Chaitra Navratri 2025 Horoscope: বাসন্তী পুজোর পর থেকে ৩ রাশির ভাগ্য মুড়বে সোনায়, চাকরিতে আসবে সাফল্য, হাতে আসবে অর্থ

Last Updated:
Financial Benefits For Zodiac Signs In Navratri: ২০২৫ সালের বাসন্তী পুজো কবে, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো।
1/8
২০২৫ সালের বাসন্তী পুজো কবে, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। বাসন্তী পুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয়না। আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথি কখন থেকে পড়ছে, তার তারিখ দেখে নিন।
২০২৫ সালের বাসন্তী পুজো কবে, তা নিয়ে রয়েছে বহু কৌতূহল। চৈত্র মাসের শুক্লপক্ষের প্রতিপদ তিথিতে হয় বাসন্তী পুজো। বাসন্তী পুজোর সময়কালের মধ্যে অন্নপূর্ণা পুজো করলে অন্নের অভাব হয়না। আর এই পুজো চৈত্র নবরাত্রির বিশেষ তিথি কখন থেকে পড়ছে, তার তারিখ দেখে নিন।
advertisement
2/8
বলা হয়, সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে হলে এই অন্নপূর্ণা পুজো করে থাকেন অনেকে। দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভূজা। তাঁর মস্তকে রয়েছে নবচন্দ্র। একপাশে শ্রী অন্যপাশে ভূমি। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো। এদিকে, বাসন্তী পুজোর তিথি কবে থেকে পড়ছে তার দিকে তাকিয়ে সকলে। চলতি বছরে দেবীর আগমন গজে। ফল শস্য পূর্ণ বসুন্ধরা। একনজরে দেখা যাক, বাসন্তী পুজোর সময়কাল কখন।
বলা হয়, সংসারে আর্থিক অনটন থেকে মুক্তি পেতে হলে এই অন্নপূর্ণা পুজো করে থাকেন অনেকে। দেবী অন্নপূর্ণা হলেন দ্বিভূজা। তাঁর মস্তকে রয়েছে নবচন্দ্র। একপাশে শ্রী অন্যপাশে ভূমি। বাসন্তী পুজোর অষ্টমী তিথিতে হয় মা অন্নপূর্ণার পুজো। এদিকে, বাসন্তী পুজোর তিথি কবে থেকে পড়ছে তার দিকে তাকিয়ে সকলে। চলতি বছরে দেবীর আগমন গজে। ফল শস্য পূর্ণ বসুন্ধরা। একনজরে দেখা যাক, বাসন্তী পুজোর সময়কাল কখন।
advertisement
3/8
 চৈত্র অমাবস্যার পরের দিন, অর্থাৎ চৈত্র শুক্লা প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই বছর নবরাত্রি শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে। সেই দিনই করা হবে ঘট স্থাপন। বাসন্তী পুজোর ষষ্ঠী আগামী ৪ এপ্রিল। সপ্তমী থেকে নবমী পড়েছে ৫, ৬ ও ৭ এপ্রিল। চৈত্র নবরাত্রির নবমীতেই পালিত হয় রাম নবমী। মনে করা হয়, এই দিনেই জন্ম হয়েছিল রামচন্দ্রের।
চৈত্র অমাবস্যার পরের দিন, অর্থাৎ চৈত্র শুক্লা প্রতিপদ থেকে শুরু হয় চৈত্র নবরাত্রি। এই বছর নবরাত্রি শুরু হবে আগামী ৩০ মার্চ থেকে। সেই দিনই করা হবে ঘট স্থাপন। বাসন্তী পুজোর ষষ্ঠী আগামী ৪ এপ্রিল। সপ্তমী থেকে নবমী পড়েছে ৫, ৬ ও ৭ এপ্রিল। চৈত্র নবরাত্রির নবমীতেই পালিত হয় রাম নবমী। মনে করা হয়, এই দিনেই জন্ম হয়েছিল রামচন্দ্রের।
advertisement
4/8
শাস্ত্র অনুসারে হাতি, ঘোড়া, নৌকা ও পালকির মতো আলাদা আলাদা বাহনে চড়ে প্রতিবার মর্ত্যে আসেন দুর্গা। এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে। দেবীর গজ বাহন শাস্ত্রমতে অত্যন্ত শুভ। এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বাড়বে, দেশের অর্থনীতি ভালো দিকে মোড় নেবে।
