Astro Tips: দেওয়ালে 'এই' ছবি লাগালেই মির্যাকেল! পরীক্ষায় হবে টপার...! বই থেকে চোখ সরাতেই পারবে না শিশুরা, ফল মিলবে হাতেনাতে
- Published by:Riya Das
- news18 bangla
Last Updated:
Astro Tips: শিশুদের লেখাপড়ার সমস্যা দূর করতে বাড়িতে সঠিক পরিবেশ বজায় রাখার অত্যন্ত জরুরি৷ সেই কারণে দেওয়ালে এই ছবি পড়ার ঘরে লাগালে বই থেকে চোখ সরাতে পারবে না আপনার সন্তান৷ এবং পরীক্ষায় হবে টপার৷
advertisement
শাস্ত্র অনুসারে বাস্তুর ত্রুটি প্রতিরোধের জন্য বেশ কিছু সঠিক প্রতিকার আচার্য শিবেন্দ্র পান্ডে৷ তিনি জানিয়েছেন,পুজোর স্থানে ফিটকিরি ভর্তি একটি বাটি, গোমতী চক্র ও শঙ্খভর্তি চাল রাখতে পারেন। এতে বাস্তু দোষ দূর হয়। এর পাশাপাশি ফিটকিরি, পাথর, কয়লা, এক টুকরো কাঁচ এবং লোহা একটি কালো কাপড়ে বেঁধে বাড়ির উত্তর-পূর্ব কোণে রাখতে পারেন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement