিপ্রাপ্ত হবেন অর্থাৎ মুক্তি পাননা ৷ প্রতীকী ছবি ৷
8/ 20
সেই আত্মার অসুর বা পিশাচের বৃত্তে ফের জন্ম হয় ৷ দাহ করার সময় সময় নির্ণয় অত্যন্ত জরুরি ৷ প্রতীকী ছবি ৷
9/ 20
পঞ্চকালে কারও মৃত্যু হলে সেই সময় শেষ না হওয়া পর্যন্ত শেষকৃত্য সম্পন্ন করা উচিৎ নয় ৷ প্রতীকী ছবি ৷
10/ 20
বলা হয় পঞ্চকালের মধ্যেই যেই মৃত ব্যক্তির দাহ করা হয় সেক্ষেত্রে পরিবারের বা বংশের আরও পাঁচজনের মৃত্যু ঘনিয়ে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
11/ 20
বলা হয় পঞ্চকালের মধ্যেই যেই মৃত ব্যক্তির দাহ করা হয় সেক্ষেত্রে পরিবারের বা বংশের আরও পাঁচজনের মৃত্যু ঘনিয়ে আসতে পারে ৷ প্রতীকী ছবি ৷
12/ 20
এই বিষয়ে একটি সমাধানসূত্রও দেওয়া হয়েছে ৷ মৃতদেহ সঙ্গে ব্যাসন বা শুকনো ঘাসের ৫টি পুতুল তৈরি সম্পূর্ণ নিয়মের সঙ্গে সৎকার করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
13/ 20
মৃতদেহর সঙ্গে সারারাত বসে থাকার কারণ গড়রু পুরাণে বলা হয়েছে যে মৃতদেহ ছেড়ে গেলে খারাপ আত্মা প্রবেশ করতে পারে ৷ প্রতীকী ছবি ৷
14/ 20
শরীরের মাধ্যমে কোনও অনিষ্ট করতে পারে ৷ তাই মৃতদেহ পাশে সব সময়ে কাউকে না কাউকে থাকতে হয় সেই জায়গাটি পরিষ্কারও রাখতে হয় ৷ প্রতীকী ছবি ৷
15/ 20
প্রদীপ বা ধূপকাঠি জ্বালিয়ে রাখতে হয় যাতে অগ্নির পবিত্র স্পর্শে কোনও দূরাত্মা মৃতদেহকে স্পর্শ করতে না পারে ৷ প্রতীকী ছবি ৷
16/ 20
এছাড়াও মৃতদেহকে কোনও রক্মের ক্ষতির হাত থেকে রক্ষা করতে একলা রাখা উচিৎ নয় ৷ মাঠিতে রাখা মৃতদেহ কুকুর বা অন্য কোনও ক্ষতি করতে পারে ৷ এটি একটি অশুভ প্রভাব বলেই মনে করা হয় ৷ প্রতীকী ছবি ৷
17/ 20
হিন্দুধর্ম মতে মৃত ব্যক্তির শেষকৃত্য তাঁর ছেলে বা মেয়ের মাধ্যমেই হয়ে থাকে ৷ মৃত ব্যক্তির আত্মীয়, ছেলে বা মেয়ে বাইরে থাকলে তাঁদের আসার জন্য অপেক্ষা করতে হয় ৷ প্রতীকী ছবি ৷
18/ 20
এই কারণেও বেশ কিছু ক্ষেত্রে সারারাত মৃতদেহকে বাড়িতেই রাখা হয় ৷ এমন সময়ে মৃতদেহকে সারারাত রেখে দিতে হয় ৷ প্রতীকী ছবি ৷
19/ 20
ছেলের হাতেই শেষকৃত্য সম্পন্ন হলে মৃত ব্যক্তির আত্মা শান্তিপ্রাপ্ত হয় ৷ নইলে আত্মার পুনর্জন্ম বা মোক্ষলাভের জন্য এদিক ওদিক অতৃপ্ত হয়ে ঘুরতে হবে ৷ প্রতীকী ছবি ৷
20/ 20
Disclaimer: নিউজ ১৮ বাংলা উপরোক্ত তথ্য মানতে বাধ্য করেনা বা অনুরোধও করেনা, নিজের বিচার বিবেচনা দিয়ে মূল্যায়ন করেই ব্যবহারিক প্রয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷ প্রতীকী ছবি ৷