শাস্ত্র অনুসারে হাতি, ঘোড়া, নৌকা ও পালকির মতো আলাদা আলাদা বাহনে চড়ে প্রতিবার মর্ত্যে আসেন দুর্গা। এই বছর চৈত্র নবরাত্রিতে দেবীর আসা যাওয়া দুটোই হাতিতে। দেবীর গজ বাহন শাস্ত্রমতে অত্যন্ত শুভ। এর ফলে সাধারণ মানুষের হাতে অর্থের যোগান বাড়বে, দেশের অর্থনীতি ভালো দিকে মোড় নেবে।
advertisement
5/8
জ্যোতিষ গণনা অনুসারে এই বছর চৈত্র নবরাত্রিতে থাকছে বিরল শুভ যোগ। সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের মিলিত প্রভাব এই সময় লক্ষ্য করা যাবে। চৈত্র নবরাত্রিতে চার দিন ধরে থাকবে রবি যোগ এবং তিন দিন ধরে থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ। এই দুই শুভ যোগের প্রভাবে পজ়িটিভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপর। দেখে নিন চৈত্র নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ পাবেন কোন কোন রাশির জাতকরা।
জ্যোতিষ গণনা অনুসারে এই বছর চৈত্র নবরাত্রিতে থাকছে বিরল শুভ যোগ। সর্বার্থ সিদ্ধি যোগ ও রবি যোগের মিলিত প্রভাব এই সময় লক্ষ্য করা যাবে। চৈত্র নবরাত্রিতে চার দিন ধরে থাকবে রবি যোগ এবং তিন দিন ধরে থাকবে সর্বার্থ সিদ্ধি যোগ। এই দুই শুভ যোগের প্রভাবে পজ়িটিভ প্রভাব পড়বে তিন রাশির জাতকদের ওপর। দেখে নিন চৈত্র নবরাত্রিতে মা দুর্গার আশীর্বাদ পাবেন কোন কোন রাশির জাতকরা।
advertisement
6/8
মিথুন রাশিঃ চৈত্র নবরাত্রি থেকে ভালো দিন আসছে মিথুন রাশির জাতকদের জীবনে। আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। সব কাজে সাফল্য পাবেন। দেবীর আশীর্বাদে আর্থিক ভাবে উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতির যোগ আছে।
মিথুন রাশিঃ চৈত্র নবরাত্রি থেকে ভালো দিন আসছে মিথুন রাশির জাতকদের জীবনে। আটকে থাকা কাজ শেষ করতে পারবেন। সব কাজে সাফল্য পাবেন। দেবীর আশীর্বাদে আর্থিক ভাবে উন্নতি করতে পারবেন। চাকরিতে পদোন্নতির যোগ আছে।
advertisement
7/8
তুলা রাশিঃ চৈত্র নবরাত্রিতে দুর্গার কৃপা লাভ করবেন তুলা রাশির জাতকরা। এই সময় আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে। হাতে অতিরিক্ত টাকা আসবে। স্বাস্থ্যের উন্নতি হবে। বাধা কেটে গিয়ে সব কাজেই উন্নতি করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ আছে।
তুলা রাশিঃ চৈত্র নবরাত্রিতে দুর্গার কৃপা লাভ করবেন তুলা রাশির জাতকরা। এই সময় আপনার জীবনে বেশ কিছু শুভ ঘটনা ঘটবে। হাতে অতিরিক্ত টাকা আসবে। স্বাস্থ্যের উন্নতি হবে। বাধা কেটে গিয়ে সব কাজেই উন্নতি করতে পারবেন। বিদেশ যাত্রার যোগ আছে।
advertisement
8/8
মকর রাশিঃ চৈত্র নবরাত্রি থেকে মকর রাশির জাতকদের জীবনে সুখের দিন আসবে। আর্থিক সংকট কেটে যাবে। অর্থ-সম্পদ লাভ করতে পারবেন। প্রেম ও সাংসারিক জীবনে মাধুর্য বাড়বে। এই সময় আপনার জীবনের সব সমস্যা কেটে যাবে।
মকর রাশিঃ চৈত্র নবরাত্রি থেকে মকর রাশির জাতকদের জীবনে সুখের দিন আসবে। আর্থিক সংকট কেটে যাবে। অর্থ-সম্পদ লাভ করতে পারবেন। প্রেম ও সাংসারিক জীবনে মাধুর্য বাড়বে। এই সময় আপনার জীবনের সব সমস্যা কেটে যাবে।
advertisement
advertisement
advertisement