সম্পর্কের ব্যর্থতা? স্বভাবের কোন ভুলে ভাঙছে সম্পর্ক, জেনে নিন রাশিচক্র অনুসারে
- Published by:Ananya Chakraborty
Last Updated:
কোন রাশির জাতক-জাতিকার কোন স্বভাবগত বৈশিষ্ট্যে সম্পর্ক ভাঙে, তা দেখে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে!
সম্পর্ক ভাঙার অভিজ্ঞতা কার নেই! কখনও বা প্রথম আলাপেই বাতিল করে দেয় অন্য পক্ষ, কখনও বা আবার কিছু দিন একসঙ্গে চলার পর আলাদা হয়ে যায় দু'জনের পথ! জীবনে যা-ই ঘটুক না কেন, সদর্থক বা নঞর্থক, তা হয়ে থাকে আমাদের স্বভাবের জন্য। সম্পর্কের ভাঙনও তার ব্যতিক্রম নয়। এক্ষেত্রে রাশিচক্র অনুসারে সহজাত কিছু বৈশিষ্ট্যকে সামলে রাখা যায় না বলেই কষ্ট পেতে হয়। কোন রাশির জাতক-জাতিকার কোন স্বভাবগত বৈশিষ্ট্যে সম্পর্ক ভাঙে, তা দেখে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে!
advertisement
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। এই রাশির জাতক-জাতিকারা যেমন প্রাণশক্তিতে পরিপূর্ণ হন, তেমনই মঙ্গলের দ্বারা চালিত হওয়ার ফলে নানা বায়নাক্কাও জুড়ে থাকেন। যা সবার পক্ষে সহ্য করা সম্ভব হয় না। তাছাড়া রাগের মাথায় এঁদের বাকসংযম থাকে না। এঁরা তখন এমন কিছু বলে ফেলেন, যার জন্য সারা জীবন অনুতাপ করার মতো পরিস্থিতি তৈরি হয়। রাগ পড়ে গেলে এঁরা আবার মাটির মানুষ- কিন্তু এই সব কিছুর সঙ্গে পাল্লা দিয়ে অনেকেই চলতে পারেন না!
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। সঙ্গীর প্রতি বিশ্বাসযোগ্যতা তো ভালো ব্যাপার, তাই না? বৃষ রাশির জাতক-জাতিকাদের মধ্যে এই ব্যাপারটা থাকলেও সমস্যা দেখা দেয় অন্য দিক থেকে। এঁরা সাধারণত খুব একগুঁয়ে হন, চট করে নিজের ধারণা বদলান না। কিন্তু জীবনে সব কিছুই শুধুই ভালো বা শুধুই খারাপ হতে পারে না। তাই এই ব্যাপারে সতর্ক থাকা উচিত বৃষ রাশির জাতক-জাতিকাদের; এঁরা পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে পারেন না বলে সঙ্গী/সঙ্গিনীর সঙ্গে মনোমালিন্য তৈরি হয়।
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। এই রাশির চিহ্নের মধ্যেই রয়েছে সম্পর্কে ভাঙনের ইঙ্গিত- যমজ ব্যক্তি! মানেটা খুব একটা কঠিন নয়, মিথুন রাশির জাতক-জাতিকারা একই সঙ্গে অনেকগুলো দিক নিয়ে ব্যস্ত থাকেন। তাঁরা সব সময়ে হইচই করতে ভালোবাসেন, জীবনে বৈচিত্র্য খোঁজেন। ফলে, সম্পর্কের ক্ষেত্রে শুধুই একজনকে সময় দেওয়াটা এঁদের কাছে বেশ শক্ত ব্যাপার। কিন্তু সঙ্গী/সঙ্গিনী যদি বিশ্বাসযোগ্য হন, তবে সময় না পেলে তাঁদের অপমান হয়, পরিণামে এক সময়ে সম্পর্ক ভেঙেও যায়।
advertisement
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। কর্কট রাশির জাতক-জাতিকারা খুবই প্রেমময় এবং সংবেদনশীল স্বভাবের হয়ে থাকেন। এঁরা চন্দ্রের দ্বারা চালিত হওয়ার ফলে তার মতোই রূপও বদলান। মানে, এমনিতে খুব ভালো ব্যবহার করলেও খারাপ কিছু হলে এঁরা চূড়ান্ত বাজে ব্যবহার করে থাকেন। মাথায় রাখা উচিত- সম্পর্কে মনোমালিন্য হতেই পারে, কিন্তু সেটা ধৈর্য ধরে মিটিয়ে ফেলাই উচিত!
advertisement
advertisement
কন্যা (Virgo): অগস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। কন্যা রাশির জাতক-জাতিকারা যেমন বুদ্ধিমান হন, তেমনই সব কিছু এঁরা খুব খুঁটিয়ে লক্ষ্য করেন। তাতে হয় কী, অন্য পক্ষের ভুলগুলোও খুব সহজে চোখে পড়ে এবং তখন সেটা তাঁরা ঠিক করতে উদ্যোগী হন। এই করতে করতেই এক সময়ে সম্পর্ক যায় বিষিয়ে, তখন আর কারও পরস্পরকে সহ্য হয় না।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। তুলা রাশি এমনিতে ভারসাম্যের প্রতীক, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই ভারসাম্য এঁরা সব সময়ে বজায় রাখতে পারেন না। কেন না, এঁরা সব কিছু একেবারে নিখুঁত দেখতে চান। কিন্তু সব কিছু নিখুঁত ভাবে করা মানুষের পক্ষে সম্ভব নয়- এই জায়গা থেকে সম্পর্কে বিবাদ শুরু হয় এবং তা ভেঙে যায়।
advertisement
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। ধনু রাশির জাতক-জাতিকারা সব সময়েই জীবনে বৈচিত্র্য খোঁজেন এবং আশা করেন যে এই ব্যাপারে তাঁরা সঙ্গী/সঙ্গিনীর কাছ থেকে সব সময়েই পূর্ণ সমর্থন পাবেন। কিন্তু সবাই জীবনে অভিযানপ্রিয় হন না, কারও টান থাকে স্থিতিশীলতার দিকেও। কিন্তু সেই ব্যাপারটা বুঝতে চান না বলেই ধনু রাশির জাতক-জাতিকাদের সম্পর্কে অশান্তি আসে, সম্পর্ক ভেঙে যায়।
advertisement
advertisement
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। এই রাশির জাতক-জাতিকারা মাছের মতোই চঞ্চল, একটুতেই তারা ধৈর্য হারিয়ে ফেলেন। তাই এঁদের সব সময়ে এটা মাথায় রাখা দরকার যে সঙ্গী/সঙ্গিনীর কোনও ব্যাপারে দৃষ্টিভঙ্গীও সমান গুরুত্বপূর্ণ, মতানৈক্য হলে তা নিয়ে আলোচনা করে মধ্যস্থতার পথ বেছে নেওয়া উচিত, সম্পর্কের ভাঙন এক্ষেত্রে কোনও সুরাহা নয়।